Train Cancelled List – শিয়ালদহ লাইনে বাতিল 12 টি ট্রেন, ভোগান্তি যাত্রীদের, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল।
আবারও যাত্রী ভোগান্তি, Train Cancelled List দেখুন। সমস্যায় পড়তে চলেছেন একাধিক ট্রেন যাত্রী। নিত্যদিন অফিসে যাওয়ার জন্য বেছে নেন লোকাল ট্রেনই। যদিও গন্তব্যে যাওয়ার জন্য আবার অনেকে বিকল্প পথ বেছে নেন। তবে ট্রেনে যাতায়াতে যেমন তাড়াতাড়ি পৌঁছনো সম্ভব। পাশাপাশি খরচ হয় না অতিরিক্ত টাকাও। সেকারণে পকেট থেকে সামান্য খরচকেই সম্মতি দেন বেশিরভাগ মানুষ। কিন্তু চলতি মাসে আরো একবার সমস্যায় পড়তে চলেছেন বহু যাত্রী। বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। কোন শাখার লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে? কত দিনের জন্য? কবে থেকে বাতিল থাকবে? বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে ভুলবেন না।
জুলাই মাসের শুরুতেই হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, গোঘাট, ডানকুনির একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। বিশেষত, রেলের তরফে জানানো হয়েছিল, জুলাই মাসের শুরুতেই হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
তাই ওই সময় হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, ডানকুনি, গোঘাটের বহু ট্রেন বাতিল (Train Cancelled List) করা হয়েছিল ও ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। এবার আগামী শনিবার ও রবিবার (১৫ জুলাই ও ১৬ জুলাই) বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন। এ নিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ ১৫ জুলাই রাত সাড়ে ৯টা থেকে রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনে মেন আপ লাইনে কাজ চলবে। তাই এই ২ দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Train Cancelled List
কোন শাখায় কতগুলি ট্রেন বাতিল (Train Cancelled List) থাকবে?
শনিবার (১৫ জুলাই)-
শিয়ালদহ থেকে ৩ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া বনগাঁ থেকে- ২ টি ট্রেন।
ডানকুনি থেকে- ১ টি ট্রেন।
রবিবার (১৬ জুলাই)-
শিয়ালদহ থেকে- ১২ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া,
বনগাঁ থেকে- ৩ টি লোকাল ট্রেন।
হাসনাবাদ থেকে- ২ টি ট্রেন।
হাবড়া থেকে- ২ টি ট্রেন।
ডানকুনি থেকে- ৩ টি ট্রেন।
অতিরিক্ত গরমের ছুটিতে, দুর্গা পুজোয় ছুটিতে কোপ, দেখুন পুজোর ছুটির তালিকা।
দত্তপুকুর থেকে- ২ টি ট্রেন।
বারাসত থেকে- ১ টি লোকাল ট্রেন।
উল্লেখ্য, রবিবার বারাসাত-দত্তপুকুর লোকাল বারাসাত স্টেশন থেকে সকাল ৭টা ২ মিনিটের ছাড়ার বদলে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.