অর্থনীতিসোনার দাম

Gold Price – আবারও একধাপে অনেকটা কমলো সোনা রুপোর দাম, আজকে প্রতি গ্রামে কত টাকা খরচ করতে হবে?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর প্রত্যেক উৎসব শুরু হয় নববর্ষ দিয়েই। নববর্ষ হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। Gold Price আজকে কত দেখে নিন । সোনা কে শুভ বলে মনে করা হয়, তাই গহনা কেনা হয়। আবার অনেকে বৈশাখের শুরুতে সন্তান বা নিকট আত্মীয়ের বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে গহনা কিনে থাকেন। কিন্তু সোনা বা রুপোর যে কোনো গহনা কেনার আগে অবশ্যই দাম সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ এই গহনা কেনার ক্ষেত্রেও অনেকে নির্দিষ্ট বাজেট রেখে থাকেন।

Gold Price দেখে নিয়ে আসল সোনা রুপা কিনুন।

তাই বর্তমানে প্রতি গ্রামে দাম কত পড়ছে, তা জেনে কিনতে গেলে অনেকটাই সুবিধে হয়। আজকে কলকাতা এবং দেশের অন্যান্য রাজ্যে সোনা এবং রুপোর দাম কত? জেনে নেওয়া যাক।
আজকে অর্থাৎ ৭ এপ্রিল, ২০২৩ কলকাতায় সোনার দাম কত?
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, গতকালের (৫ এপ্রিল, ২০২৩) তুলনায় অনেকটাই কমলো সোনার দাম।

পশ্চিমবঙ্গে টানা 5 দিন সোনার দামে মহা পতন, কবে সবচেয়ে কম থাকবে, জেনে নিন।

আজকে ২২ ক্যারেট Gold Price প্রতি গ্রামের দাম ৫,৫৯০ টাকা। ১০ গ্রামের দাম ৫৫,৯০০ টাকা। গতকাল প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫,৬২৫ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রামে গতকালের তুলনায় ৩৫ টাকা দাম কমেছে। আজকে ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ৬,০৯৮ টাকা। ১০ গ্রামের দাম ৬০,৯৮০ টাকা। গতকাল সোনার প্রতি ১ গ্রামের দাম ছিল ৬,১৩৬ টাকা। ১০ গ্রামের দাম ৬১,৩৬০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ৩৮ টাকা দাম কমেছে।

আজকে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে Gold Price কত হল?
২২ ক্যারেট ১০ গ্রাম Gold Price –
চেন্নাই- ৫৬,৫০০ টাকা।
মুম্বাই- ৫৫,৯০০ টাকা।
দিল্লি- ৫৬,০৫০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৫৫,৯০০ টাকা।

ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- ৫৫,৯৫০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- ৫৬,০৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম-
চেন্নাই- ৬১,৬৪০ টাকা।
মুম্বাই- ৬০,৯৮০ টাকা।

দিল্লি- ৬১,১৩০ টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- ৬১,০৩০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- ৬১,১৩০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৬০,৯৮০ টাকা।

এবার দেখে নেওয়া যাক, ৫ এপ্রিল, ২০২৩ তারিখে কলকাতায় রুপোর দাম কত-
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, প্রতি ১ গ্রামের দাম ৭৬.৪৯ টাকা। ১০ গ্রামের দাম ৭৬৪.৯০ টাকা। গতকাল (৫ এপ্রিল) প্রতি ১ গ্রামের দাম ছিল ৭৭.০৯ টাকা। ১০ গ্রামের দাম ৭৭০.৯০ টাকা। গতকালের তুলনায় আজকে প্রতি ১ গ্রামে ০.৬০ টাকা দাম কমেছে।

 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হবে এপ্রিল মাসে সমস্যায় মহিলারা, কিন্তু কেন দেখে নিন।

তাই আজকে যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই কিনতে পারেন। তবে সোনার গহনা কেনার আগে প্রধানভাবে এই দুটি জিনিসের কথা মাথায় রাখতে হবে।
১) তবে গহনা কেনার আগে অবশ্যই দেখতে হবে, BIS এর ত্রিভুজকার চিহ্ন রয়েছে কিনা।
২) হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা HUID নম্বর আছে কিনা।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *