অর্থনীতি

PNB – পিএনবি ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI. গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে তো?

আমাদের দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল PNB. আর এই ব্যাংকে দেশের প্রায় ১৮ কোটিরও বেশি গ্রাহকের একাউন্ট আছে। এবারে যদি আপনিও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাদেরও খুবই সতর্ক থাকতে হবে। আর এই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর বেশ ভালো অঙ্কের জরিমানা জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India).

PNB Customers Be Aware For The RBI News.

মূলত ঋণগ্রহীতা গ্রাহকদের থেকে বেশি অঙ্কের সুদ নেওয়ার কারণেই এই জরিমানা ধার্য্য করা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক PNB আরবিআই পরিচ্ছন্নতা অভিযানে নিয়োজিত হয়েছে। কিছুদিন যাবৎ ব্যাংকের অন্যান্য ঋণের সুদ নিয়ে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। যার কারণে বেশ কিছু ব্যাংককে ৯০ লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রদত্ত ঋণের ওপর গ্রাহকদের কাছ থেকে চড়া হারে সুদ আদায় করছিল বেশ কিছু ব্যাংক। সম্প্রতি ICICI অভ্যন্তরেও একই ধরনের ঘাটতি পাওয়া গিয়েছিল। তবে, এবার এসবিআইয়ের পাশাপাশি PNB ব্যাংকের ওপরেও কড়া নজরদারি চালিয়েছিল আরবিআই। আর এতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ভিতরের ফাঁকফোকড় গুলি ধরা পড়েছে আরবিআই এর কাছে।

তাই এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় শেয়ার বাজারের উপরেও তার প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে, ফেডারেল ব্যাঙ্কও আরবিআইয়ের নিয়ম মেনে নেয়নি, যার কারণে উক্ত ব্যাঙ্কের হাতে নোটিশ তুলে দেওয়া হয়েছে। তবে এই সমস্ত ঘটনাবলি থেকে একটি বিষয়ে স্পষ্টভাবে বোঝা যায় যে সরকারি হোক বা বেসরকারি ব্যাংক সব ক্ষেত্রেই ত্রুটি রয়েছে।

WBCHSE HS Exam (উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম)

শুধু PNB ব্যাংকই নয়, রিজার্ভ ব্যাংক এনবিএফসি গুলির উপরেও নজর রাখছে। NBFC গুলির ক্ষেত্রে, গ্রাহকরা আরবিআইয়ের কাছে অভিযোগ করেছেন যে ঋণ পুনরুদ্ধারের নিয়ম গুলি পরিবর্তন করা উচিত। এর পরে আরবিআই ঘোষণা করেছিল যে এনবিএফসি এজেন্টরা কেবল সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঋণ পুনরুদ্ধারের জন্য কল করতে পারেন।

Mobile Recharge Offer – কালীপূজোর আগে রিচার্জ করলে পাবেন সামান্য খরচে 3 মাসের বৈধতা, সঙ্গে আকর্ষণীয় ছাড়।

কারণ এর আগের নিয়মকে অমান্য করে এজেন্টরা রাত ২টা পর্যন্তও কল করছিলেন। তবে, ব্যাংক গুলিকে ত্রুটিমুক্ত করতে RBI এর তরফে গৃহীত এই পদক্ষেপটি প্রশংসিত হচ্ছে সব মহলেই। আর এই নির্দেশের ফলে সরাসরি PNB গ্রাহকদের জমানো টাকায় কোন ধরণের সমস্যা হবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। এবারে এই সম্পর্কে আরও কিছু জানার জন্য আপনারা নিজেদের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Sampriti Bose.

কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *