চাকরির প্রস্তুতি

SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জানুন

এখন অনেকেই সরকারি চাকরির খোঁজ করছেন। আর এবারে তাদের জন্য SBI Recruitment বা ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এখনকার দিনে নিজের মনের মত চাকরি পাওয়া খুব একটা সহজ নয়, আর যোগ্যতা থাকলেও অনেকেই নিজের পছন্দ মত কাজ না পেয়ে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে স্টেট ব্যাঙ্কে কোন কোন পদে নিয়োগ করা হবে? কবে থেকে নিয়োগ শুরু হবে এই সব বিষয়ে পুরো তথ্য আপনাদের দেব।

SBI Recruitment Online Apply Process

বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক (SBI Recruitment). আর এই ব্যাঙ্কে আনুমানিক গ্রাহকের সংখ্যা প্রায় ৪২ কোটির কাছাকাছি। আর এই বিপুল সংখ্যক গ্রাহকদের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাহলে এই কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতীয় স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ

আবার একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1497 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক (SBI Recruitment). স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) কাজের জন্য বেশ কিছু পদে এই নিয়োগ হবে। অনলাইনে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই কাজের জন্য আবেদন করে নিন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ি 1497 টি পদে নিয়োগ (SBI Recruitment) করা হবে সে গুলো হল ডেপুটি ম্যানেজার – প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ডেলিভারি, ডেপুটি ম্যানেজার – ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনস, ডেপুটি ম্যানেজার – নেটওয়র্কিং অপারেশন, ডেপুটি ম্যানেজার – IT আর্কিটেক্ট, ডেপুটি ম্যানেজার – information security এবং অ্যাসিস্ট্যন্স ম্যানেজার পদে।

এই নিয়োগের (SBI Recruitment) বিজ্ঞপ্তিতে বয়সের কথা কিছু বলা হয়নি। তবে জানান হয়েছে প্রথমে এই পদ গুলোতে নিযুক্তদের প্রবেশনে রাখা হবে। তার পরে কাজের দক্ষতা অনুযায়ি যাচাই করে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা আর পেশাদারি মাপকাঠি পদ অনুযায়ি ভিন্ন। এই বিষয়ে বিশদে জানার জন্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

Latest Job Updates (চাকরির খবর)

কিভাবে নিয়োগ করা হবে?

ডেপুটি ম্যানেজার পদে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আর অ্যাসিস্ট্যন্স ম্যানেজার পদে অনলাইন পরীক্ষা আর ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। কলকাতা সহ একাধিক জেলায় অনলাইন পরীক্ষার কেন্দ্র ফেলা হবে বলে জানানো হয়েছে। ডেপুটি ম্যানেজার পদে আর অ্যাসিস্ট্যন্স ম্যানেজার পদে নিযুক্তদের বেতন দেওয়া হবে 64820 – 93960 টাকা এবং 48480 – 85920 টাকা।

প্রতিমাসে ৩০০০ টাকা পেনশন! পিএম মানধন যোজনা দিচ্ছে এই সুবিধা

আবেদনের শেষ তারিখ আর ফী কত?

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সব নথি সহযোগে আবেদন জানাতে হবে। আপনাদের ইচ্ছে হলে একাধিক পদে আবেদন জানাতে পারেন। সংরক্ষিত শ্রেণী ছাড়া বাকি সবার ক্ষেত্রে 750 টাকা আবেদন ফী রাখা হয়েছে। আবেদনের শেষ তারিখ 4 ঠা অক্টোবর। তাহলে স্টেট ব্যাঙ্ক চাকরি (SBI Recruitment) করার ইচ্ছা থাকলে উল্লেখিত পদ্ধতি অনুসারে আবেদন করে ফেলুন।
Written by Ananya Chakraborty.

Related Articles