Salary Hike – এবার পশ্চিমবঙ্গের কর্মীদেরও কপাল খুললো। বেতনবৃদ্ধিতে পুজোর খুশি ডবল হলো।
রাজ্যজুড়ে উৎসব শুরু হয়েই গেছে প্রায় আর এই উৎসবের মরশুমে Salary Hike বা বেতন বৃদ্ধি নিয়ে এক বড় ঘোষণা করা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অক্টোবর নভেম্বর দুই মাস জুড়ে শুধু উৎসব দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ধনতেরস, এখন লেগেই থাকবে। আজকে তৃতীয়া দুর্গা পূজা শুরু হয়েই গেছে। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আড্ডা এই সব নিয়ে মানুষের আর খুশির শেষ নেই। আর ঠিক এর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের আরও খুশি করে তুলতে সুখবর দিল রাজ্য সরকার।
Salary Hike Good News For West Bengal Government Employees.
কেন্দ্র রাজ্য সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা পুজোর আগ দিয়ে দারুন খুশিতে থাকেন। কারন তখন ছুটি, আগাম বেতন (Salary Hike), বোনাস আর অনেক উপহার পাওয়া যায়। আর এদের মধ্যে সব থেকে বেশি খুশি কেন্দ্র সরকারি কর্মীরা। কারণ এই উৎসবের মরশুমেই কেন্দ্রের তরফে যে কোনও সময়ে DA বা মহার্ঘ্য ভাতা নিয়ে ঘোষণা হয়ে যেতে পারে। সেদিকেই একপ্রকার চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলে।
আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এখন বকেয়া DA নিয়ে তেমন কোন ঘোষনা হয়নি মামলা চলছে। আর আন্দোলনকারীরা আন্দলন চলিয়ে যাচ্চে। কবে রাজ্য সরকার এই নিয়ে ঘোষণা করবে সেদিকে তাকিয়ে রয়েছেন সরকারী কর্মীরা। তবে এরই মাঝে এল বড় রকমের সুখবর। জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই একাধিক কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা (Salary Hike) ঢুকতে শুরু করবে।
কারা পাবেন সেই টাকা? সরকার সূত্রে খবর, রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, GTA এবং DRDC তে কর্মরত যারা রয়েছেন তারা এই “অ্যাড হক বোনাস” পাবেন। শোনা যাচ্ছে, বহু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই বোনাসের টাকা (Salary Hike) ঢুকে গিয়েছে।
ফলে সকলের মনেই এখন খুশি খুশি ভাব। পুজোর মাসে এই বোনাসের (Salary Hike) টাকা বহু মানুষের কাছে উপরি পাওনা। কত টাকা বোনাস পাবে? সরকারি কর্মচারীরা 5300 টাকা পাবেন। আগের বছর এই বোনাস ছিল 4800 টাকা। তবে এবছর 500 টাকা বাড়িয়ে এর পরিমাণ 5300 করা হয়েছে। তবে এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, যাদের মাসিক বেতন 39 হাজার টাকার মধ্যে তারাই এই বোনাস পাবেন বাকিরা পাবে না।
Asha Kormi Recruitment 2023 – রাজ্যের ব্লকে ব্লকে আশা প্রকল্পে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল