অর্থনীতি

এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কম সময়ে চমকপ্রদ রিটার্ন। SBI গ্রাহকরা এই সুযোগ হাতছাড়া করবেন না

এসবিআই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund 2025) সম্পর্কে আমরা অনেকেই জানি এবং এখন অনেক মানুষই বেশি সুদের রিটার্ন পাওয়ার জন্য SIP বা Mutual Fund এ বিনিয়োগ করতে পছন্দ করেন। ভারতে প্রথম সারির ব্যাংক গুলোর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো সব চেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে দেশের বেশিরভাগ মানুষ সেভিংস একাউন্ট খোলেন (State Bank of India).

এসবিআই মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর ২০২৫

আর্থিক নির্ভরতার দিক দিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে SBI অনেকটাই এগিয়ে। এই ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার অনেকটাই বেশি দেয়। এই জন্য এই ব্যাংকে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে সেখান থেকে মোটা টাকা রিটার্ন পাওয়ায় সুযোগ পাবেন। কিন্তু আজকে স্টেট ব্যাংকের তরফে এসবিআই মিউচুয়াল ফান্ড এর মধ্যে কিছু নতুন স্কিম নিয়ে আনা হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

SBI মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন

SBI Contra Fund :- এই ফান্ডে যদি আপনি ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে সুদের হার পাবেন ২৮.৩৫ শতাংশ করে। আপনি যদি এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে ৩.৪৮ লক্ষ টাকা আয় করতে পারবেন। আর এই রকম আরও অনেক ধরণের বিনিয়োগ অপশন দেওয়া হয় স্টেট ব্যাংকের তরফে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

SBI Health Care Opportunity Fund :- এই ফান্ডে যদি আপনি ১ লক্ষ টাকা ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে সুদের হার পাবেন ২৬.৬৮ শতাংশ করে। মেয়াদ শেষে হাতে পাবেন ৩.৩৬ লক্ষ টাকা। এই সুদ দিনে দিনে কম বা বেশি হয় সেই কারণের জন্য সেই দিকে নজর দিতে হবে সকলকে।

SBI মিউচুয়াল ফান্ডের সেরা অফার

SBI Technology Fund :- এখানে যদি আপনি ৫ বছরে মেয়াদে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদের হার পাবেন ২৬.২৭ শতাংশ করে। মেয়াদ শেষে ৩.২১ লক্ষ টাকা হাতে পেয়ে যাবেন। আর যত দিন বেশি টাকা বিনিয়োগ করে রাখা হবে ততই বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে গ্রাহকদের কাছে। এসবিআই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

SBI Magnum Midcap Fund :- এখানে যদি আপনি ১ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সুদের হার পাবেন ২৩.৬৪ শতাংশ। মেয়াদ শেষে আপনি ২.৮৯ লক্ষ টাকা হাতে পেয়ে যাবেন। এই রকমের ফান্ডে ১ লক্ষের বেশি টাকা বিনিয়োগ করলে আপনারা ভালো পরিমাণ টাকা রিটার্ন পাবেন।

SBI Infrastructure Fund :- এখানে যদি এখানে ১ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ২৩.৫১ শতাংশ। মেয়াদ শেষে ২.৮৭ লক্ষ টাকা আপনার আয় হবে। আর সুদের হার অনুসারে এই রিটার্ন কার্যকর হবে, তাই এসবিআই মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করার আগে সুদের হার সম্পর্কে সকলের জেনে নেওয়া উচিত।

সেরা ফিক্সড ডিপোজিট সুদের হার ২০২৫। কোন ব্যাংক দিচ্ছে বেশি মুনাফা?

SBI Small Cap Fund:- এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ৫ বছরে সুদের হার পাবেন ২৩.৩৮ শতাংশ করে। আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ২.৮৬ লক্ষ টাকা আয় করতে পারবেন। এই ধরণের এসবিআই মিউচুয়াল ফান্ড স্কিমে কম সময়ের জন্যও ভালো পরিমাণ টাকা রিটার্ন পাবেন গ্রাহকরা।
Written by Shampa debnath

Related Articles