অর্থনীতি

New IPO – মাত্র 6 দিনে টাকা ডবল। যারা রিস্ক নেবেন তাদের টাকা বাড়বে ঝড়ের গতিতে।

New IPO নিয়ে আমাদের দেশে মানুষদের মধ্যে উন্মাদনা বাড়ছে প্রতিদিন অন্তর। কারণ এখন ব্যাংক (Bank) আর পোস্ট অফিসে (Post Office) ধীরে ধীরে সুদের হার অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণের জন্য অনেকেই নিজেদের কষ্টের রোজগার করা টাকা বিনিয়োগ করলেও নিজেদের ইচ্ছে মত রিটার্ন পাচ্ছিলেন না। তাই যতদিন যাচ্ছে নতুন নতুন বিনিয়োগের অনেক মাধ্যম আমাদের সামনে উঠে আসছে।

সংক্ষেপে

New IPO Announce By Maxposure Limited.

বিনিয়োগকারীদের জন্য দারুন সুযোগ। যারা অল্প দিনেই টাকা বাড়াতে চাইছেন তাদের জন্য এই খবর। মাত্র 6 দিনেই টাকা হবে ডবল। বাজারে আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে নতুন New IPO. এই সেই নতুন IPO জেনে নিন বিস্তারিত। শেয়ার বাজারে প্রবেশ করতে চলেছে Maxposure Limited কোম্পানি। এই কোম্পানির মেইন ব্রাঞ্চ দিল্লিতে (New Delhi) এটি কোম্পানি মুম্বাই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru), কলকাতার (Kolkata) পরে বিদেশেও তাদের ব্যবসা ছড়িয়েছে।

9 জানুয়ারিতে New IPO ঘোষনা করা হয়েছে 33 টাকা এবং সাথে প্রিমিয়াম ঘোষনা করা হয়েছে 5 টাকা। গ্রে মার্কেট এই কোম্পানি সম্পর্কে ইতিবাচক কথা বলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এইটি 109% বেশি মূল্যে বাজারে তালিকাভুক্ত হবে অর্থাৎ বিনিয়োগকারীদের মাত্র 6 দিনেই টাকা ডবল করার সম্ভবনা আছে। এই পরিমাণে রিটার্ন কোন কোম্পানি দেয়নি।

6 দিনেই টাকা ডবল!

ম্যাক্সপোজার লিমিটেড শেয়ার বাজারে প্রবেশ করতে চলেছে। গত 9ই জানুয়ারি, 2024 সালে Maxposure IPO ঘোষণা করা হয়েছিল শেয়ার প্রতি 33 টাকা এবং তার সঙ্গে 5 টাকা প্রিমিয়ামও ঘোষণা করা হয়েছিল। 10ই জানুয়ারি 2024 সালে প্রিমিয়াম ঘোষনা করা হয়েছে 36 টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন এইটি বাজারে তালিকাভুক্ত (New IPO) মূল্য হবে 69 টাকা অর্থাৎ এই IPO যদি কেউ এখন 33 টাকা মূল্যে সাবস্ক্রাইব করে তাহলে।

তিনি 22শে জানুয়ারি, 2024 সালে তালিকাভুক্ত এর দিন 109 শতাংশের বেশি রিটার্ন পেতে পারে। 6 দিনে টাকা ডবল। এই কোম্পানির New IPO খোলার তারিখ হল 15ই জানুয়ারি 2024 এবং IPO বন্ধ হোবে 17ই জানুয়ারি 2024 তবে Maxposure IPO 18ই জানুয়ারি বরাদ্দ করা হবে 19শে জানুয়ারি ফেরত দেওয়া হবে এবং ঐদিন ডিম্যাট একাউন্ট (Demat Account) শেয়ার ক্রেডিট হবে।

এই কোম্পানির শেয়ার বাজারে (Share Market) তালিকাভুক্ত হওয়ার তারিখ হল 22 শে জানুয়ারি। এর ফেস ভ্যালু প্রতি শেয়ার 10 টাকা এবং প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি 31 টাকা থেকে 33 টাকা। এছাড়া এর লট সাইজ হলো 4000 শেয়ারের অর্থাৎ এখানে কমপক্ষে 1,32,000 টাকা বিনিয়োগ করতে হবে। এতো কিছু জানলেন তবে MAXPOSURE New IPO কি সেটা জেনে রাখুন।

Maxposure IPO কি

Maxposure লিমিটেড একটি মিডিয়া এবং বিনোদন কোম্পানি। 2006 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন প্রকাশ জোহারি এবং স্বেতা জোহারি। এই কোম্পানির সদর দফতর দিল্লিতে এবং এটির অফিস আছে মুম্বাই, কলকাতা, বাঙ্গালোরে এছাড়া এর ব্যবসা বিদেশেও ছড়িয়ে আছে। এই কোম্পানি মূলত চারটি ব্যবসায়িক বিভাগে কাজ করে থাকে (New IPO).

Gold Rate (সোনার দাম)

যেমন ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট, কন্টেন্ট মার্কেটিং, প্রযুক্তি এবং বিজ্ঞাপন। এছাড়াও কিছু নির্দিষ্ট পরিষেবা রয়েছে যা ম্যাক্সপোজার লিমিটেড প্রদান করে। কাস্টম এডিটিং, মেটাডেটা তৈরি, ডুপ্লিকেশন, অডিও বর্ধিতকরণ, এনকোডিং/ট্রান্সকোডিং, পোস্ট প্রোডাকশন ইত্যাদি। এই New IPO প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

লটারিতে টাকা জেতার সঠিক উপায়। কোটিপতি হতে চাইলে একবার দেখুন।

আমরা আপনাদের বিনিয়োগ করার জন্যে বলি না। বিনিয়োগ করাটা একান্তই আপনাদের মত। নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে New IPO বিনিয়োগ করুন। আর এই কারণের জন্য আপনারা নিজেরা সব সম্পর্কে জেনে নিতে পারবেন। আর আপনারা এই কোম্পানি ছাড়াও আরও অনেক ধরণের সকল শেয়ার সম্পর্কে জেনে নিয়ে বিনিয়োগ করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *