রাজ্যে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ। অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
নতুন বছরেই পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। এই নতুন বছরের একেবারে শুরুতে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলেই চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই চাকরিপ্রার্থীদের মধ্যে এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য নিয়ে নানাপ্রকার প্রশ্ন উঠেছে। ফলত আজকে এই পোস্টে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।
(ক) পদের নাম:- গ্রুপ-ডি অ্যাসিস্ট্যান্ট
° শূন্যপদের সংখ্যা:- ১ টি
° আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ডের অধীনস্থ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী বা তার সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. যেসমস্ত চাকরিপ্রার্থীদের উক্ত পদে কাউন্সিল সংক্রান্ত কাজের ক্ষেত্রে নূন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই কেবলমাত্র এই শূন্যপদগুলির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
৩. আবেদনের ক্ষেত্রে আবেদনকারী বয়স ১৮ বছর থেকে শুরু করে ৩৭ বছর হতে হবে। এক্ষেত্রে উক্ত চাকরিপ্রার্থীর বয়স ১লা জানুয়ারি,২০২২ তারিখ থেকে গণনা করা হবে।
উপরোক্ত শূন্যপদের জন্য আবেদন জানাবেন কিভাবে?
অফিশিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে, আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং অফিশিয়াল নোটিফিকেশনে থাকা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে। পরবর্তীতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি এই ফর্মের সাথে যুক্ত করে মুখবন্ধ খামে পুরে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন যে, অসম্পূর্ণ কিংবা ভুল তথ্যসমৃদ্ধ আবেদনপত্র পাঠানো হলে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না। এছাড়াও একজন আবেদনকারী একটি পোষ্টের জন্য একের অধিক আবেদনপত্র পাঠালে সমস্ত আবেদনপত্রগুলি বাতিল বলে গণনা করা হতে পারে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
The Registrar, West Bengal Nursing
Council, Purta Bhavan, 3rd Floor, Room No:- 302, DF Block, Salt Lake City, Sec-I, Kolkata-700091
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২. মাধ্যমিক বা সমতুল্য যেকোনো পরীক্ষার অ্যাডমিট।
৩. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র।
৪. ক্লাস এইটের মার্কশিট।
৫. ভোটার কার্ড অথবা আধার কার্ড কিংবা অন্য যেকোনো অ্যাড্রেস প্রুফ।
৬. কাউন্সিল সম্পর্কিত কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
নির্বাচনের প্রক্রিয়া:-
চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদনের সময়সীমা:-
অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী ২৭শে জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link