SBI Savings Plus Account : স্টেট ব্যাঙ্ক সেভিংস প্ল্যান অ্যাকাউন্ট খুলুন! পাবেন সবচেয়ে বেশি সুবিধা
আজ আপনাদের সাথে আমরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের SBI Savings Plus Account নিয়ে আপনাদের কিছু না জানা সুবিধা সম্পর্কে জানাতে চলেছি। এই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটিতে (SBI Bank Account) গ্রাহকদের দেওয়া হবে দারুন সব সুবিধা। স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জন্য অনেক সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) অপশন রাখা হয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় বিনিয়োগের অন্যতম জনপ্রিয় দুটি পদ্ধতি হল সেভিংস অ্যাকাউন্ট (Online Bank Account Open) খোলা আর Fixed Deposit এ বিনিয়োগ করা।
SBI Savings Plus Account Provide Interest Rate Like Fixed Deposit.
আপনি যে কোনো ব্যাঙ্কে লেনদেন সংক্রান্ত কাজ শুরু করতে গেলেই প্রথমে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। আর FD (Fixed Deposit) হল এমন একটি স্কীম যেখানে আপনার জমা করা টাকা নির্দিষ্ট সময়ের জন্যে লকইন পিরিয়ডে থাকে। এর মেয়াদ শেষে বিনিয়োগকারীরা মোটা টাকা হাতে পায়। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা মোটা টাকা সুদ (SBI Savings Plus Account Interest Rate) লাভ করেন।
স্টেট ব্যাঙ্ক সেভিংস প্লাস অ্যাকাউন্ট
আর ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের থেকে বেশি সুদ পাওয়া যায় ঠিক, তবে ফিক্সড ডিপোজিটের থেকে কম সুদ (FD Interest Rate) পাওয়া যায়। তবে এবার SBI তাদের গ্রাহকদের জন্যে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে Fixed Deposit এর মত বেশি সুদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্যে নিয়ে আসা হয়েছে SBI Savings Plus Account.
সেভিংস প্লাস অ্যাকাউন্টের সুবিধা
গ্রাহকরা SBI-তে এই SBI Savings Plus Account খুললে অটো সুইপের (Auto Sweep) সুবিধার পাশাপাশি পাবে আরো অনেক সুবিধা। আপনি সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে বেশি সুদ লাভ করতে চাইলে আগের সুবিধা গুলো সম্পর্কে জেনে নিন। আর যে কোন ধরণের বিনিয়োগের আগে আপনাদের সেই সম্পরকেসকল তথ্য জেনে নিয়ে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।
SBI সেভিংস প্লাস কি?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্যে SBI Savings Plus Account চালু করেছে। এই অ্যাকাউন্টে মাল্টি অপশনের সুবিধাও (SBI Multi Option Benefits) পাওয়া যায়। তবে এই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করা রয়েছে। এই সীমা অতিক্রম করে গেলে সেই অতিরিক্ত পরিমান টাকা FD-তে রূপান্তরিত হয়ে যায়।
সেভিংস প্ল্যান অ্যাকাউন্টে FD-র সমান সুদ
সেই সময় ওই নির্দিষ্ট পরিমান টাকা থেকে ফিক্সড ডিপোজিটের মত সুদের সুবিধা পায় গ্রাহকরা। আর বাকি ব্যালেন্সটির উপরে সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পান গ্রাহকরা। সাধারন সেভিংস অ্যাকাউন্টের (SBI Savings Account) থেকে SBI Savings Plus Account এ বেশি সুবিধা পাওয়া যায়।
কারা কারা বিনিযোগ করতে পারবে?
SBI-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে সামান্য কিছু শর্ত মেনে চললে গ্রাহকরা এই SBI Savings Plus Account-র সুবিধা নিতে পারবেন। গ্রাহকদের কাছে KYC (Know Your Customer) এর জন্যে প্রয়োজনীয় নথি থাকতে হবে। আর স্টেট ব্যাঙ্কে সিঙ্গেল (SBI Single Account) অথবা জয়েন্ট অ্যাকাউন্ট (SBI Joint Account) থাকতে হবে। আর স্টেট ব্যাঙ্কের সকল গ্রাহকরা এই সুবিধা পেতে পারবেন।
কত টাকা বিনিয়োগ করতে পারবেন?
গ্রাহকরা এই SBI Savings Plus Account-র মাধ্যমে নূন্যতম 35 হাজার টাকা থেকে বিনিযোগ করা শুরু করতে পারবেন। তবে বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা (Deposit Limit) নেই। গ্রাহকরা নিজের ইচ্ছা অনুসারে বিনিয়োগ করতে পারবেন। আর এবারে এই অ্যাকাউন্টের সুবিধা সম্পর্কে জেনে নিতে চলেছি।
SBI Savings Plus Account Benefits
1) SBI তে সাধারন সেভিংস একাউন্ট এ 2.70% সুদ দেওয়া হয়। কিন্তু SBI Savings Plus Account এ Fixed Deposit-র মত সুদ পেতে পারেন গ্রাহকরা।
2) এই অ্যাকাউন্টে টাকা জমা করার মেয়াদ কাল 1 থেকে 5 বছর।
3) মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যায়।
4) এই অ্যাকাউন্টের মাধ্যমে MOD এ জমার বিপরীতে ঋণ নেওয়ার ব্যবস্থাও আছে।
1 লাখ টাকা FD-তে বিনিয়োগ করলে, স্টেট ব্যাঙ্ক না পিএনবি কারা বেশি সুদ দিচ্ছে
5) এই একাউন্ট এর ক্ষেত্রে গ্রাহকদের জন্যে সর্বোচ্চ কোনো ব্যালেন্সের সীমা নির্ধারণ করা হয়নি।
6) পাস বই এর সুবিধা পাওয়া যায় আর পাস বই হারিয়ে গেলে নির্দিষ্ট চার্জ দিয়ে বিকল্প পাস বই পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে বছরে 25 পাতার চেক পাওয়া যায়। যদিও পরে ত্রৈমাসিক ভিত্তিতে চেকের চার্জ ধার্য হয়।
7) SBI Savings Plus Account এ জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও পান গ্রাহকরা।
Written by Ananya Chakraborty.