SBI Reliance Card – স্টেট ব্যাংকের সাথে হাত মিলিয়ে আম্বানির বড় চমক। এই কার্ড পেলেই কপাল খুলে যাবে।
এবারে দীপাবলির আগে ষ্টেট ব্যাংক গ্রাহকদের জন্য নতুন কার্ড বা SBI Reliance Card লঞ্চ করা হল SBI (State Bank Of India) এবং Reliance Industries এর যুগ্ম প্রচেষ্টায়। আর এই কার্ড সকলের কাছে থাকলে সকল গ্রাহকেরাই অনেকভাবে উপকৃত হতে চলেছেন বলে মনে করছেন অনেকে। এই কার্ডের সুবিধা সম্পর্কে আমরা আজকের এই আলোচনাতে জেনে নিতে চলেছি। দারুন চমক দিল মুকেশ আম্বানি। সবাইকে চমকে দিয়ে দেশের বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে হাত মেলাল মুকেশ আম্বানি র সংস্থা রিলায়েন্স।
SBI Reliance Card Gives You Huge Discount And Offers.
আপনি কী শপিং প্রেমি? শপিং বা কেনাকাটা করতে খুব ভালবাসেন? তাহলে আপনাদের জন্যে রয়েছে দারুন খবর। সব শপিং প্রেমিদের কথা ভেবেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও মুকেস আম্বানি এই নতুন SBI Reliance Card মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে শপিং করা হবে আরও মজাদার, আর আরও আনন্দকর, কারণ সকল ধরণের কেনাকাটায় পাওয়া যাবে আকর্ষণীয় সব ছাড়।
কারণ এবার SBI Reliance Card মঙ্গলবার রিলায়েন্স রিটেইলের সহযোগিতায় SBI চালু করেছে। যারা শপিং লাভার তারা এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিলায়েন্সের বিভিন্ন রিটেইল আউটলেটে কেনাকাটা করার সময় আকর্ষণীয় অফার পেয়ে যাবেন এবং এই কার্ড জনপ্রিয় হলে আরও অনেক সুবিধা পাওয়া যাবে এই কার্ড সম্পর্কে জেনে নিন।
এই ক্রেডিট কার্ড দুটি রূপে লঞ্চ হয়েছে। একটি SBI Reliance Card এবং অপরটি রিলায়েন্স SBI কার্ড প্রাইম। এই প্রথম রিলায়েন্স SBI কার্ডটির জন্যে বছরে 1 লক্ষ টাকা ব্যায় করতে পারবেন আর পরের টিতে রিলায়েন্স SBI কার্ড প্রাইমের জন্যে বছরে 3 লক্ষ টাকা ব্যায় করতে পারবেন। এর মধ্যে ফ্যাশন, লাইফস্টাইল, থেকে শুরু করে মুদি, ইলেক্ট্রনিকস, মেডিসিন, বাসনপত্র, গহনা আরও অনেক কিছু কিনতে পারবেন।
ব্যবহারকারীরা ক্রমাগত ভিত্তিতে SBI Reliance Card দ্বারা প্রবর্তিত কাস্টমাইজড অফারগুলিও উপভোগ করতে পারেন। রিলায়েন্স এর এক আধিকারিক জানিয়েছেন যে, ‘SBI কার্ডের সাথে আমাদের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এই প্রতিশ্রুতির দিকে আরেকটি পদক্ষেপ। রিলায়েন্স SBI কার্ডকে ব্যাপক সুবিধা, বিশেষ ডিসকাউন্ট সহ অফার করার জন্য কার্ড শিল্পের শীর্ষস্থানীয় SBI কার্ডের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত।
তিনি আরও জানান, পুরষ্কার গুলি অনলাইনে এবং আমাদের সমস্ত দোকানে আমাদের সাথে ক্রয়ের জন্য উপলব্ধ। গ্রাহকদের আনন্দ দিতে SBI Reliance Card এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমরা আশাবাদী। SBI কার্ড এর MD এবং CEO অভিজিৎ চক্রবর্তী বলেন, SBI Reliance Card একটি সামগ্রিক পণ্য হিসাবে বিকশিত হয়েছে, যা মূলভোক্তা বিভাগগুলির জন্য প্রাসঙ্গিক।
এটি আমাদের শক্তিশালী কো-ব্র্যান্ড পোর্টফোলিওতে একটি শক্তিশালী সংযোজন এবং আমরা আশা করি এটি সার্বজনীন ব্যবহারের সুযোগের কারণে একটি জনপ্রিয় ক্রেডিট কার্ড হয়ে উঠবে। এই SBI Reliance Card পেতে হলে আপনাদের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে এই সম্পর্কে খোঁজ নিতে পারেন এবং দীপাবলির মরশুমের আগে এই কার্ড পেলে সকলে নিজেদের ইচ্ছেমত কেনাকাটা করতে পারবে।
Written by Ananya Chakraborty.
PM Kisan Yojana – নভেম্বরের শুরুতেই ব্যাংক একাউন্টে ঢুকবে 8000 টাকা। আপনি পাবেন কিনা