প্রকল্প

Seba Sakhi Prakalpa – পশ্চিমবঙ্গে সেবা সখি প্রকল্প কি? এর মাধ্যমে কি সুবিধা পাবে রাজ্যবাসী

ফের এক নতুন প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার। আর এই প্রকল্পের নাম হল সেবা সখি প্রকল্প (Seba Sakhi Prakalpa). এখনই পর্যন্ত 100 টির কাছাকাছি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার (Government of West Bengal). যেই সকল প্রকল্প গুলোর মধ্যে সমাজের সকল বর্গের খেয়াল রাখা হয়েছে। এবার সরকার আরও এক প্রকল্প চালু করতে চলেছে যে প্রকল্পের মাধ্যমে মহিলারা 7600 থেকে 9000 টাকা পাবেন।

West Bengal Seba Sakhi Prakalpa 2024.

গত বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) ঘোষনা করেছিলেন একটি প্রকল্পের কথা সেই প্রকল্পের নাম হল সেবা সখি প্রকল্প (Seba Sakhi Prakalpa). এই সেবা সখি প্রকল্পের মাধ্যমে গ্রামের ও শহরের মহিলারা উপকৃত হবেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল বেকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান (Employment) দেওয়া। আর রাজ্যের বিভিন্ন প্রান্তের বয়স্ক ও অসুস্থ মানুষদের স্বাস্থ্য সেবা (Health Service) প্রদান করা।

সেবা সখি প্রকল্পে নিয়োগ

এই প্রকল্পের (Seba Sakhi Prakalpa) মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রামের প্রতিটি ব্লক থেকে 20 জন করে এবং শহরের প্রতিটি পৌরসভা থেকে 20 জন করে মহিলাদের নির্বাচন করা হবে কাজ শেখানোর জন্য। আর এই কাজ শেখানোর মাধ্যমে তাকে যোগ্য করে নিয়ে তাকে কর্ম সংস্থানের সুযোগ দেওয়া হবে। তাহলে এবারে এই সেবা সখি প্রকল্প (Seva Sakhi Scheme) প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

সেবা সখি প্রকল্পের উদ্দেশ্য কি?

মহিলাদের শেখানো হবে ব্লাড প্রেশার চেক করা, ওজন মাপা, ইনজেকশন দেওয়া, ওষুধ দেওয়া, ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, চিকিৎসা আরো বিভিন্ন কাজ শেখান হবে। এই সব কাজের এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে একটি শংসাপত্র (Seba Sakhi Prakalpa Certificate) দেওয়া হবে। সেই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের সুযোগ পাবে।

সেবা সখি প্রকল্পে কত টাকা পাবেন?

সরকার মারফত জানা গিয়েছে যারা এই Seba Sakhi Prakalpa এর অধীনে প্রশিক্ষণ নেবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন মোটা অঙ্কের টাকা দেওয়া হবে ভাতা হিসেবে। এক্ষেত্রে যে সব মহিলারা গ্রামে থাকেন তাদের দেওয়া হবে 7600 করে আর শহরের মহিলাদের দেওয়া হবে 9000 করে। এই প্রকল্পে দৈনিক হিসেবে 255 টাকা করে দেওয়া হবে। এই টাকা রাজ্যের মহিলাদের সংসার ও ব্যক্তিগত জীবন যাপনের মান আরো উন্নত করবে বলে মনে করছে রাজ্য সরকার।

Ration Card (রেশন কার্ড)

সেবা সখি স্কিম কবে থেকে শুরু হবে?

সরকার সুত্রে জানা গিয়েছে এখন রাজ্যের সব জেলায় এই Seba Sakhi Prakalpa চালু করা হয়নি কয়েকটি জেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট, হাওড়া জেলার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে প্রাথমিকভাবে সূচনা করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে। সেই সব জেলায় ঠিক মত কাজ এগোলে রাজ্যের বাকি অন্য জেলাতেও এই প্রকল্প চালু করা হবে।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি? সুবিধা ও আবেদন পদ্ধতি দেখুন

মহিলাদের জন্য নতুন প্রকল্প

তবে জানা যাচ্ছে গ্রামে মহিলাদের এই Seba Sakhi Prakalpa আওতায় বেশি করে আনা হবে। কারণের গ্রামের স্বাস্থ্য পরিষেবা খুব উন্নত নয়। সেখানকার মহিলারা যত এই প্রকল্পের আওতায় নিজেদের নিয়ে আসবেন তত গ্রামের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। আর এই প্রকল্পের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন এবং মনে করা হচ্ছে লোকসভা ভোটে ভালো ফলের জন্য এবারে এই প্রকল্প নিয়ে কিছু চিন্তা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *