Investment Scheme – মহিলাদের সব চিন্তার অবসান। 500 টাকা দিন, 15 লাখ নিন। স্বনির্ভর হওয়ার সেরা সুযোগ।
আমাদের সমাজে এখন সকলেই মোটা টাকার অধিকারী হতে চাই। আর এই জন্য অনেকেই Investment Scheme বা সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকি। যুগ বদলাচ্ছে আর তার সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে। মানুষ এখন ডিজিটাল হচ্ছে, নিজেদের আরো উন্নত করে তুলছে এর সাথে মহিলারাও পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে সব কাজ করছে।
PPF Gold SIP Investment Scheme For Womens.
নিজেদের স্বাবলম্বী করে তুলছে মহিলারা। বর্তমানে মহিলারা আর করো উপরে নির্ভর করে না। আর তাই মহিলাদের বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ (Investment Scheme) করার ঝোঁকও বাড়ছে। আর এই জন্য এখন অল্প অল্প বিনিয়োগ (Investment) করার মাধ্যমে সকলেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। তাহলে চলুন এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমানে বিনিয়োগের (Investment Scheme) অনেক মাধ্যম আছে। আজ আপনাদের সাথে মহিলাদের জন্য বিনিয়োগের কয়েকটি সেরা মাধ্যমের কথা বলব। যেখানে দীর্ঘ মেয়াদে আপনারা পেতে পারবেন অনেক টাকা। চলুন জেনে নিন বিনিয়োগের মাধ্যম গুলো (Investment Scheme In India). আর মাত্র ৫০০ টাকা জমা করার মাধ্যমে আপনারা এককালীন ভালো টাকা রিটার্ন পাবেন।
SIP Mutual Fund Investment Scheme
মিউচুয়াল ফান্ডে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করা যায়। আবার মোটা অঙ্কের টাকা না থাকলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেও টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। বেশিরভাগ মহিলা SIP তে বিনিয়োগ করে কারণ সেখানে 500 টাকার কমে প্রতিমাসে বিনিয়োগ করা যায়। এই পরিমাণ অর্থই কাঙ্ক্ষিত মিউচুয়াল ফান্ডে জমা (Investment Scheme) রাখা যায়।
একেবারে মোটা অঙ্কের টাকা বিনিয়োগের (Investment Scheme) পরিবর্তে মাসিক কিম্বা ত্রৈমাসিক ভিত্তিতে নির্ধারিত সময় সীমার জন্যে জমা রাখা যেতে পারে। শুধু তাই নয় SIP এর আরো সুবিধা আছে। সেটা হল, বিনিয়োগকারীর পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করতেও সাহায্য করে এসআইপি। লো থেকে মিডিয়াম রিস্ক অ্যাপেটাইটের নিরিখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সমস্ত মহিলা বিনিয়োগকারীর জন্য আদর্শ।
Public Provident Fund Investment Scheme
সরকার চালিত ও নিরাপদ সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যে সব মহিলারা ঝুঁকি নিতে চাননা সেই সব মহিলা বিনিয়োগকারীদের জন্য এই বিকল্প সেরা। নির্ধারিত সময়ের পরে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টের (PPF Account) সুবিধা প্রদান করে।
2022-23 অর্থবর্ষে PPF বিনিয়োগের সুদের হার 7.1 শতাংশ। এই স্কীমে 15 বছরের লকইন পিরিয়ড রয়েছে। যা আরো 5 বছরের জন্য বাড়ান যায়। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে বার্ষিক 500 টাকা জমা রাখা যায়। আর সর্বোচ্চ বার্ষিক 150000 টাকা জমা রাখা যায়। 1961 এর আয়কর আইনের (Income Tax Rule) 80C ধারার আওতায় PPF ট্যাক্স বেনিফিট প্রদান করে।
Fixed Diposit Investment Scheme
আর একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হল Fixed Deposit. সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এই স্কীমের সুবিধা দেওয়া হয়। তবে এক এক জায়গায় সুদের হার (Interest Rate) এক এক রকম। ভবিষ্যতে ভাল পরিমাণ অর্থ রিটার্ন পেতে চাইলে এখানে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কীমে বার্ষিক সুদের হার 1.85% থেকে 6.95% পর্যন্ত। সর্বনিম্ন জমার পরিমাণ 1000 টাকা। 7 দিন থেকে 10 বছরের মেয়াদের জন্য বিনিয়োগ করা যায়।
Gold As Investment Scheme
সোনা হল বিনিয়োগের জনপ্রিয় বিকল্প। গত 50 বছরে সোনার (Gold) হিসেব দেখলে বোঝা যাবে যে মহিলাদের জন্য উপযোগী বিনিয়োগ মাধ্যম হল সোনা। মুদ্রাস্ফীতির (Inflamation) সময় বা মার্কেটের পতন হলেও সোনার দাম কিন্তু সব সময় ঊর্ধ্বমুখী থাকে। আর এই জন্য সোনা সর্বদা সকলের কাছেই বিনিয়োগের এক অন্যতম মাধ্যম।
মহিলাদের জন্য 4 টি প্রকল্প মোদী সরকারের। কি কি সুবিধা পাবেন।
NPS Investment Scheme
এই স্কীম পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) দ্বারা পরিচালিত। এই স্কীমও মহিলাদের জন্য বিনিয়োগের সেরা মাধ্যম। অবসরের পর কোনো মহিলা বিনিয়োগকারীরা যদি ভালো অর্থ হাতে পেতে চান তাহলে চোখ বুজে এই স্কীমে বিনিয়োগ করতে পারেন। আর এই স্কীমে ঝুঁকির সম্ভাবনা নেই। এই সকল স্কিমের মাধ্যমে যে কোন একটিতে আপনারা বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।Written by Ananya Chakraborty.
1 লক্ষ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দিচ্ছে SBI. কিভাবে আবেদন করলে এই টাকা পাবেন?