অর্থনীতি

Bank Account KYC: ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC নিয়ে আপডেট। গ্রাহকদের এখন কি করতে হবে?

এখন দেশের প্রায় ৯৯% মানুষের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account KYC) আছে। আর এখন বেশিরভাগ লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের (Bank Savings Account) ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যেই জিনিসের যত বেশি ব্যবহার হবে সেই জিনিসেই কিছু না কিছু সমস্যা দেখা যায় বা তার অপব্যবহার হওয়া শুরু হয়ে যায়, আজকে সেই রকমই একটি বিষয় নিয়ে জেনে নেওয়া যাক।

Bank Account KYC Online

প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার থেকে কিছুটা অর্থ ব্যাঙ্কে সঞ্চিত করেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যে রকম নিয়ম রয়েছে, ঠিক তেমনি সেভিংস অ্যাকাউন্টকে সক্রিয় রাখার জন্য কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম না মানলে আপনার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। নতুবা আপনারা এর (Bank Account KYC) মাধ্যমে কোন ধরণের লেনদেন করতে পারবেন না।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট KYC আপডেট

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে করা নিয়ম অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টকে চালু রাখার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে কেওয়াইসি (Bank Account KYC) জমা দিতে হয়। KYC কথার অর্থ হল ‘Know Your Customer’ অর্থাৎ একজন ব্যাঙ্ক গ্রাহকের পরিচয় জানার জন্য যে সমস্ত নথিপত্র প্রয়োজন যেমন আইডি প্রুফ, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ পত্র এই সমস্ত নথিগুলো সাবমিট করতে হয়।

সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের নির্দেশ

অ্যাকাউন্ট খোলার সময় এই নথিগুলোর প্রয়োজন, তবে কয়েক বছর পর আবার নতুন করে এই নথিপত্র গুলো Bank Account KYC হিসাবে জমা করতে হয়, এর কারণ হলো একজন ব্যক্তির মোবাইল নম্বর, ঠিকানা অনেক সময় পরিবর্তন হয়। এই পরিবর্তিত হওয়া মোবাইল নম্বর ও ঠিকানা যদি কোন গ্রাহক না আপডেট করেন, তাহলে অনেক সময় জালিয়াতির শিকার হতে হয় সেই গ্রাহককে।

বর্তমানে সাইবার ক্রাইম ও জালিয়াতের ঘটনা অনেক বেড়ে গিয়েছে, এর ফলে যেমন গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টের অনেক ক্ষতি হচ্ছে। সমস্ত দিক পর্যালোচনা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একজন গ্রাহককে কিছু বছর অন্তর কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করেছে। মূলত গ্রাহকদের আর্থিক নিরাপত্তার দিকটি সুরক্ষিত রাখাই Bank Account KYC আপডেট করার মূল লক্ষ্য।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কেওয়াইসি নিয়ে নতুন কিছু নিয়ম চালু করেছেন। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে তথ্যই তুলে ধরব আপনাদের সামনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। সবার আগে জেনে নেওয়া দরকার, ব্যাংকিং পরিষেবায় কেওয়াইসি কেনো এতটা গুরুত্বপূর্ণ? অনেক সময় অনেক ভুয়ো ব্যক্তি ভুয়ো তথ্য দিয়ে ব্যাংক থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করেন।

সেই ক্ষেত্রে এই Bank Account KYC আপডেট করার মাধ্যমে একজন ব্যক্তির যাবতীয় তথ্য যাচাইকরণ করা যায়। এই পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং পরিষেবায় একটা সুনিশ্চিত নিরাপত্তা বজায় থাকে। আপনি যদি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি জমা না দেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই নতুন পুরনো সকল গ্রাহকদের এই সম্পর্কে জানা উচিত।

RBI Announcement on Bank Account KYC

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ নভেম্বর ২০২৪ সাল থেকে এই নতুন নিয়ম পরিবর্তন করেছেন। গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে কেওয়াইসি আপডেটের সময় সীমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত অ্যাকাউন্টে আর্থিক নিরাপত্তা বেশি দরকার অর্থাৎ বেশি ঝুঁকি সম্পূর্ণ সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহককে প্রতি ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।

মধ্যম ঝুঁকির জন্য গ্রাহককে প্রতি ৮ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। কম ঝুঁকির অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহককে প্রতি ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। যেহেতু এই সমস্ত অ্যাকাউন্ট গুলোর আর্থিক ঝুঁকি কম রয়েছে তাই কেওয়াইসি আপডেটের সময় সীমা একটু দীর্ঘ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেই দিন গ্রাহক কেওয়াইসি আপডেট করবেন ঠিক তার থেকে ৭ দিনের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি রেজিস্টারে নতুন তথ্য সংযোজিত হয়ে যাবে।

School Holiday (স্কুল ছুটি)

এর ফলে বিভিন্ন কারণে ব্যাঙ্ক থেকে গ্রাহকদের কেওয়াইসি (Bank Account KYC) জমা করার জন্য বারংবার নির্দেশ দেওয়া হতো, এক্ষেত্রে সেই ঝামেলা থেকে গ্রাহকরা অনেকটাই রেহাই পাবে। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি রেজিস্টারে প্রত্যেকটি গ্রাহকের তথ্য তুলে রাখা হবে, তাই সেখান থেকেই গ্রাহকদের আপডেট নিয়ে নেওয়া হবে।

একাধিক রেশন কার্ড গ্রাহকের নাম বাদ! রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইনের মাধ্যমে নাম দেখুন

এই নিয়ম চালু হওয়ার ফলে এক থেকে গ্রাহকদের থেকে যেমন কিছু দিন পরপরই কেওয়াইসি জমা করা জন্য বলা হবে না এর ফলে গ্রাহকরা অনেকটাই ঝামেলা থেকে মুক্ত হবেন, ঠিক একই ভাবে ব্যাঙ্কে কেওয়াইসি জমা নেওয়ার কাজটি অনেক সহজতর হয়ে যাবে। জালিয়াতি বন্ধ করতে এবং গ্রাহকদের আর্থিক নিরাপত্তার সুরক্ষায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই Bank Account KYC নিয়ে নতুন নিয়ম সেভিংস অ্যাকাউন্টে নিরাপত্তার দিকটি আরো বেশি জোরদার হবে।
Written by Shampa debnath

Related Articles