অর্থনীতি

SBI Amrit Vrishti : SBI নিয়ে আসলো অমৃত বৃষ্টি স্কিম! 444 দিনে টাকা ডবল?

স্টেট ব্যাঙ্কের তরফে নতুন ‘অমৃত বৃষ্টি’ (SBI Amrit Vrishti) স্কিম নিয়ে আসা হয়েছে। আর এই স্কিমে (SBI New Scheme) গ্রাহকরা বিনিয়োগ করলে ৭.৭৫% সুদ পাবেন। আর এটি হল ৪৪৪ দিনের এক স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম (444 Days Special FD Scheme) অর্থাৎ এককালীন টানা অনেক দিনের জন্য বিনিয়োগ না করে আপনারা কম সময়ের জন্য টাকা বিনিয়োগ করার মাধ্যমে ভালো অঙ্কের রিটার্ন (FD Interest Return) পেতে পারবেন।

SBI Amrit Vrishti 444 Days Fixed Deposit Scheme 2024.

আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষদেরই স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট (SBI Bank Account) আছে। আজ আপনাদের সাথে স্টেট ব্যাঙ্কের একটি নতুন স্কীমের বিষয়ে আলোচনা করব। তারা একটি নতুন স্কীম লঞ্চ করেছে। 444 দিনের মেয়াদের Special Fixed Deposit Scheme পাবেন আকর্ষণীয় সুদ। যারা ঝুঁকি পুর্ণ বিনিয়োগ করতে পছন্দ করেন না তারা স্টেট ব্যাঙ্কের এই SBI Amrit Vrishti FD Scheme এ বিনিয়োগ করতে পারেন।

স্টেট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিম

এই SBI Amrit Vrishti স্কীমে বিনিয়োগ করলে পাবেন নিশ্চিত রিটার্ন। আমাদের দেশের কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কে আছে আর এর ফলে এই SBI-র তরফে যেই সকল বিনিয়োগ স্কিম নিয়ে আসা হয় অনেকেই সেই সকল স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করে। চলুন তাহলে এই স্কীম (SBI Investment Scheme) সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন।

SBI Amrit Vrishti Scheme 2024

যে সব মানুষ কোনো রকম ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তারা স্টেট ব্যাঙ্কের স্পেশাল অমৃত বৃষ্টি স্কীমে বিনিয়োগ করতে পারেন। এই স্কীমে বিনিয়োগ করলে সাধারন গ্রাহকরা 7.25% সুদ পাবেন আর প্রবীণ নাগরিকরা পাবেন 7.75 শতাংশ সুদ। এই স্কীমের মেয়াদ 444 দিন। খুব অল্প সময়ের মধ্যেই SBI Amrit Vrishti ম্যাচুউর হবে আর গ্রাহকরা সুদ সমেত টাকা ফেরত পাবে।

How to Invest in SBI Amrit Vrishti

এই অমৃত বৃষ্টি স্কীমে খুব সহজেই আপনি বিনিয়োগ করতে পারবেন। অমৃত বৃষ্টি স্কীমে অনলাইন অফলাইন দুই ভাবেই বিনিয়োগ করতে পারবেন। এই SBI Amrit Vrishti বিনিয়োগ করার জন্যে আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক এত শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। সেখনে আপনি বিনিয়োগ করতে পারবেন। এছারা আপনি YONO SBI, YONO Lite এবং এসবিআই ইন্টারনেট ব্যাংকিং (SBI Net Banking) এর মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন।

SBI Savings Plus Account (স্টেট ব্যাঙ্ক সেভিংস প্লাস অ্যাকাউন্ট)

1 লক্ষ বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন?

Fixed Deposit Calculator অনুসারে, একজন সাধারন গ্রাহক যদি SBI Amrit Vrishti FD-তে বিনিয়োগ করেন 1 লক্ষ টাকা তাহলে মেয়াদ পুর্ণ হওয়ার পর 7.25 শতাংশ হার অনুযায়ি 1 লক্ষ 9 হাজার 266 টাকা পাবেন। এখানে তিনি সুদ পাবেন 9266 টাকা। আর যদি প্রবীণ নাগরিকরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে 7.75 শতাংশ সুদের হারে তিনি পাবেন 1 লক্ষ 9 হাজার 930 টাকা।

ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করলো স্টেট ব্যাঙ্ক! গুনতে হবে বেশি EMI

এখানে তিনি সুদ পাবেন 9930 টাকা। এই স্কিমে যদি আজ বিনিয়োগ করার হয়, তাহলে 6 ই সেপ্টেম্বর, 2025-এ এর ম্যাচিউরিটি হবে। আর এই স্কিমে আপনারা ভালো অঙ্কের টাকা মুনাফা হিসাবে পেতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *