অর্থনীতি

PPF Scheme: 50 হাজার জমিয়ে 6 লাখ রিটার্ন! SBI গ্রাহকদের দারুণ সুবিধা দিলো

বর্তমানে দেশের প্রায় প্রতিটা মানুষ চায় তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করতে (PPF Scheme). এমতাবস্থায় টাকা বিনিয়োগের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক (State Bank of India) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ স্টেট ব্যাঙ্কে একাধিক স্কিম রয়েছে যে গুলিতে সাধারণ জনগণ টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন পেয়ে থাকেন। কোনো ব্যক্তি যদি সেই সমস্ত ব্যাক্তিদের পর্যায়ে পড়েন যারা ঝুঁকি নিতে একদম পছন্দ করেন না, তাহলে স্টেট ব্যাঙ্কের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে (Public Provident Fund Scheme) তিনি বিনিয়োগ করতে পারেন।

SBI PPF Scheme Interest Rate 2024.

এটি একটি সরকারি স্কিম হওয়ার করেন কোনো রকম ঝুঁকির ভয় থাকে না। এই PPF Scheme এ ৫০ হাজার টাকা জমা করে ৬ লাখের বেশি সুদ পাবেন গ্রাহকরা। মূলত স্টেট ব্যাঙ্কের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম হলো একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। এই স্কিমের মেয়াদ হল ১৫ বছরের এবং এতে ৭.১০% সুদ দেওয়া হয়। পিপিএফ এর সুদের হার প্রতি তিন মাস ছাড়া সরকার পরিবর্তন করতে পারে, আবার প্রয়োজন না হলে অপরিবর্তিত রাখতেও পারে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৪

একজন ব্যক্তি এতে সর্বনিম্ন বছরে ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। এতে বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা হল বার্ষিক ১.৫ লাখ টাকা। কোনো ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্কের পিপিএফ স্কিমে (PPF Scheme) প্রতি বছর ৫০ হাজার টাকা জমা করেন তাহলে ৬ লাখের বেশি সুদ পাবেন। বছরে ৫০০০০ টাকা বিনিয়োগ করলে ১৫ বছরে বিনিয়োগকারীর জমা করা টাকার পরিমাণ হবে ৭.৫ লাখ টাকা এবং এর থেকে সুদ পাবেন ৬০৬০৭০ টাকা।

Post Office Rules (পোস্ট অফিসে নতুন নিয়ম)

মেয়াদ পূর্ণ হবার পর তিনি মোট ১৩৫৬০৭০ টাকা হতে পাবেন। স্টেট ব্যাঙ্কের স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এতে গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে। কারণ এই স্কিমটি সরকার দ্বারা পরিচালিত। তাছাড়া এতে বিনিয়োগকারী কর ছাড়ের সুবিধাও পাবেন অর্থাৎ ম্যাচিউরিটি টাকার উপর তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এতে বিনিয়োগ করা ৫ বছর পূর্ণ হওয়ার পর গ্রাহক তার জমাকৃত অর্থের ৭৫% পর্যন্ত ঋণ (PPF Scheme Loan) নিতেও পারবেন।

টাকার দরকার হলেই তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ পাবেন এই অ্যাপের মাধ্যমে

PPF Scheme Investment Process

বিনিয়োগকারী পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে অনলাইন বা অফলাইন উভয় ভাবেই বিনিয়োগ করতে পারবেন। এমনকি বিনিয়োগকারী এতে পোস্ট অফিসে গিয়েও বিনিয়োগ করতে পারেন। তবে, স্টেট ব্যাংকের বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীকে নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের শাখায় যেতে হবে। তাছাড়া বিনিয়োগকারী SBI YONO অ্যাপ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *