স্কলারশিপ

Scholarship: প্রতিমাসে 1000 টাকা পাওয়ার সেরা 5টি স্কলারশিপে আবেদন করুন আজই

দেশের সকল গরীব ও মধ্যবিত্ত পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কলারশিপ (Scholarship) নিয়ে এসেছে রাজ্য ও কেন্দ্র সরকার। বর্তমানে সমাজ অনেক এগিয়ে গেছে। আমাদের দেশও অনেক এগিয়েছে। এরই সঙ্গে নারী শিক্ষাতেও অনেক এগিয়েছে। আর এরই সঙ্গে শিক্ষার প্রসারের জন্য সরকারের তরফে অনেক চেষ্টা করা হয়েছে এবং ছেলে ও মেয়েরা যাতে সমান শিক্ষার অধিকার পায়, সেই দিক সুনিশ্চিত করা হচ্ছে।

Scholarship for Girls Students in West Bengal.

কিন্তু এখনো অনেক জায়গায় মেয়েরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বা আর্থিক অবস্থা ভালো না থাকার কারনে আর বেশি দূর পড়াশোনা চালিয়ে জেতে পারে না। মেয়েদের এই সব সমস্যার কথা ভেবেই সরকারি ও প্রাইভেট কিছু সংস্থার তরফ থেকে মেয়েদের জন্য Scholarship এর ব্যবস্থা করা হয়। আজ আপনাদের এই প্রতিবেদনে জানাব মেয়েদের জন্যে চালু করা 5টি স্কলারশিপের ব্যাপারে।

মেয়েদের জন্য 5টি স্কলারশিপ

আমরা তাহলে সকলেই জানি যে এখন মেয়েদের জন্য এখন রাজ্য হোক বা কেন্দ্র সরকারের তরফে নানা ধরণের সুবিধা নিয়ে আসা হচ্ছে। আর এছাড়াও এখন পড়াশোনার জন্য Scholarship নিয়ে আসা হয়েছে। তাই আজকের এই আলোচনাতে আমরা এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে চলেছি। যার মাধ্যমে আপনাদের অনেক সুবিধা হতে চলেছে।

Kotak Kanya Scholarship

এটি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তরফ থেকে চালু করা স্কলারশিপ। এতে বৃত্তির পরিমান বছরে 1.5 লক্ষ টাকা। যে সব ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবেন। এই সুবিধা পেতে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 5 লক্ষের মধ্যে হতে হবে।

Sitaram Jindal Scholarship

এটি বাঙ্গালোরের সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়। এই স্কলারশিপ ছেলেরাও পায়। মাধ্যমিক পাস করার পর উচ্চ শিক্ষার জন্য যে কোনো কোর্সের ক্ষেত্রে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির পরিমান মাসে 500 থেকে 3000 পর্যন্ত। যে সব পড়ুয়ারা মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা পাবে। এর জন্য পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে।

Pragati Britti Scholarship

এই কেন্দ্র সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য All India Council of Technical Education (AICTE) এর অধিনস্ত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজের প্রার্থীদের অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি করে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্যে 30 হাজার টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে। আর পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষের নিচে হতে হবে।

Government Schemes (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রকল্প)

West Bengal Kanyashree K3 Scholarship

এটি কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ নয়। এটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2024) প্রকল্পের অধীনে একটি সুবিধা। বৃত্তির পরিমান কলা বিভাগে 2000 মাসিক আর বিজ্ঞান বিভাগে 2500 টাকা মাসে। যে সব ছাত্রীরা আগের স্নাতকোত্তর স্তরে নূন্যতম 45% নাম্বার পেয়েছে তারা আবেদন করতে পারবে।

রাজ্য সরকারের নতুন প্রকল্পে 10 লাখ টাকা! 31 শে আগস্টের মধ্যে আবেদন

বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ

উচ্চ মাধ্যমিকের জুনিয়ার বিজ্ঞানী কন্যাদের জন্য মাসিক বৃত্তি 1250 টাকা। বই কেনার জন্য এককালীন বৃত্তি 2500 টাকা। সিনিয়ার বিজ্ঞানী কন্যাদের অর্থাৎ যারা গ্রাজুয়েশন করেছেন তাদের বৃত্তির পরিমান মাসিক 4 হাজার টাকা এবং বই কেনার জন্যে এককালীন 5 হাজার টাকা। যে সব ছাত্রীরা মাধ্যমিকে নূন্যতম 75% নাম্বার নিয়ে পাস করেছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা এই Scholarship নিতে পারবেন। আর এক্ষেত্রে বার্ষিক আয় 3 লক্ষের মধ্যে হতে হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *