Salary Hike: সরকারি কর্মীদের বেতন ও DA বৃদ্ধি হবে আবার? দীপাবলিতে কি জানা যাচ্ছে?
২০১৪ সালে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission Salary Hike) গঠন করা হয়েছিল। এরপর ১০ বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন রয়েছে বলে দাবি উঠেছে। এমতাবস্থায় বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, নভেম্বরেই অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসেই। নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক।
8th Pay Commission Salary Hike Govt Employees Benefits
উল্লেখ্য, এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে দাবি করা হচ্ছে, বৈঠকে একমত হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করা হতে পারে। উল্লেখ্য, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ গুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।
অষ্টম বেতন কমিশন বেতন বৃদ্ধি!
সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এই ক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। বদলে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল (Salary Hike). কর্মী সংগঠন গুলি দাবি করছে, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যেতে পারে।
দ্বিগুণের কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন (Salary Hike). পাশাপাশি এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও। কর্মী সংগঠন গুলি দাবি করছে, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যেতে পারে।
এর আগে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (Dearness Relief) বৃদ্ধি করা হয়েছে তিন শতাংশ হারে। এই আবহে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (DA Salary Hike) বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।
বাংলা আবাস যোজনা প্রকল্পে যে কোন সমস্যা? অভিযোগ করলেই সমাধান হবে
এর আগে ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছোঁয়ার পরই এক লাফে TA, HRA সহ একাধিক ভাতা বৃদ্ধি পেয়েছিল। এবার সব কিছু পুনরায় সেভাবেই বৃদ্ধি পায় কিনা সেটিই দেখার বিষয়। কিন্তু এখনই এই অষ্টম বেতন কমিশনের মাধ্যমে এই বেতন বৃদ্ধি করা হবে কিনা সেই নিয়ে সরকারের তরফে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Written by Sampriti Bose