প্রকল্প

New Govt Scheme – রাজ্য সরকারের নতুন প্রকল্পে কর্মসংস্থানের অনেক সুযোগ, শীঘ্রই আবেদন করুন।

ফের এক নতুন প্রকল্পের (New Govt Scheme) সূচনা হল আমাদের রাজ্যে। পশ্চিমবঙ্গে (West Bengal) কর্মসংস্থান এর আকাল দুর করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) নিয়ে এসেছে নতুন এক প্রকল্প। এই প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্যে। রাজ্যের প্রতিটি ব্লকে 20 জন মহিলার কাজের সুযোগ করে দেবে সরকার। যা বেকার মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলবে। যার ফলে বেকরদের সংখ্যা অনেকটাই কমবে আমাদের রাজ্যে এমনই মনে করছেন অনেকে।

New Govt Scheme Gives You 9K Per Month.

কী এই প্রকল্প? এই প্রকল্পর (New Govt Scheme) নাম হলো ‘সেবা সখি’ প্রকল্প (Seva Sakhi New Govt Scheme) এই প্রকল্পে মূলত রাজ্যের বৃদ্ধ-বৃদ্ধা এবং অসুস্থ মানুষদের সঠিক পরিষেবা দেওয়াটাই কাজ হবে সেবা সখীদের। পাশাপাশি গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্য কেন্দ্রেও কাজ পাওয়া যাবে। সেই জন্যেই প্রতিটি ব্লকের ২০ জন করে মহিলাকে প্রশিক্ষণ দেবে সরকার।

কবে থেকে শুরু হবে? এই প্রকল্পে (New Govt Scheme) কাজ শুরু হবে দুর্গা পূজার পরে। রাজ্যের পঞ্চায়েত দফতরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তবে প্রথম পর্যায়েই গোটা রাজ্যজুড়ে সেবা সখী প্রকল্পের কাজ শুরু হবে না। প্রাথমিকভাবে রাজ্যের চারটি ব্লককে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে।

পাইলট প্রজেক্টের রিপোর্টের ভিত্তিতে বাকি এলাকা গুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে।প্রাথমিক পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার রাজারহাট, হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লককে সেবা সখী প্রকল্পের (New Govt Scheme) জন্য বেছে নেওয়া হয়েছে। একটি সূত্র থেকে জানা গিয়েছে, মূলত শহর লাগোয়া গ্রামীণ এলাকা গুলিকে প্রাথমিকভাবে এই প্রকল্পের অন্তর্গত করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

কী কী কাজ শেখানো হবে? এই প্রকল্পে দুর্গা পুজোর (Durga Puja) পরে 1 মাস ধরে টানা প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে পর্বে তাদের রক্তচাপ মাপা, ব্লাড প্রেসার মাপা, যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়া, হঠাৎ কেউ হৃদরোগে আক্রান্ত হলে কীভাবে CPR দিতে হয় তা শেখানো, ড্রেসিং, ব্যান্ডেজ করতে শেখানোর মতো নানান চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে (New Govt Scheme). এই প্রশিক্ষণ পর্ব শেষে তারা দক্ষ সেবা কর্মী হিসেবে কাজ করতে পারবেন।

West Bengal (পশ্চিমবঙ্গে ছুটি)

কত বেতন পাবেন? এই প্রকল্পে প্রশিক্ষণ শেষে সেবা সখিদের গ্রামীণ এলাকায় দৈনিক ২৫৫ টাকা রোজের ভিত্তিতে নিয়োগ করা হবে। ফলে তারা মাসে সাড়ে সাত হাজার টাকার বেশি পাবেন।‌ আর শহরাঞ্চলে দৈনিক ৩০০ টাকা দৈনিক বেতনের ভিত্তিতে তাদের কাজে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে মাসে নয় হাজার টাকা বেতন পাবেন। এরফলে বাংলার দরিদ্র পরিবার গুলির মহিলাদের আর্থিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি (New Govt Scheme) হবে বলে মনে করা হচ্ছে।

Birth Certificate – জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট না থাকলে মিলবে না এইসব সরকারি পরিষেবা। কিভাবে করবেন?

আবেদন পদ্ধতি? সেবা সখী প্রকল্পের (New Govt Scheme) জন্য দুর্গাপুজোর পর আবেদন কর যাবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। তবে আবেদনের সঠিক পদ্ধতি এবং বাছাই প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দুর্গাপুজোর পর রাজ্যের পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। তবে আবেদন প্রক্রিয়া ঠিক কবে শুরু হবে তা এখনো জানা যায়নি। আর ভবিষ্যতে এই প্রকল্প সমগ্র রাজ্যেও শুরু হতে পারে।

PAN Aadhaar – হাতে মাত্র দুই দিন। ব্যাংক ও বিনিয়োগের ক্ষেত্রে 30 সেপ্টেম্বরের মধ্যে এই নথি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *