চাকরি

রথযাত্রার আগেই 4% DA বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার! সরকারি কর্মীরা খুব খুশি

রথযাত্রার (Rath Yatra 2024) আগেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য দারুণ সুখবর পাওয়া গেল। মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রতিটি সরকারি কর্মীরই চাহিদা। পশ্চিমবঙ্গে দুই বার 4 শতাংশ করে মহার্ঘ ভাতা (DA Hike) বাড়িয়ে ছিল রাজ্য সরকার। ভোটের আগেই এই ঘোষনা করেছিল। আর সেই মত মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার কর্মীদের (Employee Benefits). পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees) এই মুহুর্তে 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে।

4% Dearness Allowance Hike for Govt Employees Benefits.

কেন্দ্র সরকারও ভোটের আগেই মহার্ঘ ভাতা বাড়িয়ে 50 শতাংশ করে দেয়। এর ফলে সারা দেশের কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। কিন্তু এই দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা তাদের 14% মহার্ঘ ভাতা নিয়ে মোটেই খুশি নন। আর তাই রাজ্য সরকারি কর্মীরা আদালতের দ্বারস্থ হয়েছে আর এই মামলা এখন সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বিচারাধীন।

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি

তবে এরই মাঝে 4% মহার্ঘ ভাতা বাড়ল রাজ্য সরকার (Government of Gujarat). এই মহার্ঘ ভাতা মিলবে 2024 এর 1 লা জানুয়ারি থেকে। তবে এই খুশির খবর বাংলার সরকারি কর্মীদের জন্যে নয় এই খবর গুজরাট সরকারী কর্মীদের (Gujarat State Government Employees) জন্যে। গুজরাট সরকার এই নির্দেশ দিয়েছে। সেখানে 9 লক্ষের উপরে সরকারি কর্মী ও পেনশনভোগীরা (Pensioneers) আছে, তাদের জন্যে এই ঘোষনা।

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি কবে?

7 ই জুলাই গরমের ছুটি শেষ হয়ে যাবে। আর তাই 15 ই জুলাই বাংলার মহার্ঘ ভাতার মামলার শুনানী (DA Case Update) হতে পারে বলে আশা করছেন অনেকটা। ওয়েবসাইটে আগামী 15 ই জুলাইয়ের মামলার অ্যাডভান্সড লিস্ট প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় বাংলার DA মামলাও রয়েছে। তালিকার 174 তম মামলাটি হল বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন (Special Leave In Petition).

NPS Pension (ন্যাশনাল পেনশন স্কিম)

পশ্চিমবঙ্গের DA মামলার ভবিষ্যৎ কি?

এই আবহে সুপ্রিম কোর্টেই বিচারপতি হৃষিকেশ রায় ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে কত নম্বরে মামলাটি ওঠে তার উপর নির্ভর করছে মামলার শুনানি। এই দিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কোন আইনজীবি মামলা লড়বেন খোলসা করে বলা হয়নি। তবে ভাস্কর ঘোষ বলেছেন, ‘সুপ্রিম কোর্টে DA মামলার জন্যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আর বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে।

দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে থেকে শুরু হবে? রাজ্য সরকারের তরফে কি আপডেট

2016 সাল থেকে এই মামলা চলে আসছে। এই মামলা SAT ও কলকাতা হাইকোর্টে উঠেছিল। সেখান থেকে এখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। প্রথমে SAT এ জয় পেয়েছিল রাজ্য সরকার। তার পর থেকে প্রতি ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা জয় পেয়েছে। গুজরাট সরকারের রথ যাত্রার আগে এই মহার্ঘ ভাতা বাড়ান তে খুশি হয়েছেন কর্মীরা। আর এই খবরটি শুধুমাত্র গুজরাটের সরকারি কর্মীদের জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *