অষ্টম শ্রেনী পাশে রামকৃষ্ণ মিশনে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেনী পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কবে পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত কিছু আলোচনা করা হলো।
যে দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে, সেগুলি:- পিওন এবং ল্যাব অ্যাটেনডেন্ট। এই দুটি পদেই আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১লা জানুয়ারি,২০২২ এর পরিপ্রেক্ষিতে। এই দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এই পদগুলির ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে ROPA নিয়ম অনুযায়ী।
এই পদগুলির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়াও আবেদনপত্রটি স্কুল অফিস থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ১লা ডিসেম্বর,২০২২।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড/আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, সম্প্রতি তোলা দুকপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে। আবেদন করার জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা।
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট নিয়ে তার মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এই নিয়োগটি কবে হবে Sarisha Ramkrishna Mission Sikhamandir, Sarisha, South 24 Parganas এই রামকৃষ্ণ মিশনে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• আবেদন পত্র:- Link