SBI Annuity Deposit Scheme এ নূন্যতম বিনিয়োগে পাবেন মাসিক 10000 টাকা করে।
RBI এর পর দেশের অন্যতম ব্যাংক হিসেবে পরিচিত SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা নেহাতই কম নয়। গ্রাহকদের সুবিধার্থে একাধিক স্কিম চালু করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফে। এছাড়া সাইবার জালিয়াতি আটকাতে ট্যুইটের মাধ্যমে একাধিকবার সতর্কবার্তাও প্রদান করা হয়েছে। কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে কোন স্কিম ভালো? তা না জেনেই অনেকে টাকা জমিয়ে থাকেন। আজকে এই প্রতিবেদনেএ SBI এর এমন একটি স্কিম সম্পর্কে জানানো হচ্ছে, যেটিতে উচ্চহারে রিটার্ন এর সঙ্গে পাওয়া যাবে বিভিন্ন সুযোগ সুবিধাও।
SBI Annuity Deposit Scheme
প্রসঙ্গত, আজকে SBI Annuity Deposit Scheme সম্পর্কে জানো হবে। ইতিমধ্যেই SBI এর FD স্কিমে অনেকেই বিনিয়োগ করে থাকেন। কিন্তু FD স্কিমের পাশাপাশি এই স্কিমেও পাওয়া যাবে বিভিন্ন সুবিধা। যার মাধ্যমে পাওয়া যাবে প্রতি মাসে ১০,০০০ টাকা করে।
SBI Annuity Deposit Scheme এর সুবিধাগুলি-
১) SBI -এর যে কোনো শাখা থেকে অ্যানুইটি স্কিমে বিনিয়োগ করা যাবে।
২) SBI কর্মচারী এবং প্রাক্তন কর্মচারী হলে মিলবে অতিরিক্ত ১ শতাংশ সুদ।
৩) বার্ষিক স্কিমে নূন্যতম ২৫,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
৪) প্রবীণ নাগরিকেরা পাবেন ০.৫ শতাংশ বেশি সুদ।
৫) এই স্কিমে টার্ম ডিপোজিটের সুদের হারও প্রযোজ্য হবে।
৬) TDS কাটার পর সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে বার্ষিক টাকা দেওয়া হবে।
৭) সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অ্যানুইটি স্কিম আরও ভালো রিটার্ন প্রদান করে।
বিশেষত, ব্যক্তি যদি একক পরিমাণে ভালো রিটার্ন পেতে চান, এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
বদলে গেল NPS এর টাকা তোলার নিয়ম, এই নথিগুলি জমা না করলে বিপদে পড়বেন, আর টাকা তোলা যাবে না।
তাছাড়া অ্যানুইটির মোট পরিমানের ৭৫% পর্যন্ত ওভারড্রাফ্ট বা লোনের মাধ্যমে পাওয়া যেতে পারে।
নূন্যতম বিনিয়োগের পরিমান- কমপক্ষে ১,০০০ টাকা বিনিয়োগ করা যাবে। তবে ডিপোজিটের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই। ব্যক্তি ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য বিনিয়োগ করতে পারেন।
যদি প্রতি মাসে ১,০০০ টাকা পেতে চান, কত টাকা বিনিয়োগ করতে হবে?
ব্যক্তি যদি ৫ বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে পেতে হলে, কমপক্ষে ৬০,০০০ টাকার আমানত করতে হবে। তাহলে সুদ সহ টাকা সমান মাসিক কিস্তিতে প্রদান করা হবে। কিভাবে পাবেন মাসিক ১০,০০০ টাকা? সেইজন্য বিনিয়োগকারীকে ৫ লাখ ৭ হাজার ৯৬৫ টাকা ৯৩ পয়সা আমানত করতে হবে। এই জমা করা পরিমাণের উপর ৭% সুদের হারে রিটার্ন পাওয়া যাবে।
সকল গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল ব্যাংকের তরফে, বিস্তারিত দেখুন।
SBI Annuity Deposit Scheme এর ডেথ বেনিফিট- আমানতকারীর মৃত্যু হলে তার পরিবারের সদস্য বা নমিনি কোনও ঊর্ধ্বসীমা ছাড়াই সেই টাকা তুলতে পারবেন।
জরিমানা- মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা হলে জরিমানার দিতে হবে।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।