Indian Railway Recruitment: রেলে চাকরির সুবর্ণ সুযোগ! বাড়ির কাছাকাছি নিয়োগ হচ্ছে
চাকরির খবর! চাকরির খবর! আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পাশে রেলে চাকরির খবর (Indian Railway Recruitment). চাকরির বাজার খুব খারাপ প্রচুর ছেলে মেয়ে বেকার বসে আছে। আর এখন অনেকেই সরকারি চাকরি (Govt Job) চেষ্টা করছেন তাহলে তাদের জন্য সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গে রেলে চাকরির সুবর্ণ সুযোগ পেতে চলেছে চাকরিপ্রার্থীরা (Railway Jobs).
Indian Railway Recruitment in Apprentice Post in West Bengal
ভারতীয় রেলের তরফ থেকে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। জানা গিয়েছে RRC (Railway Recruitment Board) পুর্ব রেলওয়ে চলতি বছরে 3000 এরও বেশি পদে কর্মী নিয়োগ করবে। এখন পর্যন্ত এই আবেদন নেওয়া শুরু হয়নি। তবে আর কিছুদিনের মধ্যে আবেদন করতে পারবেন (Indian Railway Recruitment Online Apply).
- পদের নাম ও শূন্যপদের সংখ্যা
পুর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে জানা গিয়েছে এবার RRC পুর্ব রেলওয়ে চলতি বছরের জন্যে 3115 জন শিক্ষানবিশ নিয়োগ করবে (Indian Railway Recruitment). বিজ্ঞপ্তি অনুযায়ি হাওড়া ডিভিশনে 659 জন। লিলুয়া ওয়ার্কশপে 612 জন, শেয়ালদা ডিভিশনে 440 জন, কাঁচরাপাড়া ওয়ার্কশপে 187 জন, মালদা ডিভিশনে 138 জন, আসানসোলে 412 আর জামালপুর ওয়ার্কশপে 667 জনকে নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদে আবেদন করার জন্যে মাধ্যমিক পাশ করা হতে হবে। আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ধারী হতে হবে। এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 15 থেকে 24 বছর পর্যন্ত। SC, ST, OBC, ও PWBD কর্মীদের জন্যে প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে (Indian Railway Recruitment). আর আবেদনের সময় আপনাকে বয়স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
- রেলে চাকরির বাছাই প্রক্রিয়া
RRC পুর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। ম্যাট্রিকুলেশন আর IIT পরীক্ষার গড় নাম্বার দেখে বাছাই করা হবে। তারপর একটি মেধাতালিকা (Indian Railway Recruitment Merit List) বের করা হবে। সেই মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের Document Verification-র জন্য ডাকা হবে। যদি দুই জন প্রার্থীর মেধা নম্বর সমান হয় তাহলে আগে বেশি বয়সী প্রার্থী অর্থাৎ যিনি এই মেট্রিকুলেশন পাশ করেছে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে।
HDFC ও Axis ব্যাঙ্ক গ্রাহকরা সতর্ক হন! RBI-র কড়া নির্দেশ চমকে দিলো সকলকে
- রেলে চাকরির আবেদন ফী ও তারিখ
এই পদে আবেদন করার জন্যে 100 টাকা করে নেওয়া হবে। তবে SC, ST, OBC, PWBD আর মহিলাদের কোনো টাকা লাগবে না আবেদনের জন্য। আর এই পদে আবেদন করা শুরু হবে 24 শে সেপ্টেম্বর থেকে চলবে 23 শে অক্টোবর পর্যন্ত (Indian Railway Recruitment). আর পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য কম যোগ্যতায় ভালো চাকরির সুযোগ এসে গেছে তাই আর দেরি না করে এই সুযোগকে কাজে লাগান।
Written by Ananya Chakraborty.