RBI Penalty – জনপ্রিয় বেসরকারি ব্যাংক সহ LIC HFL কে জরিমানা দেওয়ার নির্দেশ। গ্রাহকদের মাথায় হাত!
আবারও জরিমানা আরোপ (RBI Penalty) করা হল কয়েকটি ব্যাংকে উপরে। সরকারি বেসরকারি অনেক ব্যাংক আছে ভারতে। সরকারি ব্যাংক যেমন দেশের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ তেমন বেসরকারি ব্যাংক (Private Bank) গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় হয়ে উঠেছে মানুষদের কাছে। তবে এই সব সরকারি ও বেসরকারি ব্যাংক গুলো রিজার্ভ ব্যাংকের (Reserve Bank Of India) জারি করা নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে ব্যাংক গুলোকে দিতে হয় জরিমানা।
RBI Penalty Impose On IDFC First Bank & LIC HFL.
সম্প্রতি ভারতের দুটি জনপ্রিয় ব্যাংক এর বিরুদ্ধে জরিমানা (RBI Penalty) আরোপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India). সেই ব্যাংক গুলো হল ব্যাংক IDFC First Bank ও LIC Housing Finance. আর এর মধ্যে IDFC একটি বেসরকারি ব্যাংক আর LIC HFL হল হাউসিং কোম্পানি মানে যারা বাড়ি করার জন্য ঋণ প্রদান করে থাকে মানুষদের। আর এই সংস্থা ভারতীয় জীবন বীমা নিগমের অন্তর্ভুক্ত।
Why RBI Penalty Impose On IDFC First Bank?
IDFC First Bank কথা প্রায় সব মানুষই জানে। কারন এই ব্যাংক লোন (Bank Loan) গ্রহীতাদের কাছে খুব জনপ্রিয়। তবে সম্প্রতি লোন সম্পর্কিত কিছু নিয়ম কানুন লঙ্ঘনের অপরাধে এই ব্যাংকের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর আগেও রিজার্ভ ব্যাংক ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সহ বেসরকারি বড় ব্যাংক HDFC এর বিরুদ্ধেও নিয়ম ভঙ্গের অপরাধে জরিমানা (RBI Penalty) আরোপ করেছিল।
Why RBI Penalty Impose On LIC HFL?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শুধু IDFC First Bank বিরুদ্ধে জরিমানা আরোপ করেছে তা নয়। LIC HFL অর্থাৎ LIC Housing Finance এর উপরও জরিমানা আরোপ করেছে RBI. ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে একটি বিবৃতিতে জানান হয়েছে, নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানি, হাউজিং ফাইন্যান্স কোম্পানি রিজার্ভ ব্যাংকের নিয়ম (RBI Rules) না মানার অপরাধে জরিমানা (RBI Penalty) আরোপ করা হয়েছে LIC হাউজিং ফাইন্যান্সের উপর।
ব্যাংক একাউন্ট থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন পুরনো সব গ্রাহকরা জানুন।
Customers Are Trouble For This RBI Penalty On IDFC & LIC HFL?
রিজার্ভ ব্যাংকের এই IDFC First Bank ও LIC HFL উপর যে জরিমানা আরোপ করেছে তাতে এই দুটি ব্যাংকের গ্রাহকদের উপরে কোনো প্রভাব পড়বে না। কারন রিজার্ভ ব্যাংক শুধুমাত্র IDFC Bank ও LIC Housing Finance এর উপরে জরিমানা (RBI Penalty Impose) আরোপ করেছে। এটি গ্রাহকদের সুবিধার্থে করা হয়েছে যাতে তারা ভালো মত সুবিধা পেতে পারে।
Written by Ananya Chakraborty.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।