অর্থনীতি

Credit Card: ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। প্রথম বার আবেদনে আগে সুবিধা ও অসুবিধা জানুন

ক্রেডিট কার্ডের (Credit Card) কথা আমরা প্রায় বেশিরভাগ মানুষই জানি। বর্তমানে সব এখন ডিজিটাল (Digital Banking) হয়ে গিয়েছে তাই এখন প্রচুর মানুষ ডিজিটালি টাকা লেনদেন করেন। আর এই ডিজিটালি টাকা লেনদেন করার জন্য গুরুত্বপূর্ণ নথি হল ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন বিল পে (Utility Bill Payment) করা সব থেকে নিরাপদ মাধ্যম। ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) থাকলে সহজেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। তবে প্রথমে ক্রেডিট কার্ড ব্যবহার কিভাবে করবেন তা জানতে হবে।

Credit Card Benefits and Features on Utility Bill Payments in India.

বর্তমানে মানুষ মানি ব্যাগে টাকা রাখার থেকে Credit Card রাখাই নিরাপদ বলে মনে করেন। কারন টাকা চুরি হয়ে গেলে পাওয়া মুশকিল কিন্তু ক্রেডিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা উদ্ধার করা যায়। এছাড়াও এখনকার দিনে বিভিন্ন ব্যাঙ্ক তাদের সকল গ্রাহকদের জন্য নানা ধরণের সুবিধা নিয়ে হাজির হয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহার করা খুব সহজ চলুন দেখে নিন।

How to Use Credit Card?

ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে একটি লোন স্বরূপ। যখন ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেবে তখন সেই কার্ড আপনাকে অ্যাক্টিভ করতে হবে। কার্ড অ্যাক্টিভ না করা হলে লেনদেন করতে পারবেন না। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দুটি ক্ষেত্রেই আপনাকে শুরুতে 4 সংখ্যার পিন সেট করতে হবে। Credit Card Activated করার সময় 4 অঙ্কের পাসওয়ার্ড বা পিন সেট করুন (How to Set Credit Card PIN).

Credit Card Benefits

আর এই পিন নম্বর মনে রাখবেন ভুলে গেকে লেনদেন করতে পারবেন না। আর এই পিন কাউকে বলবেন না। Credit Card ইস্যু করার সময় কিছু নথি দিতে হয়। এই গুলোর কপি নিজেদের কাছে ভালো মত রেখে দেবেন কার্ডের কোনো সমস্যা হলে নথি গুলোর দরকার হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে যে শুধু অনলাইনেই কেনা কাটা করতে পারবেন এমন নয় অফলাইনেও বিভিন্ন দোকানে বা শপিং মলে গিয়ে কেনাকাটা করতে পারবেন।

Credit Card Charges & Criteria and Also Privacy

ক্রেডিট কার্ড ব্যবহার এর জন্য চার্জ ও শর্ত থাকে। তা ক্রেডিট কার্ড নেওয়ার আগে জেনে নেবেন। ক্রেডিট কার্ড কিছু তথ্য খুব সেনসিটিভ হয় তাই এই তথ্য গুলো গোপন রাখুন। বিভিন্ন ওয়েবসাইট আছে যা আপনার ক্রেডিট কার্ডের তথ্য (Credit Card Details) জানতে চায় এই সব ওয়েবসাইটে তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

Credit Card Usage Advantage

1) হাতের নগদ টাকা শেষ হয়ে গেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই পে (Utility Bill Payment) করতে পারবেন।
2) ক্রেডিট কার্ড এর মাধ্যমে কম সুদে (Low Interest Loan) বেশি টাকা পাওয়া যায়।
3) আপনি ইচ্ছে মত খরচ করতে পারবেন।
4) তবে ঠিক মত সেই টাকা আবার শোধ দিতে হবে।

5) ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন তারা বিভিন্ন সময় অফার পান এই অফার অনুযায়ী পে করলে টাকা কম খরচ হয়।
6) ক্রেডিট কার্ডের লোনের টাকায় লেনদেন করতে অসুবিধা মনে হলে যেকোন সময় কার্ডের ধরন পরিবর্তন করা যায়।
7) ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে বিভিন্ন রিওয়ার্ড (Online Rewards Point) পাওয়া যায়।

Credit Card Usage Disadvantage

1) এটি খরচা করার প্রবণতা বাড়িয়ে দেয়। ফলে লোন এর পরিমান বেড়ে যায়।
2) ঠিক সময়ে লোন শোধ না করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়।
3) এটির বছরে চার্জ দিতে হয়। কোনো ক্রেডিট কার্ড ব্যবহার কারি যদি লেনদেন না করেন তাহলেও বার্ষিক চার্জ দিতে হয়।

Fixed Deposit (ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট)

How to Apply for Bank Credit Card

  • ক্রেডিট কার্ড পাওয়ার জন্যে আপনাকে যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খুলতে হবে।
  • অ্যাকাউন্ট খোলার পর আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা রাখতে হবে।
  • তারপরে ব্যাঙ্কের কাছে আবেদন জানতে হবে ক্রেডিট কার্ডের জন্য।
  • এরপর তারা আপনার আয়ের উৎস ও কার্ড পাওয়ার যোগ্যতা যাচাই করে আপনাকে একটি ক্রেডিট কার্ড ইস্যু (Credit Card Issue) করবে।
  • এরপরে প্রয়োজনীয় নথি পত্র জমা করতে হবে। তাহলেই আপনি ক্রেডিট কার্ড পেয়ে যাবেন।

ফিক্সড ডিপোজিটে পাবেন 8.75% সুদ। আজই ডিজিটাল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন

Credit Card Apply Documents

জাতিয় শংসা পত্র, TIN সার্টিফিকেট, চাকরিজীবিদের জন্য Appointment Letter, স্যালারি সার্টিফিকেট বা 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর ব্যবসায়ীদের জন্য Memorandum of Association, ৩ মাসের ব্যাঙ্কের লেনদেনের স্টেটমেন্ট প্রয়োজন হবে। এছাড়া আপনি যদি আগে ওই ব্যাঙ্কে FD (Bank Fixed Deposit) করে থাকেন তাহলে সহজেই ক্রেডিট কার্ডের জন্যে আবেদন করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *