Banking Rules : SBI PNB সহ সব ব্যাঙ্কের একাধিক নিয়ম বদল! RBI বলল ‘গ্রাহকদের জানতেই হবে’
এখনকার দিনে ব্যাঙ্ক ছাড়া কোন ধরণের আর্থিক কাজই করা যায় না। আর এবারে ব্যাঙ্কের নিয়ম (Banking Rules) অনেক পরিবর্তন করা হল। ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং দেশের আরও বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের তরফে ক্রেডিট কার্ড (Credit Card) ও ডেবিট কার্ড (Debit Card) এর নিয়ম থেকে শুরু করে ঋণের (Loan) EMI (Equated Monthly Installment) এর নিয়মেও অনেক পরিবর্তন হয়েছে।
SBI PNB Credit Card Banking Rules Change by RBI in July.
জুলাই মাস থেকে অনেক নতুন নিয়ম চালু হয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে অনেক নিয়মে (Banking Rules Change) পরিবর্তন এসেছে আবার নতুন নিয়ম যুক্ত হয়েছে। এই জুলাই মাসের 1 তারিখ থেকেই নতুন নিয়ম চালু করেছে RBI (Reserve Bank of India). এই নিয়ম গুলো প্রতিটি মানুষদের জানা জরুরী। তাই এই প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।
Credit Card Bill Payment Rules Change by RBI
1 লা জুলাই থেকে বদলে গিয়েছে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন নিয়ম। এর ফলে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ড এর বিল (Credit Card Bill) পরিশোধে সমস্যা হতে পারে। RBI জানিয়েছে, সব ব্যাঙ্কদের এবার থেকে Bharat Bill Payment System এর মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। তবে এখন পর্যন্ত সব ব্যাংক রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকা মানেনি।
Bharat Bill Payment System
জানা গিয়েছে মাত্র 8 টি ব্যাংক ভারত বিল পে সিস্টেমে বিল পেমেন্টে সক্রিয় হয়েছে। তবে শুধু পেমেন্ট প্রক্রিয়া নয় জুলাই মাস থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের নিয়মেও (Credit Card & Debit Card Rules Change) পরিবর্তন আনা হয়েছে। আর অনলাইনে পেমেন্ট (Online Payment) করার জন্য গ্রাহকদের এই সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এবারে কোন ব্যাঙ্ক কি নিয়ম (Banking Rules) বদলাল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ICICI Bank Rules Change
দেশের বড় বেসরকারি ব্যাংক হল ICICI Bank (Industrial Credit and Investment Corporation of India). এই ব্যাংক তার ক্রেডিট কার্ড এর নিয়মে বড় পরিবর্তন এনেছে। পরিষেবার চার্জ সংশোধন করেছে ব্যাংক। কার্ড পরিবর্তনে এবার থেকে 100 টাকা চার্জ এর জায়গায় 200 টাকা চার্জ দিতে হবে। ব্যাংক চার্জ, নগদ তোলার ফী বা ব্যাংক চেক, চার্জ স্লিপ এই সবের পরিষেবার চার্জও বদলে গিয়েছে।
State Bank Of India Banking Rules Change
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার ক্রেডিট কার্ড এর (SBI Credit Card) নিয়মে বদল এনেছে। এখন থেকে SBI এর ক্রেডিট কার্ড হোল্ডাররা যে কোনো ধরনের সরকারি লেনদেনে আর রিওয়ার্ড (SBI Reward) পাবেন না। 1 লা জুলাই থেকে এই নিয়ম চালু করেছে SBI. আর এই সম্পর্কে ব্যাঙ্কের ওয়েবসাইটে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এবং
Punjab National Bank Banking Rules Change
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড (Rupay Platinum Debit Card) এর নিয়মেও পরিবর্তন আনা হয়েছে 1 লা জুলাই থেকে। এখন থেকে প্রতি 3 মাস পর পর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে এক্সেস মিলবে। আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস (Airport Lounge Access) পাওয়া যাবে বছরে ২ বার। রুপে ওয়েবসাইটে লাউঞ্জের আপডেটেড তালিকা দেখতে পাবেন গ্রাহকরা।
এছাড়া রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক টাকা তোলার সীমা (Debit Card Cash Withrawal Limit) 1 লক্ষ এবং ই-কমার্সে লেনদেনের (E-Commerce Transaction) সীমা দৈনিক 3 লক্ষ করা হয়েছে। আর আপনারা এই সম্পর্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চে বা আধিকারিক ওয়েবসাইটে গিয়ে সেই সম্পর্কে জেনে নিতে পারবেন।
আয়কর রিটার্ন দাখিল করলেই এই ৫ সুবিধা পাবেন! না জানলে লস আপনারই
Axis Bank Banking Rules Change
ভারতে 11603 টাকার সিটি ব্যাংকের (CITI Bank) ব্যবসা অধিগ্রহন করেছে AXIS Bank. এর ফলে সিটি ব্যাংক এর গ্রাহকদের ক্রেডিট কার্ড এখন আক্সিস ব্যাঙ্ক পরিচালনা করবে। 2024 সালে 15 ই জুলাই এর মধ্যে এই স্থানান্তর কাজ শেষ হয়ে যাবে। এই সকল নিয়মের ফলে দেশের কোটি কোটি মানুষ খুবই সমস্যার মধ্যে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
Written by Ananya Chakraborty.