Jio Recharge: 200 টাকার কমে রিচার্জ প্ল্যান নিয়ে হাজির জিও! গ্রাহকদের চাপেই এই সিদ্ধান্ত
দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিওর (Jio Recharge) তরফে বড় ঘোষণা করা হল গ্রাহকদের জন্য। সম্প্রতি দেশের সকল টেলিকম সংস্থা গুলো তাদের ট্যারিফ বৃদ্ধি (Recharge Plan Tariff) করেছে। আর এর ফলে সব রিচার্জ প্ল্যান (Recharge Plan) গুলোর দাম 50 টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিপুল সংখ্যক গ্রাহকদের পকেটে টান পড়তে শুরু করেছে।
Jio Recharge Plan Under 200 Rupees.
এই টেলিকম সংস্থা গুলোর রিচার্জের দাম এতো বৃদ্ধি করার ফলে বহু মানুষ সরকারি টেলিকম সংস্থা BSNL এর দিকে চলে যাচ্ছে। জিওরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই জিও তাদের গ্রাহকদের ধরে রাখার জন্যে 200 টাকার কমে রিচার্জ প্ল্যান (Jio Recharge) নিয়ে এসেছে। আজ 200 টাকার কমের রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব।
২০০ টাকা কমে JIO-র প্ল্যান
রিলায়েন্স জিও (Reliance Jio) সম্প্রতি 200 টাকার কমে একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান (Prepaid Jio Recharge Plan) নিয়ে এসেছে। গ্রাহকদের ধরে রাখার জন্যে নতুন পথ অবলম্বন করেছেন রিলায়েন্স জিও। এই নতুন প্রিপেড প্ল্যান (Jio Prepaid Plan) সম্পর্কে চলুন জেনে নিন। আর এই প্ল্যানের মাধ্যমে আপনারা অনেক টাকা সাশ্রয় করতে পারবেন।
189 Rupees Jio Recharge
রিলায়েন্স জিওর এই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম 189 টাকা। এই রিচার্জ প্ল্যানে 199 এর প্ল্যানের মতই সুবিধা পাবে। এই নতুন রিচার্জ প্ল্যানে আপনারা যে সব সুবিধা পাবেন সে গুলো হল Unlimited Call, 300 টি SMS, মোট 2 GB ইন্টারনেট। আর এই প্ল্যানের সুবিধা দেওয়া হবে 28 দিন। 200 টাকার কমে আর 2 টি প্ল্যান নিয়ে এসেছে জিও। 200 টাকার কমে আরো যে দুটি রিচার্জ প্ল্যান আছে সে গুলো হল 199 টাকা আর 198 টাকা। এই গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
198 Rupees Jio Recharge
জিওর 198 টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ 14 দিন। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন Unlimited Call, 100 টি SMS প্রতিদিন, আর প্রতিদিন 2 GB ইন্টারনেট। Jio TV, Jio Cloud, Jio Cinema-র ফ্রি Subscription পেয়ে যাবেন। আর এই ধরণের আরও প্ল্যান সম্পর্কে জেনে নিতে চলেছি।
আধার কার্ড গ্রাহকদের হাতে আর বেশি সময় নেই! গ্রাহকদের জন্য সরকারের নির্দেশ
199 Rupees Jio Recharge
আর 199 টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ 18 দিনের। এই প্ল্যানে গ্রাহকরা 1.5 GB করে ইন্টারনেট প্রতিদিন, 100টি SMS, আর Unlimited Call পাবেন। আছে। Jio TV, Jio Cloud, Jio Cinema-র ফ্রি Subscription পাবেন। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.