School Holiday – শীতের জন্য স্কুল ছুটির ঘোষণা হল। কতদিন ছুটি থাকবে?
School Holiday বা স্কুলে ছুটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর। আর এই খবর সম্পর্কে সকল শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়া এবং তাদের অভিভাবকদের জেনে নেওয়া উচিত। হারহিম করা ঠান্ডা সমগ্র দেশে বয়ে চলেছে। ঠাণ্ডা কমার কোন লেস মাত্র নেই। দেশের বিভিন্ন প্রান্তে হার কাপানো ঠান্ডা পড়েছে। এই হার কাপানো ঠান্ডার ফলে স্কুল গুলোতে ছুটি (School Holiday) দিয়েছে অনেক রাজ্য। সেই সব রাজ্যের মধ্যে কি পশ্চিমবঙ্গ (West Bengal) পড়ছে? জেনে নিন।
School Holiday For Extreme Winter.
হারহিম করা ঠান্ডা দেশ জুড়ে। একের পর এক রেকর্ড ভাঙ্গছে ঠান্ডা। শীতল থেকে অতি শীতল হচ্ছে আবহাওয়া। আর এই হারকাপানো ঠান্ডা বেশি পড়েছে উত্তরাঞ্চলের এলাকা গুলোতে । সেই দিকের রাজ্য গুলো তদের স্কুল গুলোতে শীতকালীন ছুটির মেয়াদ বাড়িয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, চন্ডীগর এর মত রাজ্যগুলো তাদের শীতকালীন ছুটির (School Holiday) মেয়াদ বাড়িয়েছে।
উইন্টার ভ্যাকেশন (Winter Vacation 2024) বাড়ানোর মাধ্যমে পড়ুয়াদের নিরাপত্তা স্বাস্থ্যর সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়াসী রাজ্য প্রশাসন। শৈত্যপ্রবাহের কারণে ছাত্র ছাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের একটি বর্ধিত শীতকালীন ছুটি (School Holiday) প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দেশের একাধিক রাজ্য। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্য রয়েছে এই তালিকায় (Holiday List 2024).
সারা উত্তরপ্রদেশ জুড়ে শীতের কামড় চরমে পৌছেছে। সব জায়গায় প্রায় কোল্ড ডেতে পরিনিত হয়েছে। ঘন কুয়াশার সর্তর্কতা আছে বেশিরভাগ অঞ্চলে। লখনউ জেলা ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 27 শে জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি (School Holiday) বাড়িয়ে দিয়েছে। লখনউ শিক্ষা দফতর স্কুল গুলো বন্ধ করার পাশাপাশি অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছে।
আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ছুটি বাড়ানোর নির্দেশ দিয়েছে। স্কুল গুলি গত 25শে জানুয়ারি থেকে আবার চালু হওয়ার কথা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্ষেত্রে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। এই ক্লাস গুলি সকাল 10:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। অতিরিক্ত তীব্র ঠান্ডা এবং অতিরিক্ত কুয়াশার কারনে রাজ্যের সরকরি এবং বেসরকারি স্কুল গুলোর জন্যে শীতকালীন ছুটির (School Holiday) মেয়াদ 27শে জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা ঘোষনা করা হয়েছে।
চণ্ডীগড় প্রশাসন গত সোমবার সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত বেসরকারী স্কুল গুলিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল ছুটি আরও এক সপ্তাহ (School Holiday) বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। স্কুল গুলোতে অনলাইনে ক্লাস এর কথা ঘোষনা করেছে প্রশাসন। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য স্কুল গুলি পড়ুয়াদের অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনে ক্লাস করার সুযোগ দিচ্ছে।
বিহারের পটনায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দিল্লী সহ গোটা উত্তর ভারত জুড়ে হারকাপাচ্ছে ঠান্ডা। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা হাওয়ার দাপট ও বাড়ছে সমানতালে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে দুই নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারনে 25 থেকে 28 শে জানুয়ারি পর্যন্ত হিমালয় সংলগ্ন এলাকায় হালকা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভবনা আছে (School Holiday).
রাজ্য সরকারের নতুন প্রকল্প। প্রতিমাসে 1000 টাকা কিভাবে পাবেন?
আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট জানিয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে। এমন পরিস্থিতিতে কি বাংলায় ও ছুটি পড়তে পারে স্কুল গুলো? নবান্ন সুত্রে এখনো তেমন কোনো খবর পাওয়া যায়নি তবে আগামী দিনে ঠান্ডা আরও বাড়লে কি হয় সেদিকে তাকিয়ে আছে পড়ুয়া ও অভিভাবকরা (School Holiday).
Written by Ananya Chakraborty.
T20 ক্রিকেটে আসতে চলেছে নতুন নিয়ম! ছক্কা মারলে পাওয়া যাবে 12 রান।