অর্থনীতি

FD Interest Rate – একধাক্কায় FD তে সুদ বাড়ল। ৯.১০% সুদ শুনে খুশি গ্রাহকরা!

আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং পছন্দসই স্কিমের মধ্যে একটি হলো ফিক্সড ডিপোজিট স্কিম (FD Interest Rate). এটি একটি দীর্ঘকালীন বিনিয়োগ যেখানে আমরা মেয়াদ শেষে একটি নিশ্চিত হারে সুদ পেয়ে থাকি। তবে সব ব্যাংক ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর একই হারে সুদ দেয় না। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ওপর হার এক এক রকম হয়।

FD Interest Rate Hike by Small Finance Banks.

আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকেই এই ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে জানি। আর প্রত্যেকেই ব্যাংক বা পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকি এই স্কিমে। আর এবারে FD Interest Rate বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির খবর পাওয়া গেল। আর এই সুদ বৃদ্ধির কথা শুনে সকল গ্রাহকরাই খুবই উল্লসিত হয়েছে। তাহলে কোন ব্যাংকের তরফে এই সুদ বেশি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক।

ফিক্সড ডিপোজিটে সুদ বৃদ্ধি

তবে আজকে আমরা এমন চারটি ব্যাংকের কথা বলব যেখানে FD Interest Rate বৃদ্ধি করা হয়েছে। এবারে অনেকেই আছেন যারা দেশের নামকরা সরকারি বা বেসরকারি ব্যাংকে নিজেদের টাকা বিনিয়োগ করে থাকেন, কিন্তু আজকের উল্লেখিত সকল ব্যাংক গুলো সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, এই চারটি ব্যাংক সম্পর্কে নীচে উল্লেখ করা হলো।

কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল?

  • উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক।
  • সিটি ইউনিয়ন ব্যাংক।
  • আরবিএল ব্যাংক।
  • ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক।

Utkarsh Small Finance Bank FD Interest Rate

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক (RBI) নিবন্ধিত একটি ফাইন্যান্স কোম্পানি যা গ্রাহকদের বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। যেমন বিভিন্ন ধরনের MSME Loan, Home Loan এবং Personal Loan. ১৫ এপ্রিল থেকে এই ব্যাংকের তরফ থেকে ২ কোটি টাকার কম ডোমেস্টিক ডিপোজিটের ওপর নবীন নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ অব্দি প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ অব্দি FD Interest Rate প্রদান করা হবে।

City Union Bank FD Interest Rate

সিটি ইউনিয়ন ব্যাংক যার সদর দপ্তর তামিলনাড়ুতে অবস্থিত। বর্তমানে এই বেসরকারী খাতের ব্যাংকের প্রায় ৭৭৪ টি শাখা এবং ১৭৬২ টি এটিএম সার্ভিস রয়েছে। ৬ মে থেকে সিটি ইউনিয়ন ব্যাংক ২ কোটি টাকার কম ডোমেস্টিক এফডিতে নবীন নাগরিকদের জন্য সুদ প্রদান করবে ৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত। এখানে নবীন নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে।

RBL Bank FD Interest Rate

RLB ব্যাংকও হলো ভারতের একটি বেসরকারি ব্যাংক, যার সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। এখানে ফিক্সড ডিপোজিটে ২ কোটি টাকার কম ডিপোজিটে ইন্টারেন্ট বাড়ানো হয়েছে যা ১ লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এখানে ব্যাংক নবীন নাগরিকদের স্থায়ী আমানতের ওপর ৮ শতাংশ হারে সুদ প্রদান করছে এবং প্রবীণ নাগরিকদের ৮.৭৫ হারে সুদ প্রদান করছে।

Doorstep Banking (ডোরস্টেপ ব্যাংকিং)

Capital Small Finance Bank FD Interest Rate

ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক খুব বেশি পুরনো ব্যাংক নয়। ২০০০ সালে এই ছোট্ট বেসরকারি ফাইন্যান্স কোম্পানিটি খোলা হয়েছে। যার সদর দপ্তর রয়েছে জলন্ধরে। ব্যাংকটির বর্তমানে মোট ৭৬ টি শাখা আপাতত রয়েছে। ৬ মে ২০২৪ ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে ২ কোটি টাকার কম আমানতের ওপর নবীন নাগরিকদের সুদ প্রদান করা হবে ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে FD Interest Rate ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত।

পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল, নতুন পুরনো সব গ্রাহকরা জানুন

ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে কিভাবে বিনিয়োগ করবেন?

এখানে উল্লিখিত প্রত্যেকটি স্মল ফাইন্যান্স কোম্পানিরই সারা ভারত জুড়ে একাধিক শাখা প্রশাখা রয়েছে। আপনারা চাইলে এই ব্যাংক গুলোতে অনায়াসেই বিনিয়োগ করতে পারবেন। প্রত্যেকটি ব্যাংকই তাদের ৪০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সবচেয়ে বেশি সুদ (FD Interest Rate) প্রদান করছে। আপনারা চাইলে এর মধ্যে থেকে যে কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করতে পারবেন।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *