অর্থনীতি

SBI ATM Charge: ফ্রিতে SBI এটিএম থেকে টাকা তোলা যাবে না! কত টাকা খরচ হবে?

এখন আর কেউই ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে পছন্দ করে না, এই জন্য এটিএমে (SBI ATM Charge) গিয়ে টাকা তোলাতেই সকলের পছন্দ। আর এই ATM Card-র মাধ্যমে টাকা তোলার ফলে খুবই সুবিধা হচ্ছে সকলের। এখন ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস সকলেই গ্রাহকদের ATM কার্ড দিয়ে থাকে আর প্রত্যেক বছরে এই কার্ডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে।

SBI ATM Charge Increase in Metro Cities ATM

আর ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় জায়গা হিসাবে গ্রাহকদের থেকে মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) দিতে হয়, গ্রামীণ, অর্ধ শহরি এবং মেট্রো। এই তিন রকমের মধ্যে থেকে গ্রাহকদের নিজেদের এলাকা অনুসারে এই অ্যাকাউন্ট বেছে নিতে হয় এবং এর ওপরে নির্ভর করে কত টাকা এটি এমের জন্য খরচ (SBI ATM Charge) করতে হবে গ্রাহকদের।

SBI ATM Charge Change

এবারে এই টাকা তোলার নিয়মে পরিবর্তন করলো দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে যারা ২৫০০০ টাকার বেশি ব্যালেন্স বজায় রাখে তারা অন্যান্য যে কোন ব্যাঙ্কের তরফ থেকে অর্থাৎ ATM থেকে ইচ্ছা অনুসারে টাকা তুলতে পারবে এর জন্য কোন ধরণের অতিরিক্ত চার্জ দিতে হবে না।

Bangla Awas Yojana (বাংলা আবাস যোজনা)

স্টেট ব্যাঙ্ক এটিএম চার্জ

সাধারনত গ্রাহকরা প্রতিমাসে ৪ টে করে লেনদেন বিনামূল্যে করতে পারে। আর এরই সঙ্গে ১ লক্ষ টাকার ব্যালেন্স রেখে দিলে বিশেষ করে দেশের সকল মেট্রো শহর গুলোতে যেমন – কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই। এই সকল শহর গুলোতে গ্রাহকরা ৫ টা করে লেনদেন করতে পারেন ATM থেকে। আর এবারে দেখে নেওয়া যাক এর থেকে বেশি টাকা তোলা হলে কি হবে।

সপ্তাহে দুইদিন বন্ধ ব্যাঙ্ক? বদলাতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়?

কত অতিরিক্ত চার্জ লাগবে?

৩ বার, ৪ বার বা ৫ বারের বেশি টাকা তোলা হলে সকল গ্রাহকদেরই অতিরিক্ত টাকা চার্জ (SBI ATM Charge) দিতেই হবে। গ্রাহকরা যদি স্টেট ব্যাঙ্কের ATM ব্যবহার করে টাকা তুলতে হয়ে তাহলে ১০ টাকা এবং অন্য কোন এটিএম থেকে টাকা তুললে ২০ টাকা এবং সঙ্গে GST প্রদান করতে হবে গ্রাহকদের। তাহলে এই কথা মাথায় রেখে তবেই গ্রাহকদের উচিত টাকা তোলা।

Related Articles