গ্রাহকদের টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি করলো RBI. এখন ব্যাংক থেকে কত টাকা তুলতে পারবেন?
ব্যাংক গ্রাহকদের টাকা তোলায় (Cash Withdrawal) নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ জারি করলো রিজার্ভ ব্যাংক (RBI). এখন থেকে গ্রাহকরা ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন এর থেকে বেশি টাকা তোলার ক্ষেত্রে বিধি নিষেধ (RBI Restriction) জারি করা হয়েছে। আর এই নির্দেশ শোনার পর থেকে গ্রাহকদের মাথায় রীতিমত বাজ ভেঙ্গে পড়েছে বলেই মনে করছেন অনেকে।
RBI Restriction for Bank Customers Cash Withdrawal above 1 Lakh.
আর বলে রাখা ভালো যে আবার RBI (Reserve Bank of India) এর এই কড়া পদক্ষেপ সমবায় ব্যাংকের উপরে। এর আগে নিয়ম না মানার কারনে দেশের 8 টি সমবায় ব্যাংক এর উপরে জরিমানা আরোপ করেছিল রিজার্ভ ব্যাংক। সেই ব্যাংক গুলো হল অ্যাসোসিয়েট কো অপারেটিভ ব্যাংক লিমিটেড সুরাটকে 4 লক্ষ টাকা, মোহাভেরা কো অপারেটিভ ব্যাংক লিমিটেড মুম্বাই কে 2 লক্ষ টাকা, ভাসাই জনতা কো অপারেটিভ ব্যাংক পালঘরকে 2 লক্ষ টাকা।
কোন ব্যাংক গ্রাহকদের টাকা তোলায় নিষেধাজ্ঞা?
রাজকোট পিপলস কো অপারেটিভ ব্যাংককে 1 লক্ষ টাকা, ভদ্রদ্রি কো অপারেটিভ আরবান ব্যাংককে ২ লক্ষ টাকা, জম্মু সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড জম্মু এবং যোধপুর সিটিজেনস কো অপারেটিভ ব্যাংক যোধপুরকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিল রিজার্ভ ব্যাংক। আর এবার আর একটি সমবায় এর উপরে বিধিনিষেধ আরোপ করল RBI এই ব্যাংকের থেকে 1 লক্ষ টাকার বেশি তোলা যাবে না। কোন সমবায় ব্যাংক এর উপরে নির্দেশিকা জারি করল RBI দেখে নিন।
কোন ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি RBI এর
সম্প্রতি লখনউ এর ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের (Indian Markentail Co Operative Bank) উপরে বিধিনিষেধ জারি করল RBI. তবে তারা তাদের ব্যাংকিং কাজ চালিয়ে নিয়ে যেতে পারবে। বলে রাখা ভালো 2023 এর 9 ই মার্চ থেকে যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি দেখা দিলে কড়া ব্যবস্থা নেবে RBI, এই সিদ্ধান্ত নিয়েছিল। এই সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া উচিত।
রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা
রিজার্ভ ব্যাংক জানিয়েছে, লখনউ এর ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের উপরে চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। এই ব্যাংকে যে সব মানুষদের একাউন্ট রয়েছে তারা 1 লক্ষ টাকার বেশি তুলতে পারবে না। Current Account, Savings Account এবং অন্য সব একাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম জারি থাকবে। তবে এইটিকে ব্যাংকিং লাইসেন্স (Banking License) বাতিল বলে ধরা ঠিক হবে না।
এছারা RBI আর একটি বিবৃতিতে আরো জানিয়েছে, লখনউ এর ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক পুর্ব অনুমতি ছাড়া কোনো নতুন ঋণ (Loan) বা অগ্রিম দিতে পারবে না। একই সাথে পুরনো ঋণ পুনরায় ও করতে পারবে না। এছাড়া যে কোনো বিনিয়োগের আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমতি নিতে হবে। অনুমতি দিলে বিনিয়োগ করতে পারবে।
কত দিন এই টাকা তোলায় নিষেধাজ্ঞা থাকবে?
রিজার্ভ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লখনউ এর ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক এর উপরে এই বিধিনিষেধ জারি থাকবে। এই নির্দেশ জারি থাকবে 2024 সাকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। রিজার্ভ ব্যাংক পরিস্থিতির উপরে নির্ভর করে এই নির্দেশ গুলো সংশোধন করতে পারে। এই নির্দেশ 6 মাস জারি থাকবে। 6 মাস পর আবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
ছেলে মেয়েদের ব্যবসা করার জন্য ঋণ দিচ্ছে কেন্দ্র। কিভাবে এই সুবিধা পাবেন
গ্রাহকদের জন্য রিজার্ভ ব্যাংকের নির্দেশ
রিজার্ভ ব্যাংকের তরফে এই ব্যাংকের সকল গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে তাদের টাকা নিয়ে কোন ধরণের চিন্তা করার দরকার নেই। কারণ তাদের টাকা সুরক্ষিত থাকবে এবং এই নিষেধাজ্ঞা উঠে গেলে তারা আগের মত সকল ধরণের আর্থিক লেনদেন (Financial Transaction) করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written By Ananya Chakraborty.