অষ্টম শ্রেণী পাশে স্কুলে গেস্ট টিচার এবং গ্রুপ-ডি স্টাফ পদে কর্মী নিয়োগ
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রকার বিতর্কের মধ্যে রাজ্যের একটি স্কুলের তরফে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তির জেরে রীতিমতো আশার আলো দেখছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই যেকোনো চাকরিপ্রার্থী এই শূন্যপদগুলি জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু গেস্ট টিচার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এমনটা নয়। এর পাশাপাশি ওই একই বিদ্যালয়ের তরফে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি গ্রুপ-ডি স্টাফ রূপে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের বিজ্ঞপ্তি।
আপনিও যদি রাজ্যের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে আজই এই পদগুলির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারেন। তবে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কি কি আবশ্যক যোগ্যতা উল্লেখ করা হয়েছে অথবা অনলাইন নাকি অফলাইন কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে এ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে জানা। আর তাই আজ আমরা এই পোস্টে সকলের সুবিধার্থে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবশ্যক যোগ্যতা কি কি, কিভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি এসকল তথ্য নিয়ে হাজির হয়েছি।
(ক) পদের নাম:- গেস্ট টিচার।
মোট শূন্যপদ:- ৫ টি।
কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে?
বিদ্যালয় তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, মোট ৫ টি বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। বিষয়গুলি হলো:- জীবন বিজ্ঞান, অংক, রসায়ন, পদার্থবিদ্যা এবং অর্থনীতি।
কোন বিষয়ের কটি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে?
বিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জীবন বিজ্ঞানের শূন্যপদ ১ টি, অংকের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ১ টি, রসায়নের জন্য শূন্যপদ রয়েছে ১ টি, পদার্থবিদ্যার ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ১ টি, এবং অর্থনীতির ক্ষেত্রেও ১ টি শূন্যপদ রয়েছে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আবশ্যিক যোগ্যতা:-
১. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের থেকে বেশি এবং ৪০ বছরের থেকে কম হতে হবে। তবে এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স ১লা জানুয়ারি,২০২২ অর্থাৎ ১লা জানুয়ারি,২০২২ অনুসারে হিসেব করা হবে।
২. যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারী যে বিষয়ের শূন্য পদের জন্য আবেদন করতে চলেছেন সেই বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং বি. এড কোর্স সম্পূর্ণ করা থাকলে এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন।
গেস্ট টিচারদের কতোদিনের জন্য নিয়োগ করা হবে?
এই শূন্যপদগুলিতে সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে গেস্ট টিচারদের ১ বছরের জন্য নিয়োগ করা হবে। এরপরে শিক্ষকের কর্মক্ষমতা অনুসারে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকের ইচ্ছা অনুসারে এই চুক্তি বর্ধিত করা হতে পারে। এর পাশাপাশি ৩ মাসের নোটিশ মারফত এই চুক্তি বিদ্যালয়ের তরফে শেষ করা যেতে পারে। এই চুক্তি চলাকালীন কোনোভাবেই পদটিতে শিক্ষক নিয়মিত করার জন্য আবেদন জানানো যাবেনা।
বেতন:- এই শূন্য পদগুলিতে যে সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তবে এক্ষেত্রে আর কোনো অ্যালাওয়েন্স প্রদান করা হবে না। তবে উৎসব উপলক্ষ্যে রেগুলার গভর্নমেন্ট কর্মীদের মতোই বোনাস দেওয়া হবে।
গ্রুপ-ডি স্টাফ হিসেবে যে পদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে:-
(ক) পদের নাম:- ল্যাবরেটরি অ্যাটেনটেন্ড।
মোট শূন্যপদ:- ১ টি।
বেতন:- ১৫,০০০ টাকা।
(খ) পদের নাম:- হোস্টেলের কুক
মোট শূন্যপদ:- ৩ টি।
বেতন:- ১২,০০০ টাকা।
(গ) পদের নাম:- কুক হেল্পার
মোট শূন্যপদ:- ১ টি।
বেতন:- ১১, ০০০ টাকা।
(ঘ) পদের নাম:- সুইপার
মোট শূন্যপদ:- ১ টি।
বেতন:- ১১, ০০০ টাকা।
আপনার সন্তানের আধার কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে, জেনে নিন এখনই
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত সমস্ত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের রাজ্য সরকারের অধীনস্থ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
২. আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম হতে হবে। আবেদনকারীর বয়সের হিসাব ১লা জানুয়ারি,২০২২ তারিখ থেকে করা হবে। তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।
গ্রুপ-ডি স্টাফদের ক্ষেত্রে কতোদিনের চুক্তিতে নিয়োগ করা হবে?
গেস্ট টিচারদের মতোই গ্রুপ-ডি স্টাফদেরও ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কর্মীদের কর্মদক্ষতা অনুযায়ী বিদ্যালয়ের এবং কর্মীদের ইচ্ছা অনুসারে এই চুক্তি বাড়ানো যেতে পারে। বিদ্যালয়ের তরফে তিন মাসের নোটিশ পিরিয়ডে এই চুক্তির অবসান করা যেতে পারে। এই চুক্তি চলাকালীন কোনোভাবেই এই পথগুলিতে কর্মীদের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ করার আবেদন জানানো যাবে না।
ছুটি:- গেস্ট টিচার এবং গ্রুপ-ডি স্টাফ উভয় ক্ষেত্রে কর্মীদের একইভাবে একই নিয়ম অনুসারে বিভিন্ন ছুটি দেওয়া হবে। সেই ছুটিগুলি হলো:-
Casual Leave (CL):- কর্মীদের এক বছরে ১৪ টি Casual Leave বা CL দেওয়া হবে।
Medical Leave:- এক বছরে ১০ টি Medical Leave নিয়ে যাবে। সম্পূর্ণ সার্ভিস পিরিয়ডে ১৮০ টি Medical Leave নেওয়া যাবে।
Maternity leave:- Maternity leave শুধুমাত্র বিবাহিত মহিলা কর্মীদের জন্য দেওয়া হয়ে থাকে। Maternity leave এর জন্য সম্পূর্ণ বেতন সহকারে ১৮০ দিন ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তবে সম্পূর্ণ সার্ভিস পিরিয়ডের দুবারের বেশি Maternity leave নেওয়া যাবে না।
Extra ordinary leave:- যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে যেকোনো শিক্ষককে এই Extra ordinary leave দেওয়া হয়ে থাকে। তবে এই ছুটির ক্ষেত্রে কোনোরকম বেতন দেওয়া হয় না।
আবেদনের পদ্ধতি:- গেস্ট টিচার হোক কিংবা গ্রুপ-ডি স্টাফ উভয়ক্ষেত্রেই শূন্য পদগুলোতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই অফলাইনে একই পদ্ধতিতে আবেদন করতে হবে। এজন্য আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সেটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানো ঠিকানা:- Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Devlopment Department, Sivaji Road, Hakimpara, PO & District – Jalpaiguri, Pin-735101
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. বয়সের প্রমাণপত্র (আবেদনকারীর জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিকের অ্যাডমিট)
২. আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ (Epic/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ PAN কার্ড/ ব্যাংকের পাসবই)
৩. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট।
৪. চুক্তি চলাকালীন কর্মী তার পদটি নিয়মিত করার জন্য কোনোরূপ আবেদন অথবা ইচ্ছা প্রকাশ করবে না তার লিখিত এফিডেভিট।
প্রার্থীদের নির্বাচনের পদ্ধতি:- গেস্ট টিচার এবং গ্রুপ-ডি স্টাফ উভয়ক্ষেত্রের কর্মীদেরই ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থীদের আবেদন পত্র এবং শিক্ষাগত যোগ্যতা অনুসারে যোগ্যপ্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে এবং তা জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://jalpaiguri.gov.in/ -এ প্রকাশ করা হবে। ওই লিস্টেই ইন্টারভিউ এর তারিখ সময় এবং জায়গা উল্লেখ করা থাকবে। আলাদা হবে কোনোরূপ কল লেটার পাঠানো হবে না।
আবেদনের শেষ তারিখ:- ১৮ই নভেম্বর,২০২২ তারিখ পর্যন্ত এই পদগুলির জন্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
নিয়োগের স্থান:- জলপাইগুড়ি জেলার নাগরাকাটার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে গেস্ট টিচার এবং গ্রুপ-ডি স্টাফ পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
অফিসিয়াল নোটিফিকেশন (গেস্ট টিচার):- Link
অফিসিয়াল নোটিফিকেশন (গ্রুপ-ডি স্টাফ):- Link