গুরুত্বপূর্ণ খবর

Medical Colleges in India – দেশ জুড়ে 50 টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন, রাজ্যে 2 টি কোথায় কোথায়?

পড়ুয়াদের জন্য এবার আরো বড় সুযোগ। দেশ জুড়ে অনেকগুলি মেডিকেল কলেজ তৈরি অনুমোদন দিলো কেন্দ্র (Medical Colleges in India). গত মাসেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবার পালা উচ্চশিক্ষার। ভবিষ্যতের জন্য কেন্দ্রের এই অনুমোদন পড়ুয়াদের শিক্ষা গ্রহণে বিশেষভাবে সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহেই এই নিয়ে অনুমোদন দিলো কেন্দ্র। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে মোট 50 টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। Medical Colleges in India এই তালিকার মধ্যে 2 টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের।

Medical Colleges in India

গত কয়েকমাস আগেই বর্ধমান মেডিকেল কলেজকে প্রযুক্তিগত দিক থেকে উন্নত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। হাইব্রিড সিসিইউ ব্যবস্থা সহ আরও বেশ কয়েকটি বিভাগের উদ্বোধন করা হয়েছিল। চিকিৎসা নিতে আসা রোগীর যাতে সমস্যা না হয়, সেই দিকও দেখা হয়েছে। ই-প্রেসক্রিপশন ব্যবস্থার ফলে এই মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আসা কোন‌ও রোগীর প্রেসক্রিপশন হারিয়ে গেলেও কোনো সমস্যা হবে না (Medical Colleges in India).

কারণ সেই প্রেসক্রিপশন সহ চিকিৎসার যাবতীয় রেকর্ড হাসপাতালের কাছে ডিজিটালি স্টোর করা থাকবে। আর এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রস্কের তরফে নয়া অনুমোদন (Medical Colleges in India). গোটা 50 টি মেডিকেল কলেজ, যার মধ্যে 2 টি এই রাজ্যে। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়। এই 2 টি মেডিকেল কলেজ থেকেই MBBS কোর্স সম্পন্ন করা যাবে। কলেজের আসন সংখ্যা ১৫০ টি।

যদিও এই দুটি মেডিকেল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধীন এবং নদিয়ার মেডিকেল কলেজটি ট্রাস্ট বা PPP মডেলে চালানো হবে। এই তালিকার মধ্যে ২৯টি সরকারি মেডিকেল কলেজ। তাছাড়া তালিকায় অনুমোদন পাওয়া মেডিকেল কলেজগুলির সবথেকে বেশি পাচ্ছে তেলাঙ্গানা রাজ্য।

জুন মাসে 12 দিন বন্ধ থাকছে ব্যাংক, সময় থাকতে তালিকা দেখে নিন।

তালিকায় কোন কোন রাজ্যে কটি করে নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, জেনে নেওয়া যাক (Medical Colleges in India)
১) তেলাঙ্গানায় 13 টি নতুন মেডিকেল কলেজ হচ্ছে।
২) অন্ধ্রপ্রদেশে 5 টি নতুন মেডিকেল কলেজ হবে।
৩) গুজরাটে 3 টি নতুন মেডিকেল কলেজ হবে।

৪) অসমে 3 টি নতুন মেডিকেল কলেজ হবে।
৫) কর্নাটকে 3 টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন।
৬) মহারাষ্ট্রে 4 টি নতুন মেডিকেল কলেজ হবে।
৭) রাজস্থানে 5 টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন।

৮) তামিলনাড়ুতে 3 টি মেডিকেল কলেজের অনুমোদন।
৯) জম্মু ও কাশ্মীরে 2 টি নতুন মেডিকেল কলেজ হচ্ছে।
১০) পশ্চিমবঙ্গেও 2 টি নতুন মেডিকেল কলেজ হচ্ছে।
১১) ওড়িশায় হচ্ছে 2 টি মেডিকেল কলেজ।
১২) হরিয়ানায়ও 2 টি মেডিকেল কলেজের অনুমোদন।

অল্প টাকা অল্প সময়ের জন্য রাখুন এই সরকারি স্কীমে, সবচেয়ে বেশি সুদ পাবেন গ্যারান্টি।

১৩) উত্তরপ্রদেশে 1 টি মেডিকেল কলেজের অনুমোদন।
১৪) মধ্যপ্রদেশে 1 টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে।
১৫) নাগাল্যান্ডে 1 টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *