অর্থনীতি

Post Office Scheme – পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে প্রতিমাসে মোটা টাকা। একবারই বিনিয়োগ করতে হবে।

Post Office Scheme বা পোস্ট অফিসের স্কিমে টাকা বিনিয়োগ করাকে আমাদের দেশের সকল নাগরিকরা খুবই সুরক্ষিত বলে মনে করেন। বর্তমানে মুল্যবৃদ্ধির বাজারে সঞ্চয় (Savings) করাটা খুব জরুরী। আমাদের ভবিষৎ প্রজন্মের জন্যে তাদের ভালো জীবন দেবার জন্য সঞ্চয় করা প্রয়োজন। সবাই এখন সঞ্চয় করে কেউ ব্যাংকে সঞ্চয় করেন। কেউ Fixed Deposit করেন।

Post Office Scheme Give 8.2% Interest Rate.

আবার একাধিক মানুষ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। তবে কম বয়সিরা চান তাদের সঞ্চিত অর্থ এমন জায়গায় বিনিয়োগ (Post Office Scheme) করতে যেখান বেশি পরিমান রিটার্ন ও পাওয়া যাবে আর সুরক্ষা ও পাওয়া যাবে। আজ আপনাদের সাথে এমনই একটি স্কীমের কথা বলব যেখানে আপনি প্রতি মাসে অল্প বিনিয়োগ করে মেয়াদ শেষে ফেরত পাবেন মোটা অঙ্কের টাকা (Huge Amount Money).

Post Office Scheme নাম হল সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীম (Senior Citizen Savings Scheme). এই স্কীমটি হল পোস্ট অফিসএর একটি বিশেষ ব্যবস্থা। এই স্কীমের মাধ্যমে আপনি 25 হাজার টাকা অব্দি পেতে পারেন প্রতি মাসে। এই প্রকল্পের অধিনে আপনার অর্থ থাকবে অনেক বেশি নিরাপদ এবং অর্থ 100% গ্যারেন্টী যুক্ত ফেরত পাবেন। প্রবীন নাগরিকদের (Senior Citizen) কথা ভেবে এই স্কীমটি (Post Office Scheme) চালু করেন।

সরকারের এই স্কিমে সুদের হারও বেশি। পোস্ট অফিসের এই স্কিমে (Post Office Scheme) আপনি অল্প পরিমানে বিনিয়োগ করে বেশি রিটার্ন পেতে পারবেন। আর পোস্ট অফিস (Post Office) যেহেতু সম্পূর্ণরূপে ভারত সরকারের (Government Of India) অধিনস্ত হওয়ার কারণে দেশের সকলেই এই প্রতিষ্ঠানে সুরক্ষিত ভাবে নিজেদের টাকা বিনিয়োগ করতে চায়।

কত শতাংশ সুদ পাবেন এই স্কিমে?

বর্তমানে পোস্ট অফিসের এই স্কীমের (Post Office Scheme) অধিনে প্রবীন নাগরিকরা 8.2 শতাংশ হারে সুদ পাচ্ছেন। আপনিও যদি 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে 8.2 শতাংশ সুদের হারে 5 বছর পর মেয়াদ শেষে আপনি সুদ পাবেন 12.30 লক্ষ টাকা। মেয়াদ শেষে আপনার মোট অর্থের পরিমান হবে 42.30 লক্ষ টাকা। বাকি কোন স্কিমে হয়তো আপনারা এই পরিমাণ রিটার্ন পাবেন।

এই স্কিমে কোন পদ্ধতিতে টাকা বিনিয়োগ করতে পারবেন?

আপনি এই স্কিমে বার্ষিক এবং মাসিক এই দুটি ভিত্তিতে টাকা জমা করতে পারবেন। আপনি যদি প্রতি মাসে 20500 টাকা করে বার্ষিক হিসাবে 2 লক্ষ 46 হাজার টাকা জমা করেন তবে পাঁচ বছরের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) জমা করতে পারবেন। আর এই টাকা খুবই অল্প হওয়ার কারণের জন্য সকলের উচিত একটু কষ্ট করে হলেও টাকা বিনিয়োগ করা (Post Office Scheme).

Mandhan Yojana (মানধন যোজনা)

কত টাকা বিনিয়োগ করতে পারবেন?

এই স্কিমের আওতায় আপনি 1000 টাকা থেকে 30 লক্ষ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন। আয়কর ধারা (Income Tax Rule) 80C অনুসারে 1.5 লক্ষ টাকা অব্দি বিনিয়োগ কর মুক্ত। আপনি যদি ব্যাংকের সুদের হার (Bank Interest Rate) দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ব্যাংকের সুদের হার 8.2 শতাংশের নিচে। কিন্তু এই Post Office Scheme আপনারা ভালো টাকা রিটার্ন পাবেন।

দেশজুড়ে শুরু হলো CAA বিল। এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন। কিভাবে নাগরিকত্ব পাবেন?

যেসব প্রবীন নাগরিকদের বয়স 60 পার হয়েছে তারা সিনিয়ার সিটিজেন সেভিংস স্কীমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে 5 বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে অর 5 বছর পর মেয়াদ পূর্ণ হলে তবে সম্পূর্ণ অর্থ পাবেন।আপনারা যারা ভাবছেন এই স্কিমে বিনিয়োগ (Post Office Scheme) করবেন এবং নিজেদের ভবিষৎ সুরক্ষিত করবেন তাহলে তাড়াতাড়ি পোস্ট অফিসে গিয়ে যোগযোগ করুন।
Written by Ananya Chakraborty.

চাকরি না করেও প্রতিমাসে 5000 টাকা পেনশন পাবেন। অটল পেনশন যোজনায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *