প্রকল্প

রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প। বেকার যুবক-যুবতীরা প্রত্যেক মাসে পাবে ৫০০০ টাকা

রাজ্যজুড়ে অর্থনৈতিক মন্দার সাথে তাল মিলিয়ে ক্রমাগত হারে রাজ্যের যুবক-যুবতীদের মধ্যে বেকারের সংখ্যাও বাড়ছে। আর তাতেই যুবক-যুবতীদের নিয়ে যথেষ্ট চিন্তিত বিভিন্ন জেলার জেলা প্রশাসন সহ রাজ্য সরকার। যার ফলস্বরূপ আগামীতে যাতে কোনোভাবেই রাজ্যজুড়ে বেকার যুবক-যুবতীদের সংখ্যা উত্তরোত্তর হারে বৃদ্ধি না পায় তা নিশ্চিত করতেই রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য এক নতুন প্রকল্প কার্যকর করা হলো। এমনকী বিভিন্ন রিপোর্ট মারফত এও জানা গিয়েছে যে, আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফে। যার কারণে রাজ্যের বেকার যুবক-যুবতীরা রাজ্য সরকারের এই নতুন প্রকল্প সম্পর্কে জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন। আর তাই আজ আমরা রাজ্য সরকারের তরফে কার্যকরী এই নতুন প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

যেকোনো সরকারি ক্ষেত্রে হোক কিংবা বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য আবেদনের ক্ষেত্রে বারংবার যেসমস্ত ব্যক্তিদের অভিজ্ঞতা রয়েছে তাদের তুলনায় অভিজ্ঞতাহীন যুবক-যুবতীরা পিছিয়ে পড়েন। এই কারণেই যুবক-যুবতীদের মধ্যে বেকারত্বের পরিমাণ বাড়ছে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। আর এই সমস্যা দূর করতে রাজ্য সরকারের তরফে যে নতুন প্রকল্পটি কার্যকরী করা হয়েছে তা স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম নামেই বিশেষ পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের নানান দপ্তরে ইন্টার্নশিপ করানোর মাধ্যমে বিভিন্ন কাজের ক্ষেত্রে দক্ষ করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। যাতে পরবর্তীতে রাজ্যের যুবক-যুবতীদের কাজের ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে পড়তেন না হয় তার জন্যই এই বিশেষ প্রকল্প কার্যকরী করা হয়েছে।

ওয়েসিস স্কলারশিপের অধীনে কবে টাকা পাবেন, জেনে নিন এখনই।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের অধীনে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অন্ততপক্ষে স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি এও উল্লেখ করা হয়েছে যে, যেসমস্ত ছাত্র-ছাত্রীদের বয়স ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে তারা কেবলমাত্র এই স্কিমের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ যুবক যুবতীদের পাশাপাশি আইটিআই এবং পলিটেকনিক ক্ষেত্রে যারা পড়াশোনা করেছেন তারাও এই স্কিমের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

প্রাথমিকভাবে ১ বছরে ৬০০০ বেকার যুবক-যুবতীকে এই স্কিমের অধীনে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। তবে ছাত্রছাত্রীরা কোনক্ষেত্রে ইন্টার্নশিপ করছেন তার ওপর নির্ভর করে এই কোর্সের সময়সীমা নির্ধারণ করা হবে। রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের উদ্দেশ্যে এও জানানো হয়েছে যে, এই প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ চলাকালীন সমস্ত ইন্টার্নকে প্রতি মাসে ৫০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এমনকী ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়ার পর সমস্ত ইন্টার্নকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। যেকোনো সরকারি দপ্তরে কাজের জন্য আবেদনের ক্ষেত্রে অন্যান্য আবেদনকারীদের তুলনায় এই সমস্ত সার্টিফিকেট প্রাপ্ত ইন্টার্নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *