পশ্চিমবঙ্গের খবর

Chit Fund: চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু! আমানতকারীরা কিভাবে পাবেন?

পশ্চিমবঙ্গের চিট ফান্ড কেলেঙ্কারি (Chit Fund Scam) সম্পর্কে সকলেই জানেন। আর এই কেলেঙ্কারির মাধ্যমে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করেছিলেন তারা এবং যারা এজেন্ট ছিলেন তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। আর বিশেষ করে রোজভ্যালি কাণ্ডের (Rose Valley Scam) কথা সবাই জানে। বহু মানুষ এই রোজভ্যালিতে তাদের কষ্ট করে উপার্জন করা টাকা রেখেছিল।

Rose Valley Chit Fund Investor’s Get’s their Money Back

কিন্তু যখন চিট ফান্ড কোম্পানি গুলো নাম এক এক করে আসতে শুরু করে তার মধ্যে রোজভ্যালি কোম্পানির নামও ছিল। তখন বহু মানুষের টাকা জলে চলে গিয়েছিল। তবে পুজোর আজ দিয়ে রোজভ্যালির প্রতারিতদের জন্যে এসেছে দারুন সুখবর (Chit Fund). পুজোর আগ দিয়েই রোজভ্যালির প্রতারিতদের অ্যাকাউন্ট টাকা ফেরত দেওয়া শুরু হল। প্রথম দফায় 7346 জন প্রতারকদের অ্যাকাউন্টে টাকা পাঠান হয়েছে।

Chit Fund Money Distribution Start

অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে 28 লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বহু আবেদন বাদ দেওয়া হয়েছে। শেষমেশ 7346 জন আমানতকারীর অ্যাকাউন্টে 10 হাজার 200 টাকা করে পাঠানো হয়। আর এই Chit Fund-র টাকা ধীরে ধীরে সকলকেই দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তাহলে কিভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নিন।

রোজভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত

রোজভ্যালি কাণ্ডে প্রতারকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই। গত বৃহস্পতিবার থেকে আমানতকারীরা টাকা পেতে শুরু করে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম দফায় আমানতকারীদের হাতে টাকা তুলে দেওয়ার জন্যে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে 19 কোটি 40 লক্ষ টাকা দেওয়া হয় (Chit Fund). সেখান থেকেই টাকা দেওয়া শুরু করা হয়।

অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি এবং চেয়ারপার্সন দিলীপ শেঠ বলেন 7346 জন আমানতকারীর অ্যাকাউন্টে আজ 10 হাজার 200 টাকা করে পাঠানো হয়েছে। এবার প্রতি মাসে ধাপে ধাপে আমানতকারীদের টাকা পাঠানো হবে। রোজভ্যালি কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্যে www.rosevalleyadc.com এই ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছিল।

সেই মত বহু মানুষ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করেন। তারপরে সেই আবেদনপত্র থেকে স্ক্রুটিনি করে 7346 জন আমানতকারীদের বাছাই করে প্রথম দফায় তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয় (Chit Fund). জানা যাচ্ছে গতকাল রোজভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া নিয়ে বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন তদন্তকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওয়ান।

Government Holiday (সরকারি ছুটি)

সেই দিন সুদেশ শেওয়ান বলেন, রোজভ্যালির যত সম্পত্তি আছে সে গুলো ধাপে ধাপে নিয়ম মেনে আমানতকারীদের দেওয়া হবে। ইতিমধ্যে প্রথম দফায় 7346 জনকে টাকা পাঠান হয়েছে এরপরে বাকিদেরও পাঠানো হবে। 2014 সালে রোজভ্যালি মামলায় FIR দায়ের করেন কেন্দ্রীয় এজেন্সি CBI. পরের বছর CBI-র কাছে গ্রেফতার হয় রোজভ্যালির কর্তা গৌতম কুন্ডু।

পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে

তখন তার মোবাইল, ল্যাপটপ সব বাজেয়াপ্ত করা হয়। তবে CBI সুত্রে এখন জানা যাচ্ছে তার মোবাইল, ল্যাপটপ এর হদিস পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ইতিমধ্যে ED-র তৎকালীন তদন্তকারি 3 জন কর্তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এবার অনেকেই যারা বাকি সকল Chit Fund এ টাকা জমিয়েছিলেন তারা অপেক্ষায়াছেন যে কবে টাকা ফেরত পাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles