অর্থনীতি

Old coin – এই পুরোনো কয়েনগুলিকে হাতিয়ার বানিয়ে রাতারাতি কোটিপতি হন, পুরনো নিয়ম ভুলে যান বিশদে জানুন।

টাকা সকলেই রোজগার করতে চান। বর্তমানে যে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে একমাত্র এর দ্বারা সহজেই সমস্যার সমাধান করা যায়। old coin বাড়িতে থাকলে চিন্তা কি? অতিমারীর আবহে অনেকেই ব্যবসায়িক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই পরিস্থিতি থেকে আজও অনেকেই সম্পূর্ণভাবে বের হতে পারেন নি। কিন্তু জানেন কি বিনা পরিশ্রমেই বাড়িতে বসে রোজগার করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। কিভাবে? একটি মাত্র সহজ পন্থা ব্যবহার করে। কি সেই পন্থা? চলুন জেনে নেওয়া যাক।

Old coin আছে আপনার কাছে?

যে কোনো জিনিসই একদিন না একদিন পুরোনো হয়ে যায়। আমরা অনেকেই পুরোনো জিনিসের গুরুত্ব বুঝি না। কিন্তু বর্তমানে old coin বা নোটের গুরুত্ব কম নয়। বাড়িতে বসেই ১, ৫, ১০ টাকা old coin বা নোটের মাধ্যমে লক্ষ টাকা রোজগার করা যায়। এই কাজ আরো সহজ হয়েছে উন্নত তথ্য-প্রযুক্তির সাহায্যে।

 এই মাসে তিন দিন কম থাকবে সোনার দাম, কবে কবে দেখে নিন।

কয়েন বৃত্তান্ত-
আপনার কাছে যদি মাতা বৈষ্ণো দেবীর প্রতিকৃতিযুক্ত ৫ এবং ১০ টাকার কয়েন থাকে, তাহলেই পাবেন মোটা টাকা। এর জন্য বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটও রয়েছে। যেগুলিতে এই কয়েন কেনার জন্য ক্রেতা রয়েছে।

এই কয়েনে মাতা বৈষ্ণো দেবীর প্রতিকৃতি থাকায় কয়েনকে শুভ মনে করেন অনেকেই। তাই যত দামী হোক না কেন, কয়েন কিনতে পিছপা হন না ক্রেতারা। কয়েনটি ২০০২ সালে জারি করা হয়েছিল।
এছাড়া যদি পুরোনো ১ টাকার কয়েন থাকে, তাহলেও ২৫ লক্ষ টাকা কামাতে পারবেন। তবে কয়েনটি ১৯১৩ সালের জারি করা হতে হবে।

১০০ বছরেরও বেশি পুরোনো এই কয়েনটি রুপো দিয়ে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই মুদ্রা ভিক্টোরিয়ান বিভাগের অধীন।
কিভাবে বিক্রি করা যাবে-
বর্তমানে অনলাইনের মাধ্যমে সহজেই সকল সমস্যার সমাধান করা সম্ভব। তাই এই পুরোনো কয়েনগুলিও ইন্ডিয়া মার্ট এর ওয়েবসাইটে বিক্রি করা যাবে।

কয়েন বিক্রির ওয়েবসাইট-
https://dir.indiamart.com/impcat/old-coins.html https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
http://www.indiancurrencies.com/

এখন থেকে রেশন দোকানে চাল গম ছাড়াও মিলবে অতিরিক্ত খাদ্য সামগ্রী, কারা এই সুবিধা পাবেন দেখুন।

বিক্রির পদ্ধতি-
এর জন্য প্রথমে ওয়েবসাইট ওপেন করে বিক্রেতা হিসেবে রেজিস্ট্রার করতে হবে। দিতে প্রয়োজনীয় তথ্য এবং মোবাইল নম্বর। আপলোড করতে হবে কয়েনের স্পষ্ট ছবি। তা দেখে ক্রেতারা কয়েন কিনতে ইচ্ছুক হলে যোগাযোগ করে নেবেন। যত বেশি পুরোনো কয়র্ন ততো টাকা আসবে হাতের মুঠোয়।
উল্লেখ্য, ভুয়ো ক্রেতা এবং বিক্রেতা হইতে সাবধান থাকুন।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *