অর্থনীতি

State Bank of India: SBI গ্রাহকদের কপাল খুলে গেল! কি এমন সিদ্ধান্ত নেওয়া হল?

আমাদের মধ্যে এমন কেউ নেই যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) সম্পর্কে জানে না। আর এই ব্যাঙ্ক হল ভারতের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আর এই সরকারি ব্যাঙ্কের (Public Sector Bank) তরফে উৎসবের মরশুমের মাঝেই দারুন খুশির খবর সাধারন মানুষদের জন্য। কি খুশির খবর (SBI Announcement) নিয়ে এলো চলুন দেখে নিন।

State Bank of India New Announcement

কিছু দিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট নিয়ে ঘোষনা করে। এবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেটে কোনো পরিবর্তন করেনি। MPS-র বৈঠকের সিদ্ধান্ত গুলো ঘোষনা করার সময় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 6.5 শতাংশে অপরিবর্তিত রেখেছে। সাধারন মানুষ ভেবে ছিল এবার রেপো রেটের পরিবর্তন করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

RBI Announcement Impact SBI Customers!

কিন্তু RBI তা করেনি। ফলে হতাশ হয়েছে সাধারন মানুষ। তবে রিজার্ভ ব্যাঙ্ক মানুষদের হতাশ করলেও State Bank of India মানুষদের অর্থাৎ তাদের সকল গ্রাহকদের হতাশ করেনি। আর এমন কি ঘোষণা করা হয়েছে সেই সকল গ্রাহকদের তরফে এই নিয়ে কি জানানো হয়েছে সেই সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা!

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে State Bank of India লিমিটেড পিরিয়ডের ক্ষেত্রে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যারা ভাবছেন উৎসবের মরশুমের মাঝে লোন নেবেন তাদের বড় স্বস্তি দিল SBI. এর ফলে লিমিটেড পিরিয়ডের জন্য সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 15 ই অক্টোবর থেকে 15 ই নভেম্বর পর্যন্ত ঋণ গ্রহীতাদের জন্য MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) হার কমানোর কথা ঘোষনা করেছে।

E Shram Card (ই শ্রম কার্ড)

এই সময়ের মধ্যে ঋণের সুদের হার 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। একটি বিষয়ে জানিয়ে রাখি, অনেকেই MCLR-র ব্যাপারে জানে না। MCLR হল ব্যাঙ্ক জনগনকে যে হারে ঋণ দেয় তা Marginal Cost of Funds Based Lending Rate বা MCLR বলে পরিচিত। আর এই নিয়েই State Bank of India খুশির খবর শুনিয়েছে গ্রাহকদের সেই সম্পর্কে দেখে নিন।

পোস্ট অফিস দিচ্ছে কোটিপতি হওয়ার সুযোগ! কিভাবে হবেন?

কত কমিয়েছে সুদের হার SBI?

State Bank of India MCLR বেসড হার গুলোকে 8.20 শতাংশ থেকে 9.1 শতাংশের মধ্যে সামঞ্জস্য করেছে। এই দিকে ব্যাঙ্কের তরফে 1 মাসের সুদের হার 8.45 শতাংশ থেকে কমিয়ে 8.20 শতাংশ করা হয়েছে। একই ভাবে 6 মাসের সুদের হার 8.85 শতাংশ। 1 বছরের সুদের হার বা MCLR 8.95 শতাংশ। 2 বছরের সুদের হার 9.05 শতাংশ। আর 3 বছরের সুদের হার 9.1 শতাংশ।
Written by Ananya Chakraborty.

Related Articles