অর্থনীতি

Savings Account – ব্যাংকের সেভিংস একাউন্টে কত টাকা কাটা হবে। RBI এর নতুন নিয়ম জেনে নিন।

আমাদের প্রত্যেকটি মানুষের Savings Account বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের দেব। আপনারা সবাই জানেন যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললে একটা টাকা নেওয়া হয়। কিন্তু আপনারা কী জানেন যে ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট বন্ধ করতে গেলেও চার্জ নেওয়া হয়। আপনি যদি একটি সরকারি কিংবা প্রাইভেট ব্যাঙ্কে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে চান। তবে আপনাকে কিছু চার্জ থেকে ন্যূনতম ব্যালেন্স পর্যন্ত অনেক কিছু মাথায় রাখতে হবে।

Savings Account Closing Rule By RBI.

অনেক সময় ব্যাঙ্ক এর এই চার্জ বাড়তে থাকে। ফলে অনেকে মনে করেন অ্যাকাউন্ট (Savings Account) বন্ধ করে দেওয়া ভালো। তাই অনেকে ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এবার প্রশ্ন হলো অ্যাকাউন্ট খুলতে গেলে তো আমাদের একটা টাকা দিতে হয়। কিন্তু বন্ধ করতে গেলেও ও কী চার্জ দিতে হয়? আপনি যদি কিছু বড় ব্যাঙ্কের ওয়েবসাইট চেক করেন, আপনি দেখতে পাবেন যে সেখানে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কিছু চার্জ রয়েছে। জেনে নিন সেই সব ব্যাঙ্ক এর চার্জ সম্পর্কে বিস্তারিত।

HDFC ব্যাঙ্ক:- আপনি যদি আপনার HDFC (Housing Development Finance Corporation) ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট (HDFC Savings Account) থাকে এবং সেটা আপনি বন্ধ করতে চান, তাহলে বিভিন্ন পরিস্থিতিতে চার্জ আলাদা। আপনি যদি আপনার অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে এটি বন্ধ করে দেন, তাহলে আপনাকে কোনও চার্জ দিতে হবে না। সেখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট 15 দিন থেকে 12 মাসের মধ্যে বন্ধ করেন, তবে আপনাকে 500 টাকা চার্জ দিতে হবে। কিন্তু বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই খরচ কিছুটা কম।

SBI (State Bank Of India) ব্যাঙ্ক:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বছর পরে আপনার অ্যাকাউন্ট (SBI Savings Account) বন্ধ করার জন্য কোনও চার্জ নেয় না। প্রথম 14 দিনে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনও চার্জ নেই। কিন্তু আপনি যদি আপনার অ্যাকাউন্টটি 15 দিন থেকে এক বছরের মধ্যে বন্ধ করেন, তাহলে আপনাকে 500 টাকা চার্জ এবং জিএসটি (GST) ক্লোজিং ফি দিতে হবে।

ICICI ব্যাঙ্ক:- আপনি যদি 30 দিনের মধ্যে আপনার ICICI (Industrial Credit And Investment Corporation Of India) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে আপনাকে কোনও টাকা দিতে হবে না। 31 দিন থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার সময়ে আপনাকে GST সহ 500 টাকা ক্লোজিং ফি দিতে হবে। এক বছর পর অ্যাকাউন্ট (ICICI Savings Account Closed) বন্ধ করার জন্য আপনাকে কোনও চার্জ দিতে হবে না।

Canara Bank:- আপনি যদি কানারা ব্যাঙ্কের আপনার সেভিংস অ্যাকাউন্ট (Canara Bank Savings Account) বন্ধ করেন, তাহলে আপনাকে প্রথম 14 দিনে কোনও টাকা দিতে হবে না। 14 দিন থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার সময়, আপনাকে GST সহ 200 টাকা ক্লোজিং ফি দিতে হবে। আপনি যদি এক বছর পরে আপনার অ্যাকাউন্ট বন্ধ করেন, তবে আপনাকে GST সহ 100 টাকা ক্লোজিং ফি দিতে হবে।

Punjab and Sindh Bank:- পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) বন্ধ করার পরেও, প্রথম 14 দিনে কোনও চার্জ নেওয়া হবে না। যেখানে 15 দিন থেকে 12 মাসের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য, আপনাকে 300 থেকে 500 টাকার মধ্যে ক্লোজিং ফি দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করবেন?

Gold Price Today (আজকের সোনার দাম পশ্চিমবঙ্গে)

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Savings Account) বন্ধ করতে আপনার সেই বাঙ্কে গিয়ে একটি চিঠি লিখতে হবে। এতে অ্যাকাউন্ট বন্ধ করার কারণ লিখতে হবে। এছাড়াও, আপনাকে পাসবুক, চেকবুক এবং ডেবিট কার্ড ব্যাঙ্কে ফেরত দিতে হবে। ব্যাঙ্ক আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং ফর্ম (Bank Account Closing Form) দেওয়া হবে। আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং সই করতে হবে।

DA News – পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় খবর। DA আন্দোলনকারীরা বিরাট খুশি।

তারপরে সেটি ব্যাঙ্ক এ জমা করতে হবে ঠিক তার কিছু দিনের মাথায় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তার একটা SMS ও যেতে পারে আপনার মোবাইল নম্বরে। আর কিছু দিনের মধ্যেই আপনাদের পুরনো Savings Account বন্ধ হয়ে যাবে এবং আপনারা কিছু মাস পরে চাইলে একই ব্যাংকে (Bank) ফের একবারের জন্য অ্যাকাউণ্ট খুলতে পারবেন।

RBI – নিয়ম না মানায় জনপ্রিয় 5 টি সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল। টাকা তোলা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *