Indian Currency: 1, 5 ও 10 টাকার কয়েন নিয়ে সতর্কতা জারি RBI-র! ঠিক কি জানানো হল?
বর্তমানে সমগ্র দেশে খুচরো টাকার (Indian Currency) খুবই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বলেই মনে করছেন অনেকে। আর এই উৎসবের মরশুমে এই খুচরোর সমস্যার কারণের জন্য গ্রাহক থেকে বিক্রেতা অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে অনলাইনের লেনদেন করার ফলে অবশেষে সুবিধা হলেও ফের একবার RBI-র তরফে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানো হল গ্রাহকদের।
Indian Currency Coins Update by RBI
এক, দুই, পাঁচ, দশ টাকার কয়েন নিতে অস্বীকার করলেই বিপদ ঘনিয়ে আসবে আপনার, সতর্ক করছে রিজার্ভ ব্যাঙ্ক। দোকান বাজার সব জায়গায় এখন ছোট 1 টাকার কয়েন নিতে অস্বীকার করছে দোকানদাররা। প্রায়শই এই সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের (Indian Currency). এমনকি কোনো কোনো জায়গায় তো 5 টাকার কয়েন গুলো নিতেও অস্বীকার করছে।
Small Currency Coins is not Accepted
এই বিষয়ে অনেক দোকানদার বলছে এই সব কয়েন নাকি বাজারে চলে না। এই দিকে আপনি যদি পুরনো বড় 1 টাকার কয়েন দেন তাহলে তা নিয়ে নিচ্ছে দোকানদাররা। আবার 50 পয়সার কয়েন দিতে গেলেও নেন না কোনো দোকানদার। কারন এখন মুখে মুখে রটে গিয়েছে 50 পয়সার কয়েন নাকি নিষিদ্ধ করে দিয়েছে RBI. তাহলে এই সব কয়েন গুলো (Indian Currency) কি সত্যি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক? এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের জায়গা স্পষ্ট করে দিয়েছে।
একাধিক কয়েক বাতিল হয়েছে?
শহরের বড় বড় দোকান আর বাজার গুলোতে এই ছোট কয়েন নেওয়া নিয়ে কোনো ঝামেলা হয় না। ছোট কয়েন নিয়ে সব থেকে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের। এই ছোট কয়েন নিয়ে গুজবের দ্বারা প্রভাবিত হচ্ছেন তারা। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক (RBI on Indian Currency) তাদের কোন কয়েন বৈধ্য আর কোন কয়েন অবৈধ্য এই নিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন।
RBI জানিয়েছে 25 পয়সার কয়েন বা টার কম পয়সার কয়েন গুলো বাতিল করা হয়েছে অর্থাৎ এক, দুই, পাঁচ, দশ, কুড়ি ও পচিশ পয়সার কয়েন গুলো বাজারে নিষিদ্ধ করেছে RBI. এই কয়েন গুলো উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু 50 পয়সার কয়েন এখন বাতিল ঘোষনা করেনি RBI. 50 পয়সা কয়েন উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে তবে কারো কাছে যদি 50 পয়সার কয়েন গুলো থাকে তাহলে তা লেনদেন (Indian Currency) করতে পারবেন মানুষ।
এই দিকে 1 টাকার কয়েন আগের মতই উৎপাদন করা হচ্ছে আর নিয়ম মেনে বাজারেও ছাড়া হচ্ছে। তবে আগের তুলনায় এখনকার 1 টাকার কয়েনের সাইজ ছোট হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক দুই, পাঁচ, দশ, কুড়ি টাকার কয়েন গুলো উৎপাদন করছে নিয়মিত, এই কয়েন গুলোর লেনদেন বৈধ্য (Indian Currency). কয়েন যদি কোনো দোকানদার নিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে রিজার্ভ ব্যাঙ্ক।
সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নিয়ে আপডেট! না জানলে টাকা কাটবে
ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির 489 (A) থেকে 48 (E) ধরায় FIR করা যেতে পারে। আর এবারে এই ধরণের কেউ কয়েন না নিতে চাইলে আর হবে না তাদেরকে এই কয়েন নিতেই হবে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.