Holiday: দুর্গাপুজো ছাড়াও সেপ্টেম্বর জুড়ে পরপর ছুটি! জানেন এই মাসে কবে কবে ছুটি থাকছে? দেখে নিন
September 2025 Holiday List
ছুটি পেতে কে না চায়! বছরের বিভিন্ন সময়ে নানান উৎসব, অনুষ্ঠানে ছুটি (Holiday) পান ছাত্রছাত্রী ও অফিসকর্মীরা। বন্ধ থাকে স্কুল, কলেজ, অফিস। জানুয়ারি থেকে আগষ্ট মাসে একাধিক ছুটি পেলেও সেপ্টেম্বর থেকে সকলেরই বাড়তি উঁকিঝুঁকি বেড়েছে ক্যালেন্ডারে। কারণ, আর দিন কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অর্থাৎ দুর্গোৎসবের টানা ছুটির মজা।
এবছর সেপ্টেম্বর মাসের শেষে দুর্গাপুজো। তাই মাসের শুরু থেকেই ছুটির (Holiday) বাদ্যি বেজেছে মনে। তবে আপনি কি জানেন, মাসের শেষে দুর্গোৎসব হলেও সেপ্টেম্বর মাসের শুরু থেকেই পড়ছে ছুটি। চমকে গেলেন নাকি? ভাবছেন কবে কবে ছুটি পাবেন? ছুটির তালিকা সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন থেকে।
September Holiday List 2025
বাংলায় উৎসবের চতুর্দিকে। বাঙালির মনে বাজছে পুজোর বাদ্যি। ছুটির (Holiday) মরশুমের মধ্যে সদ্য শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। এই মাসেও রয়েছে বেশ কিছু ছুটি। এমনকি শুধু স্কুল বা কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নন ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। ছুটি থাকছে সরকারি কর্মীদেরও। পুজোর আগে সেপ্টেম্বর মাসে নাকি সরকারি ছুটি (Government Holiday). আর সেই খুশির খবর শুনিয়েছে নবান্ন (Holiday Announcement).
নবান্নের তরফের ছুটির ঘোষণা, জারি বিজ্ঞপ্তি
বলা হচ্ছে করম পূজোর কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করম পুজোর ছুটির ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এবার থেকে বাংলায় করম পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এবছর ৩ সেপ্টেম্বর ছিল করম পুজো। আর তাই এদিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মীরা। বন্ধ ছিল স্কুল, কলেজ অতএব ছুটি পেয়েছেন ছাত্র-ছাত্রীরাও।
আরও পড়ুন: টানা ৩ দিন ছুটি পাবে সরকারি কর্মীরা। দুর্গাপুজোর আগেই ছুটির হাওয়া বাতাসে!
মূলত পশ্চিমবঙ্গের মানভূম এলাকায় এই উৎসব দেখা যায়। উৎসবে মেতে ওঠে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পশ্চিমবঙ্গের এই উৎসবে কেবল সংশ্লিষ্ট এলাকা নয় বরং সারা রাজ্য মেতে ওঠে উৎসবে।
তবে ছুটির মধ্যেও খোলা ছিল কিছু দফতর। যেমন কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স’ এবং ‘কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ’-এর দফতর। তবে করম পুজো দিয়ে শুরু হওয়া সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডারে চোখ রাখলে দেখতে পাবেন, এই মাসটা উৎসবে ভরা। প্রথম সপ্তাহের পরেও থাকছে একাধিক ছুটি। যেমন বিশ্বকর্মা পুজো, মহালয়া আর তারপর একটানা ছুটি (Holiday) পাবেন দুর্গোৎসব উপলক্ষ্যে। এছাড়া সাপ্তাহিক ছুটি তো থাকছেই।
উপসংহার
সেপ্টেম্বর মাসের শুরুতেই করম পুজো উপলক্ষে ছুটি (Holiday) পেয়েছেন। তবে আগামীতে বিশ্বকর্মা পুজো এবং অন্যান্য ছুটি রয়েছে। দুর্গোৎসব উপলক্ষে লম্বা ছুটির পরেও কালীপূজো, ভাইফোঁটা এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাংলায় ছুটির মরশুম চলবে।