অর্থনীতি

Bank FD: ফিক্সড ডিপোজিটে মাত্র 2 বছরে পাবেন দুর্দান্ত রিটার্ন! এই ব্যাঙ্কের FD-তে বিনিয়োগ করে নিন

বর্তমানে প্রচুর মানুষ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Bank FD) করছেন। আর এই স্কীম (Fixed Deposit Scheme) খুব জনপ্রিয়ও হয়েছে। কারন এই স্কীমে (FD Scheme) বিনিয়োগ করলে বিনিয়োগ করা টাকার সাথে নির্দিষ্ট পরিমান সুদের (FD Interest Rate) টাকা যুক্ত হয়। আর এই স্কীমে আপনার বিনিয়োগ করা টাকা নির্দিষ্ট মেয়াদের জন্যে লক থাকে। এই লক ইন পিরিয়ড (Lock in Period) শেষ হওয়ার পর গ্রাহকরা এই টাকা সুদ সহ ফেরত পায়।

1 to 2 Years Bank FD Interest Rates and Maturity Return Details.

আর এই স্কিমের (Bank FD Scheme 2024) সব চেয়ে ভালো দিক হল এটি একদম নিরাপদ। গ্রাহকদের অর্থ থাকে সুরক্ষিত। এই স্কিমের উপরে গ্রাহকদের আরো আকর্ষণ বাড়াতে অনেক ব্যাঙ্ক এখন ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। কোন কোন ব্যাঙ্কে সুদের হার বাড়ানো হয়েছে চলুন দেখে নিন। দেশের সকল সরকারি ব্যাঙ্ক (Public Sector Bank) সহ বেসরকারি ব্যাঙ্ক (Private Sector Bank) এর তরফেই এই এফডি স্কিমে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়।

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার

এখনকার দিনে মানুষ আর বোকা নেই, সেই জন্য সকলে যেই সকল স্কিমে সুদ বেশি সেখানেই বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। কিন্তু এখনকার দিনে অনেকেই এই জন্য প্রতারকদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন। আর এবারে আমরা Bank FD বা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদের জানিয়েদিতে চলেছি।

SBI Amrit Vrishti Bank FD Scheme

যে সব মানুষ কোনো রকম ঝুঁকি ছারা বিনিয়োগ করতে চান তারা স্টেট ব্যাঙ্কের স্পেশাল অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কীমে বিনিয়োগ করতে পারেন। 15 ই জুলাই থেকে এই স্কীমে সুদের হার বাড়ান হয়েছে। এই স্কীমে 444 দিনের মেয়াদে বিনিয়োগ করলে সাধারন গ্রাহকরা 7.25 শতাংশ সুদ পাবেন আর প্রবীণ নাগরিকরা পাবেন 7.75 শতাংশ সুদ, এই স্কীমের মেয়াদ 444 দিন।

খুব অল্প সময়ের মধ্যেই SBI Bank FD ম্যাচুউরিটি হবে। এই স্কীমে বিনিয়োগ করতে হলে স্টেট ব্যাঙ্ক এর শাখায় জেতে হবে অথবা YONO APP, Yono Lite এ গিয়েও Apply করতে পারবেন। SBI এর দেওয়া তথ্য অনুসারে 2025 সালের 31 শে মার্চ পর্যন্ত এই স্কীমে বিনিয়োগ করতে পারবেন। আরও কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

BOB Bank FD Scheme 2024

ব্যাঙ্ক অফ বরদা (Bank of Baroda) মনসুন দামাকা BOB Fixed Deposit অফার করছে গ্রাহকদের জন্য। এই Bank FD স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা বেশি সুদ পাবেন। এই স্কিমের ক্ষেত্রে 333 দিনের মেয়াদে নাগরিকরা সুদ পাবেন 7.15%. Aar 399 দিনের মেয়াদে সুদ পাবেন 7.25%. প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে সুদ বেশি পাবেন। 333 দিনের মেয়াদে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন 7.65%. আর 399 দিনের মেয়াদের সুদ পাবেন 7.75%.

গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ দেওয়া হচ্ছে? আসল খবর জেনে নিন

Bank of Maharastra Bank FD Scheme

গ্রাহকদের জন্যে এই ব্যাঙ্কও তাদের স্পেশাল FD এর সুদ বাড়িয়েছে। 200 দিনের মেয়াদের Fixed Deposit এ এই ব্যাংক এর তরফ থেকে সুদ দেওয়া হয় 6.9%. 400 দিনের মেয়াদের Fixed Deposit এ সুদের হার অফার করছে 7.1%. 666 দিনের মেয়াদের Fixed Deposit এ সুদের হার অফার করছে 7.15%. 777 দিনের মেয়াদের Fixed Deposit এ সুদের হার অফার করছে 7.25%.
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *