চাকরি

Salary Hike: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মাসের শুরুতেই সুখবর! পুজোর আগেই উপহার

সেপ্টেম্বর মাস শুরু আর এই মাসের শুরুতেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে দারুণ খবর পাওয়া গেল। আর সেপ্টেম্বর মাস মানেই বলা যায় উৎসবের মরশুম শুরু। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা (Durga Puja 2024) আসতে এখনো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে, এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য এলো বড় সুখবর। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই ডিএ বাড়তে (DA Hike) চলেছে। বিভিন্ন রিপোর্টে এমনটাই বলা হচ্ছে (Employee Benefits).

Central Government Employees Salary Hike News

পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Salary Hike) পাবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ডিএ এবং পেনশনভোগীদের Dearness Relief মিলবে। পাশাপাশি করোনা কালে ১৮ মাসের বকেয়া ডিএও হাতে পেতে পারেন কর্মচারীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে ১৮ মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠছে। সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মীরা।

সরকারি কর্মীদের DA ও বেতন বৃদ্ধি

চলতি বছরের শুরুতে লোকসভা ভোটের আগেই একবার ডিএ বেড়েছে (Salary Hike) কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মীরা। এরপর তা চার শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে পঞ্চাশ শতাংশ করে মহার্ঘ ভাতা মিলছে। এরই মাঝে ফের একবার বাড়বে ডিএ। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

3% DA বৃদ্ধি নিশ্চিত!

সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় All India Consumer Price Index ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা ৫০.২৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে। যদি ৩ শতাংশ ভাতা বৃদ্ধি (Salary Hike) করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছবে ৫৩ শতাংশে।

Dearness Allowance (মহার্ঘ ভাতা)

প্রসঙ্গত, নিয়ম মতো বছরে দুই বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। পুজোর আবহে সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Salary Hike). এই দিকে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অনড় তারা।

টানা 3 দিন স্কুল বন্ধ থাকবে! কবে থেকে এই ছুটি শুরু রাজ্যে?

হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। তবে ঝুলে রয়েছে শুনানি। উল্লেখ্য, বর্তমানে বাংলার সরকারি কর্মী ১৪% হারে ডিএ পাচ্ছেন তারা অর্থাৎ এমতাবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক ৩৬ শতাংশ। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারও তাদের কর্মচারীদের জন্য দুর্গাপুজোর আগে মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধির (Salary Hike) কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে।
Written by Sampriti Bose.

Related Articles