চাকরি

উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ ডি পদে রাজ্যে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ

রাজ্য সরকারের অধীনে গ্রুপ-ডি স্টাফ সহ আরও অন্যান্য ক্ষেত্রে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে। রাজ্যজুড়ে সরকারি চাকরি নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। অন্যদিকে, যেকোনো ক্ষেত্রে চাকরিতে আবেদনের জন্য প্রথমে প্রয়োজন হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা, আর যেসমস্ত চাকরিপ্রার্থীরা নানা কারণে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেনি বর্তমানে এই চাকরির মন্দার বাজারে তাদের অবস্থা যথেষ্ট শোচনীয়। তবে এবারে খোদ রাজ্য সরকারের তরফে চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর প্রকাশ্যে আনা হলো। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্য সরকারের অধীনে গ্রুপ-ডি সহ অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের সবগুলি জেলার চাকরি প্রার্থীরাই এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। আর খোদ রাজ্য সরকারের হ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর তরফে বহু সংখ্যক শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করায় কিভাবে এই শূন্যপদে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজনীয় এই সমস্ত তথ্যগুলি জানার জন্য চাকরিপ্রার্থীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। আর তাই আজ আমরা এই পোস্টে এই সমস্ত শূন্য পদগুলি এবং এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এই পোস্টে আলোচনা করতে চলেছি।

(ক) পদের নাম:- গ্রুপ-ডি প্যাকেজিং অ্যান্ড বিয়ারিং
শূন্যপদের সংখ্যা:- হ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোট ৪ টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে।
আবশ্যিক যোগ্যতা:-
১. এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. এই শূন্যপদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
বেতন:- এই শূন্যপদগুলিতে কর্মরত কর্মীদের ১৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

বাড়ির ছোট অংশে আদা চাষ করে ইনকাম করুন ২৫,০০০ টাকা

(খ) পদের নাম:- জুনিয়র অ্যাসিসট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার
শূন্যপদের সংখ্যা:- ১ টি
আবশ্যক যোগ্যতা:-
১. এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং-এর কোর্স করতে হবে।
বেতন:- এই পদগুলিতে কর্মীদের ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(গ) পদের নাম:- জুনিয়র ক্যাটেগরী ম্যানেজার হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার
শূন্যপদের সংখ্যা:- তিনটি ক্যাটাগরিতে মোট ৪ টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জুনিয়ার ক্যাটাগরি ম্যানেজার হ্যান্ডলুম-এর ১টি, জুনিয়র ক্যাটেগরি ম্যানেজার হ্যান্ডিক্রাফট-এর ১ টি এবং জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার-এর ২ টি শূন্যপদ রয়েছে।
আবশ্যক যোগ্যতা:-
১. এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।
২. এছাড়াও এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর উক্ত ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:- এই শূন্য পদগুলিতে কর্মীদের ২৪,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(ঘ) পদের নাম:- জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:- ১ টি
আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।
২. এছাড়াও এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর উক্ত ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বেতন:- উক্ত পদে কর্মরত কর্মীকে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

(ঙ) পদের নাম:- জুনিয়ার সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
আবশ্যক যোগ্যতা:-
১. আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. এর পাশাপাশি এই পদে আবেদনের ক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন এবং কথোপকথনের ক্ষেত্রে দক্ষতা থাকা প্রয়োজন।
বেতন:- উক্ত পদে চাকরিপ্রার্থীদের ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(চ) পদের নাম:- জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
আবশ্যক যোগ্যতা:-
১. এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার নিয়ে বি.এসসি অথবা বি.ই অথবা বিসিএ কিংবা এমসিএ সম্পন্ন করতে হবে।
২. এর পাশাপাশি এই শূন্যতায় আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর উক্ত ক্ষেত্রে কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:- এক্ষেত্রে যাকে প্রতি মাসে ২৪০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(ছ) পদের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
আবশ্যিক যোগ্যতা:-
১. এক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে চাকরিপ্রার্থীর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক।
২. এর পাশাপাশি এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কথোপকথনের ক্ষেত্রে যথেষ্ট দক্ষ হতে হবে এবং উক্ত ক্ষেত্রে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:- এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

(জ) পদের নাম:- জুনিয়র সেলস কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:- ২ টি।
আবশ্যক যোগ্যতা:-
১. আবেদনকারী চাকরিপ্রার্থীকে বি. কম শাখায় স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।
২. এর পাশাপাশি কম্পিউটার এবং ট্যালি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
বেতন:- উক্ত পদে কর্মরত প্রার্থীকে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

(ঝ) পদের নাম:- জুনিয়র সেলস কাম অফিস আসিস্টান্ট
শূন্যপদের সংখ্যা:- ১৪ টি
আবশ্যক যোগ্যতা:-
১. এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
২. এর পাশাপাশি চাকরিপ্রার্থীর উক্ত ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:- উক্ত পদে চাকরিপ্রার্থীকে প্রতিমাসে ১৫০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া:- এই শূন্যপদগুলোতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের মেইল মারফত আবেদন জানাতে হবে। মঞ্জুশার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস engagement@manjusha.in -এ ইমেইল পাঠাতে হবে এবং এর সাথে পাঠাতে হবে আপনার বায়োডাটা বা সিভি।

আবেদনের সময়সীমা:- এই শূন্যপদগুলিতে আবেদনের প্রক্রিয়া নয় ৯ই ডিসেম্বর,২০২২ তারিখ পর্যন্ত চলবে।

নির্বাচনের প্রক্রিয়া:- চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটারের পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নির্বাচন করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার দিন চাকরি প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা সহ বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিগুলি নিয়ে যেতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *