অর্থনীতি

SBI Mudra Loan – SBI গ্রাহকদের জন্য সুখবর। এই কাজটি করলেই 1 লক্ষ টাকা পাবেন।

SBI Mudra Loan বা স্টেট ব্যাংকের মুদ্রা লোনের মাধ্যমে কোটি কোটি গ্রাহকেরা ১ লক্ষ টাকা পাবেন। SBI (State Bank Of India) ভারতের সব থেকে বড় রাষ্ট্রয়াত্ব ব্যাংক (Public Sector Bank) এবং এটি বৃহৎ বানিজ্যিক ব্যাংক (Commercial Bank). সারা দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের শাখা ছড়িয়ে রেখেছে। শুধু শাখা নয় তাদের ATM ও আছে সব জায়গায়। গ্রাম থেকে শুরু করে শহরে সর্বত্র SBI এর ATM আছে।

SBI Mudra Loan Online Apply Process.

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ব্যাংক কতৃপক্ষ। আর এই লক্ষ্যেই তারা চালু করেছে SBI Mudra Loan. এই প্রকল্পের (PM Mudra Loan) মাধ্যমে ব্যবসা শুরু করার জন্যে এবং ব্যবসা বাড়ানোর জন্য আপনার প্রয়োজনমত আর্থিক ভাবে সাহায্য পেয়ে যাবেন।

মোদি সরকার (Modi Government) আগেই তরুন সমাজকে উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে মুদ্রা যোজনা চালু করেছিল। সেই প্রকল্পকেই আরও বড় আকারে গ্রাহকদের জন্যে নিয়ে এলো SBI. এই প্রকল্পের (SBI Mudra Loan) মাধ্যমে ব্যবসা শুরু করর জন্যে খুব সহজেই 1 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে SBI থেকে। আর এর মাধ্যমেই যারা যোগ্য প্রমাণ হবে তারা ১ লক্ষ টাকা পাবে।

SBI Mudra Loan

প্রথমত ব্যবসা করার জন্যে এই ঋণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এই ঋণ পেতে গেলে স্টেট ব্যাংক এর (SBI Savings Or Current Account) থাকতেই হবে। আর সেই Account এর সাথে আধার নম্বর এর লিঙ্ক থাকতে হবে। তৃতীয়ত, আপনি যদি SBI Mudra Loan নিতে চান তাহলে আপনাকে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যেতে হবে এমনটা নয়। আপনি যদি 50 হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে চান তাহলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।

Income Tax (ইনকাম ট্যাক্স)

আর যদি 50 হাজারের বেশি ঋণ নিতে চান তাহলে আপনার নিকটবর্তী SBI এর শাখায় যেতে হবে। চতুর্থত, এই ঋণের মেয়াদ 5 বছর। অর্থাৎ এই লোন শোধ করার জন্যে 5 বছর সময় পাবেন। পঞ্চমত, এই ঋণ নিতে চাইলে স্টেট ব্যাংকে একাউন্ট অন্তত পক্ষে 6 মাসের পুরনো হতে হবে। এছাড়াও এই লোনে কেন্দ্র ভর্তুকি দেয়। আপনার যদি কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) থাকে।

NSC স্কিমে বিনিয়োগে এককালীন সবচেয়ে বেশি রিটার্ন। সঙ্গে সরকারি সুরক্ষা ও গ্যারান্টি।

আপনি যদি কোনো সংরক্ষিত শ্রেনীর মানুষ হন তাহলে এই লোন পেতে আর সুবিধা হবে। অতএব যারা এই SBI Mudra Loan নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে (State Bank Of India) যোগাযোগ করুন। আর এই সম্পর্কে আপনারা স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও যোগাযোগ করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *