বিপুল সংখ্যক শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে, আজই আবেদন করুন
বর্তমানে ভারতজুড়ে চাকরিপ্রার্থীদের রীতিমতো নাজেহাল অবস্থা। আর এমতাবস্থায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ এক সুখবর সামনে আনা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে সমগ্র ভারতের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এক হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে SBI এর তরফে। পুরুষ হোক কিংবা মহিলা যেকোনো যোগ্য প্রার্থীই এই পদগুলোতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের নাগরিক সহ যেকোনো ভারতীয় নাগরিক এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।
তবে আপনি কি জানেন এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা কি কি অথবা কিভাবে আপনি এই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন কিংবা ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি? যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।
(ক) পদের নাম:- Circle Based Officer (Regular and Backlog)
মোট শূন্যপদ:- ১৪২২ টি (রেগুলার:- ১৪০০ টি, ব্যাকলগ:- ২২ টি)
বেতন:- এই পদগুলিতে যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে তাদের প্রত্যেক মাসে ৩৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
চলুন তবে জেনে নেওয়া যাক কারা এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন:-
১. আবেদনকারী প্রার্থীদের ভারতের সরকারের তরফে স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে।
২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় সময়সূচি অনুসারে নির্ধারিত যেকোনো বাণিজ্যিক ব্যাংকের একজন অফিসার অথবা যেকোনো গ্রামীণ ব্যাংকের একজন অফিসার হিসেবে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারী প্রার্থীর যেকোনো ব্যাংকে কাজ করার সময়সীমা ওই কর্মীর জয়েনিং ডেট থেকে ৩০শে সেপ্টেম্বর,২০২২ তারিখ পর্যন্ত সময়কালের হিসেবে গণনা করা হবে।
৩. আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ২১ বছর বা তার বেশি এবং ৩০ বছরের থেকে কম হতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়সের হিসেব ৩০শে সেপ্টেম্বর,২০২২ তারিখ অনুসারে করা হবে। যে সকল চাকরি প্রার্থীরা ১লা অক্টোবর,১৯৯২ থেকে ৩০শে সেপ্টেম্বর,২০০১ সময়কালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারাই কেবলমাত্র এই শূন্যপদগুলিতে আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে ভারতের সরকারের আইন অনুসারে তপশিলি জাতি-উপজাতি এবং বিশেষ কিছু চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে।
তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের জন্য ছাড় রয়েছে, ওবিসি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড় রয়েছে।
তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় রয়েছে বয়সে, অন্যদিকে ওবিসি সম্প্রদায়ভুক্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বয়সে ১৩ বছরের ছাড় রয়েছে, আবার জেনারেল গোষ্ঠীভুক্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের ১০ বছরের ছাড় রয়েছে।
এছাড়াও এক্স-সার্ভিসম্যান, এমারজেন্সি কমিশনড অফিসার, শর্ট সার্ভিস কমিশনড অফিসার যারা ৫ বছরের জন্য মিলিটারি সার্ভিসে ছিলেন এবং কাজ সম্পন্ন হওয়ার পর অথবা শারীরিক অক্ষমতার দরুণ বর্তমানে অবসর নিয়েছেন তারা এই শূন্যপদগুলোতে আবেদনের ক্ষেত্রে ৫ বছরের জন্য ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:-
১. এই শূন্যপদগুলোতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমেই https://bank.sbi/careers ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর নিজের নাম, মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস এর মাধ্যমে রেজিস্ট্রেশন এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আবেদনের জন্য প্রয়োজনে ফর্মটি আপনার সামনে আসবে। ওই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।
৪. এরপর আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি সাবমিট করতে হবে।
আবেদন করুন টাটা স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য ৭৫০ টাকা ফি জমা করতে হবে। অন্যদিকে তপশিলি জাতি, উপজাতি অথবা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আবেদনের জন্য কোনোরকম ফি জমা করতে হবে না।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিসমূহ:-
১. আবেদনকালীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ
২. আবেদনকারীর স্বাক্ষর
৩. আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ
৪. বয়সের প্রমাণপত্র
৫. জব প্রোফাইল (বর্তমানে অথবা বিগত দিনের যে সংস্থায় কর্মরত ছিলেন সেই সংস্থার তরফে দেওয়া সার্টিফিকেট)।
৬. আবেদনকারীর সি. ভি (এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল কোয়ালিফিকেশন, বিগত দিনে যেসমস্ত প্রজেক্ট হ্যান্ডেল করেছেন সেগুলি এবং অভিজ্ঞতা সম্পর্কে উল্লেখ করতে হবে)।
৭. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৮. অভিজ্ঞতার সার্টিফিকেট/ এপয়েন্টমেন্ট লেটার / জব লেটার।
৯. ফর্ম 16 অথবা স্যালারি স্লিপ।
নির্বাচনের প্রক্রিয়া:-
এক্ষেত্রে প্রার্থীদের অনলাইন টেস্ট (Objective test এবং Descriptive test), স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
• Objective test:- English language, banking knowledge, general awareness/ economy, computer Aptitude এই বিষয়গুলির উপর নির্ভর করে চাকরিপ্রার্থীদের Objective test নেওয়া হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ রয়েছে ৩০ নম্বর অর্থাৎ ১২০ নম্বরে এই টেস্ট নেওয়া হবে।
• Descriptive test:- এই পরীক্ষাটি নেওয়া হবে ইংরেজি ভাষার ভিত্তিতে। চাকরিপ্রার্থীদের দুটি বিষয় (letter writing and essay) এর ওপর নির্ভর করে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। (তবে এই পরীক্ষাগুলিতে ভুল উত্তরের জন্য কোনোরকম নেগেটিভ মার্কিং হবে না)
স্ক্রিনিং:- পরীক্ষার নম্বরের ভিত্তিতে যে সমস্ত প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে তাদের সমস্ত ডকুমেন্টস স্ক্রিনিং কমিটি খতিয়ে দেখবে।
ইন্টারভিউ:- যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সমস্ত চাকরিপ্রার্থীদের ৫০ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন তারাই এই শূন্যপদগুলিতে চাকরি পাবেন।
আবেদনের সময়সীমা:- ১৮ই অক্টোবর,২০২২ তারিখে অর্থাৎ অক্টোবর মাসের ১৮ তারিখে এই শূন্য পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নভেম্বর মাসের ৭ তারিখ অর্থাৎ ৭ই নভেম্বর,২০২২ তারিখে আবেদনের সময়সীমা শেষ হবে।
অফিসিয়াল নোটিফিকেশন:- Link
সরাসরি আবেদন করুন:- Link