পশ্চিমবঙ্গের খবর

Chit Fund : চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে বড় আপডেট! কবে থেকে টাকা ফেরত পাবেন সকলে?

আমরা সকলেই এর আগে চিটফান্ড (Chit Fund) কেলেঙ্কারি সম্পর্কে সকল কিছুই জানি। আর এই কারণের জন্য লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে এবং এই জন্য অনেকেই পথে বসেছেন বা অনেকেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। কিন্তু এখন এই ধরণের অনেক মামলা কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবং সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বিচারাধীন রয়েছে।

Rose Valley Chit Fund Scam Case in West Bengal.

আর এই সকল Chit Fund গুলোর মধ্যে সারদা (Sarada), এমপিএস (MPS), রোজ ভ্যালি (Rose Valley) প্রমুখ। কিন্তু সেই সময়ে ব্যাঙ্কের ছাতার মত গজিয়ে উঠেছিল। কিন্তু এবারে রোজভ্যালি কান্ড নিয়ে এবার নতুন আপডেট সামনে এলো। সুখবর আমানতকারীদের জন্যে। কি সুখবর এলো রোজভ্যালি কাণ্ডের আমানতকারীদের জন্যে? তা জানার জন্য পুরো প্রতিবেদনটি পড়ুন।

পশ্চিমবঙ্গে চিটফান্ড কেলেঙ্কারি

যখন রোজভ্যালির চিটফান্ড কান্ড (Chit Fund Scam) সামনে আসে তখন পশ্চিমবঙ্গের বহু মানুষদের পথে বসতে হয়েছিল। হাজার হাজার মানুষ নিজের কষ্ট করে উপার্জিত লক্ষ লক্ষ টাকা চোখের নিমিষে জলে ডুবে গিয়েছিল। নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা এক নিমেষে খুইয়ে হতাশ হয়েছিলেন অনেকেই। রোজভ্যালির মামলা আদালতে চলছে বহু বছর ধরে। শোনা যাচ্ছে এবার এই রোজভ্যালি মামলায় আমানতকারীরা ফেরত পাবেন তাদের টাকা।

রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি

2015 সালে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কাণ্ডের কর্তা গৌতম কুণ্ডু। গত শুক্রবার তিনি জামিন পেয়েছেন। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় (Chit Fund Scam Case) জামিন পেলেন তিনি। তবে তাকে এখন জেলেই থাকতে হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় জামিন পান তিনি। ED-র মামলায় তার জামিন মঞ্জুর করেছে ইডীর (ED) বিশেষ আদালত। এই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি অর্থাৎ Enforcement Directorate.

বেঙ্গল চিট ফান্ড কেলেঙ্কারি

এই নিয়ে দ্বিতীয় বার জামিন পেলেন তিনি। এর আগে CBI এর একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। গৌতম বাবুর আইনজীবি মারফত জানা গিয়েছে, দীর্ঘ দিনে এই মামলা চললেও ইডি এখনো পর্যন্ত চার্জ গঠন করতে পারেনি (Chit Fund Case). আইনজীবির এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডীর আদালত।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

কবে টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা?

গৌতম কুণ্ডু গ্রেফতারির পর থেকেই রোজভ্যালি গোষ্ঠীর সব সম্পত্তির হিসেব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ED. কিছু দিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED. তথ্য অনুসারে জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে সেই অর্থ ED-র কাছে জমা রয়েছে (Rose Valley Chit Fund).

আজ সুপ্রিম কোর্টে DA মামলায় বড় আপডেট! রাজ্য সরকারি কর্মীরা কি পাবেন?

এই অর্থ এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের (Chit Fund) আমানতকারিদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে খুশি আমানতকারীরা। কিন্তু এখন তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। একটি কথা মাথায় রাখবেন। যখনই কোথাও নিজের উপার্জিত টাকা বিনিয়োগ করার কথা ভাববেন তখন বিনিয়োগ করার আগে সব ঠিক মত দেখে শুনে তারপরে বিনিয়োগ করবেন। কারন এই সব জায়গায় বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *