Budget 2024: রেলযাত্রীদের জন্য দারুণ চমক! ট্রেনের টিকিটের ভাড়া 50% কমবে?
ভারতীয় রেলওয়ে (Indian Railway) দেশের সকল মানুষের কাছে লাইফলাইন। ২৩ শে জুলাই এর বাজেটে (Railway Budget 2024) সকলে আশা করছেন যে মোদী সরকারের তৃতীয় কার্যকালে কোন বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক পরিসংখ্যান অনুসারে প্রত্যেক দিন দেশে লোকাল ট্রেন (Local Train Ticket) এবং দূরপাল্লার ট্রেন (Passenger Train) মিলিয়ে ৫০ – ৬০ কোটি মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে থাকেন।
Railway Budget 2024 Expectations from Finance Minister Nirmala Sitharaman.
বিগত সরকারের সময়ে ভারতীয় রেলওয়ের জন্য একটি আলাদা বাজেট (Railway Budget 2024) ছিল। তবে এই বিষয়টি এখন পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ভারতীয় রেল (Railways) একটি গুরুত্বপূর্ণ অংশ ধারণ করে মোট একটি বাজেটে। এই বারের বাজেটে আশা রয়েছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বড় উপহার দিতে চলেছে দেশবাসীদের। কি সেই বড় চমক? জানতে আপনারাও ইচ্ছুক নিশ্চই? চলুন দেখে নিন।
রেলের টিকিটে মিলবে 50% ছাড়?
সূত্র অনুযায়ী জানা গিয়েছে কেন্দ্র রেলওয়ের জন্য মোট বৃত্তান্ত বাড়াতে চায়। এই খবর মুল বাজেটের (Union Budget 2024) উদ্বোধনী হওয়ার আগেই আসে। আশা রয়েছে যে এই বাজেটে রেলওয়ে জন্য বৃদ্ধি হতে পারে। এর আগে প্রবীণ নাগরিকদের (Senior Citizen Concession in Railway Ticket) রেলের টিকিটে 40 শতাংশ থেকে 50 শতাংশ পর্যন্ত ছাড় (Discount on Railway Tickets) দেওয়া হত।
প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়া হবে?
কিন্তু করোনা মহামারি (Corona Virus Pandemic) আসার পর থেকেই এই ছাড় দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র সরকার (Budget 2024). মনে করা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্যে এই ছাড় আবার ফিরিয়ে আনা হতে পারে। কোভিড 19 আসার আগে রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়া হত। 60 বছরের বেশি বয়সী পুরুষদের জন্যে রেলের টিকিটে 40% পর্যন্ত ছাড় দেওয়া হত।
ট্রেনের টিকিটে খরচ কমবে?
60 বছরের বেশি বয়সী মহিলাদের 50% পর্যন্ত ছাড় দেওয়া হত। এই ছাড় প্রযোজ্য ছিল শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, মেইল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটে। যদি রাজধানী ট্রেনের প্রথম শ্রেণীর AC টিকিটের দাম হয় 4000 টাকা তাহলে সেখানে প্রবীণ নাগরিকদের মাত্র 2000 বা 2300 টাকা পরিশোধ করতে হত (Budget 2024). কিন্তু করোনার জেরে এই ছাড় গুলো দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র সরকার।
2019 এর পর থেকে কোভিড 19 এর জেরে পৃথিবীজুড়ে রেল পরিষেবা গুরুতরভাবে প্রভাবিত হয়েছিল। এমন অবস্থায় সরকারি ব্যায় পুর্ণ করার জন্য কেন্দ্র সরকারে এই বিশেষ ছাড়টি বাতিল করতে বাধ্য হয়। এখন আশা করা হচ্ছে যে এবারের বাজেটে (Budget 2024) এই ছাড় আবার ফিরতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান এই ঘোষনা করতে পারে এবারের পুর্ণ বাজেটে।
আর এছাড়াও দিন দিন যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য পরিষেবা খাতেও বিনিয়োগের ঘোষণা করা হতে পারে এই বাজেটে (Budget 2024). আর ভারতীয় রেলের তরফে সকল লোকাল ট্রেনকে ১২ বগি করা হলে দেশের সকল নাগরিকদের খুবই সুবিধা হতে চলেছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.