টেলিকম

Jio Prepaid Plans: রিচার্জে ছাড় পাবে গ্রাহকরা! ১০ তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন

বর্তমানে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হলো জিও (Reliance Jio Prepaid Plans). জিও বরাবরই গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা জনক অফার (Jio Offer) এনে তাদের আকৃষ্ট করে থাকে। মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিও গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দেওয়ার পাশাপাশি প্রযুক্তির দিক দিয়েও অনেক এগিয়ে গিয়েছে (Jio Recharge Plan). এই টেলিকম সংস্থা এখন দেশের মানুষকে Jio 4G Internet পরিষেবার পর উপহার হিসাবে দিচ্ছে Jio 5G Internet পরিষেবা।

Jio Prepaid Plans Under 700 Rupees Offer More Benefits

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মন জয় করে চলেছে এই টেলিকম সংস্থা (Jio Prepaid Plans). তবে, গত জুলাই থেকে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল এই টেলিকম সংস্থা। ফলস্বরূপ, গ্রাহকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। কিন্তু, রিচার্জের দাম যতই বাড়ুক, এখন রিচার্জ করা বাধ্যতামূলক। কারণ এখন বিনোদন, পড়াশোনা, বিভিন্ন কাজ এবং অর্থ লেনদেনও অনলাইনের মাধ্যমেই হয়।

Jio গ্রাহকদের খরচ কমালো!

এমতাবস্থায় জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন একটি বিশেষ অফার যাতে গ্রাহকরা আরও বেশি সুবিধাও গ্রহণ করতে পারেন। গ্রাহকরা নির্বাচিত Jio Prepaid Plans গুলিতে বিশেষ অফার পেতে পারেন। OTT-র সাবস্ক্রিপশন, স্পেশ্যাল মেম্বারশিপের মতো আরও অনেক কিছুতে ৭০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন৷

জিও প্রিপেড প্ল্যান

জিও এখন ভারতে ৪৯০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে বাজেট মূল্যে উচ্চ-গতির ডেটা এবং পরিষেবা অফার করে। জিও গ্রাহকরা ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জ করলে ৭০০ টাকার তিনটি সুবিধা পাবেন (Jio Prepaid Plans). কোনো ব্যক্তি যদি ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার ত্রৈমাসিক প্ল্যানটি কেনেন বা ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান নেন, তবেই সুবিধা গুলি পাওয়া যাবে৷

SBI Recurring Deposit (স্টেট ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট)

জিওর 899 টাকার এবং 999 টাকার প্রিপেইড প্ল্যান গুলিতে প্রতিদিন 2 GB ডেটা খরচের সুবিধা আছে। যথাক্রমে 90 দিন এবং 98 দিনের বৈধতা দেবে। যদিও 3599 টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন 2.5 GB ডেটা এবং 365 দিনের বৈধতা দেওয়া হয় (Jio Prepaid Plans). এই প্ল্যান গুলিতে বিশেষ রিচার্জ অফারটি 10 টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং 175 টাকায় 28 দিনের মেয়াদ সহ 10 GB ডেটা প্যাকের সুবিধা দেবে।

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করলেই শিখতে পারবেন!

এছাড়াও তিনি বিনামূল্যে ৩ মাসের Zomato GOLD Membership এবং AJIO তে ২৯৯৯ টাকার উপরে কেনাকাটা করলে ৫০০ টাকার AJIO ভাউচারও পাবেন। জিও তাদের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা এনে দেওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন গ্রাহকেরা। আর এই সময়ের মধ্যে আপনারা উল্লেখিত যে কোন একটি প্ল্যান কিনে নিলেই আপনাদের অনে সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
Written by Sampriti Bose.

Related Articles