মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে, কি বলা হয়েছে নির্দেশিকায়? জেনে নিন এখনই
বিগত দুই বছরে করোনা মহামারীর কারণে মাধ্যমিক হোক কিংবা উচ্চমাধ্যমিক অথবা এর থেকে নিম্ন কিংবা উচ্চ স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের যেকোনো প্রকার পরীক্ষা অনলাইনে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির একেবারেই স্বাভাবিক। আর তাই ২০২২ এর শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সমগ্র রাজ্যে ছাত্রছাত্রী তথা শিক্ষক এবং অভিভাবকদের জানানো হয়েছিলো যে, এবার থেকে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের পরীক্ষায় অফলাইনেই নেওয়া হবে। আর তাতে সামিল হয়েছিলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের নামও।
ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর তার শেষ হবে ৪ই মার্চ। প্রায় দু বছর পর আবারো অফলাইনে পরীক্ষা হওয়ার কারণে রাজ্য সরকারের তরফে বারংবার নানা প্রকার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রাজ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য। ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিক নিয়ে নানা প্রকার নতুন নির্দেশিকা, প্রশ্নপত্রের প্যাটার্ন সহ বিভিন্ন তথ্য বিভিন্ন নির্দেশিকার মাধ্যমে সমগ্র রাজ্যের শিক্ষার্থীদের সামনে আনা হয়েছে। সামনেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। আর তা ঠিক পূর্বে রাজ্যের সমস্ত শিক্ষার্থী তথা শিক্ষকদের জন্য পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেট সামনে আনা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
চলুন তবে জেনে নেয়া যাক টেস্ট পরীক্ষার ঠিক পূর্বে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন আদেশ প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে?
১৪ই নভেম্বর সোমবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর তরফে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকা মারফত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের নতুন করে কয়েকটি বিষয় মনে করিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় আরো একবার সমগ্র রাজ্যের বিভিন্ন জেলার নানান স্কুলগুলির প্রধান শিক্ষক তথা শ্রেণী শিক্ষকদের জানানো হয়েছে যে, তারা যেন ১৭ই নভেম্বর,২০২২ তারিখ থেকে শুরু করে ৩০শে নভেম্বর,২০২২ তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
এখন এটিএম কার্ড না থাকলেও আধার কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে ফোনপে। নতুন আপডেট জেনে নিন
যদিও এর আগে শিক্ষকদের এ বিষয়ক নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে এবারে আবারও নতুন করে শিক্ষকদের আরও একবার পরীক্ষার তারিখ সংক্রান্ত ওই একই নির্দেশিকা পাঠানো হলো। তবে এখানেই শেষ নয়, এই নির্দেশিকায় সমস্ত বিদ্যালয়গুলিকে আরও জানানো হয়েছে যে, সমস্ত বিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরাই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন এবং প্রত্যেকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের উপরে সেই বিদ্যালয়ের নাম উল্লেখ করা থাকবে। বিদ্যালয়ের নাম ছাড়াও প্রত্যেকটি স্কুলের প্রশ্নপত্রের মাথায় Selection Test For Class X লেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা সমস্ত স্কুলগুলির শিক্ষকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রত্যেকটি পরীক্ষা শেষ হওয়ার পরে ওই নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র দপ্তরের তরফে জারি করা ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেন। পর্ষদের তরফে জারি করা ইমেইল অ্যাড্রেসটি হলো testpaperwbbsc@gmail.com । মেইলে প্রশ্নপত্রগুলি পাঠানোর সময় মেইলের সাবজেক্টে অবশ্যই কোন বিষয়ের প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এবং স্কুল ইনডেক্স এই দুটি বিষয় উল্লেখ করা বাধ্যতামূলক।
তবে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে নয়, প্রশ্নপত্রগুলি পোষ্টের মাধ্যমেও পাঠানো সম্ভব। এক্ষেত্রে প্রশ্নপত্রগুলি পাঠানোর ঠিকানাটি হলো:- to the office of deputy secretary (academic) at 6th floor, Nivedita bhawan, DJ-8, sector-11, Bidhan Nagar, Kolkata -700091 । ২০২২-২৩ শিক্ষাবর্ষে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে টেস্ট পেপার প্রকাশ করা হবে তাতে এই সমস্ত প্রশ্নপত্রগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্নপত্রকে ওই টেস্ট পেপারে স্থান দেওয়া হবে, আর তাই এই পদ্ধতিতে প্রশ্নপত্রগুলিকে সংগ্রহ করা হচ্ছে পর্ষদের তরফে। এছাড়াও এই নির্দেশিকায় শিক্ষকদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছে যে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন ফলো করেই যেনো টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলি তৈরি করা হয়।