Bus Fare – পশ্চিমবঙ্গে এই যাত্রীদের বাস ভাড়া লাগবে না! হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানুন
পশ্চিমবঙ্গে বাস ভাড়া (Bus Fare) নিয়ে এক বড় খবর। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন অথবা বাসের ব্যবহার করেন। আর দিনে দিনে এই খরচ অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক ভাড়া (Fare) তো দিতেই হবে। কিন্তু এবারে এই বাস ভাড়া নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এক বড় সিদ্ধান্ত জানানো হল।
West Bengal Bus Fare Update for Silicosis Patient.
সিলিকসিস পেশেন্টদের (Silicosis Patient) সাথে যে বাস যাত্রা করবে এবার থেকে তার আর লাগবে না বাস ভাড়া (Bus Fare). যুগান্তরকারি রায় দিল কলকাতা হাইকোর্ট। আর এর ফলে এই সকল মানুষদের খুবই উপকার হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাহলে এবারে জেনে নেওয়া যাক যে হাইকোর্টের এই রায়ে কি বলা হয়েছে এবং কারা ও কিভাবে এই ছাড় পাবেন।
সিলিকোসিস রোগ কি?
এই সিলিকোসিস হল একটি দুরারোগ্য ব্যাধি, মুলত এই রোগ মানুষের ফুসফুসে হয়ে থাকে। এই রোগ রোগীর শরীরকে খুব দুর্বল করে দেয়। এর ফলে তাদের বাইরে বেরোতে গেলে সাহায্যের প্রয়োজন হয়। এই জটিল দুরারোগ্য ব্যাক্তিদের কথা ভেবেই Bus Fare বা বাস ভাড়া নিয়ে এমন যুগান্তরকারি রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি টি শিবজ্ঞানমের বেঞ্চ।
পশ্চিমবঙ্গে বাস ভাড়া লাগবে না!
হাসপাতাল, চিকিৎসা বা কাজের ক্ষেত্রে এই সব সিলিকোসিস আক্রান্ত ব্যাক্তিরা যাতে আর একজনকে সাথে নিয়ে যেতে পারেন সেই দিক বিবেচনা করে দেখল আদালত। তাই এই জন্যে তারা যাতে বিনা ভাড়ায় (Bus Fare in West Bengal) এক জনকে সঙ্গে নিয়ে যেতে পারে তার জন্যে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি।
বাস ভাড়া নিয়ে হাইকোর্টের নির্দেশ
বুধবার এই নিয়ে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার সভাপতিত্বে বৈঠকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই বৈঠকে পরিবহন এবং শ্রম দফতরের অধিকর্তারাও থাকবেন। সিলিকোসিস আক্রান্ত ব্যাক্তিদের সঙ্গীদের Bus Fare না নেওয়ার যে নির্দেশ দিয়েছে আদালত তা নিয়ে রাজ্য সরকার নতুন নীতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে।
তবে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা নিঃসন্দেহে নজিরবিহীন। কিন্তু এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। রোগীদের শনাক্তকরণ করার বিষয়। কিভাবে এই রোগীদের শনাক্ত করা যাবে? এই বিষয় নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা করা হবে। আগে পরিমার্জিত সিলিকোসিস রিলিফ, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট পলিসি ওয়েস্ট বেঙ্গল’ অনুযায়ী, সিলিকোসিস আক্রান্ত ব্যাক্তিদের ‘Silicosis Patient ID Card’ দেওয়ার ঘোষনা করা হয়। আগের বছরই এই কার্ড দেওয়ার কথা ছিল সিলিকোসিস রোগীদের।
বাস ভাড়া নিয়ে রাজ্য সরকারের কি সিদ্ধান্ত?
এই মামলার শুনানিতে রাজ্য সরকার জানিয়েছে, এখন পর্যন্ত 76 জনকে এই কার্ড দেওয়া হয়েছে। কিন্তু মামলাকারীদের দাবি, আক্রান্তের সংখ্যা বাস্তবে অনেক বেশি। সেই নিরিখে নথিতে সংখ্যা অনেক কম। এই জন্য মৃত ব্যাক্তিদের সকলের পরিবার এই ক্ষতিপুরণ পায়নি বলে জানান হয়েছে। এই বিষয়ে মৃতদের আইনি উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ এবং ভুক্তভোগীদের সাহায্য ও পুনর্বাসনের গোটা প্রক্রিয়াটি সরকার নতুন ভাবে খতিয়ে দেখবে বলেও জানানো হয়েছে হাইকোর্টকে।
Written by Ananya Chakraborty.